শেয়ারবাজার :::: যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত শনিবার চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ (শেয়ারপ্রতি তিন টাকা) ও ২০ শতাংশ বোনাস শেয়ার (প্রতি ১০০টির বিপরীতে ২০টি শেয়ার) অনুমোদন করা হয়।
কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মেজর (অব.) মো. মোক্তাদির আলী ও মহাব্যবস্থাপক মিজানুর রহমান।
বার্ষিক সভায় আরও জানানো হয়, যমুনা অয়েল কোম্পানি ২০০৯-১০ অর্থবছরে কর-পরবর্তী মুনাফা করেছে ৫৬ কোটি ৪০ লাখ টাকা, যা এর আগের অর্থবছরের চেয়ে ৩৪ দশমিক ৫৬ শতাংশ বেশি। পাশাপাশি ২০০৯-১০ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৫৩ পয়সা, যা এর আগের অর্থবছরে ছিল নয় টাকা ৩২ পয়সা।
সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ (শেয়ারপ্রতি তিন টাকা) ও ২০ শতাংশ বোনাস শেয়ার (প্রতি ১০০টির বিপরীতে ২০টি শেয়ার) অনুমোদন করা হয়।
কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মেজর (অব.) মো. মোক্তাদির আলী ও মহাব্যবস্থাপক মিজানুর রহমান।
বার্ষিক সভায় আরও জানানো হয়, যমুনা অয়েল কোম্পানি ২০০৯-১০ অর্থবছরে কর-পরবর্তী মুনাফা করেছে ৫৬ কোটি ৪০ লাখ টাকা, যা এর আগের অর্থবছরের চেয়ে ৩৪ দশমিক ৫৬ শতাংশ বেশি। পাশাপাশি ২০০৯-১০ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৫৩ পয়সা, যা এর আগের অর্থবছরে ছিল নয় টাকা ৩২ পয়সা।