(৯৫২) শুন্য থেকে শুরু

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: এসইসির ভাবমূর্তি এখন শূন্যের কোঠায় সেখান থেকে উদ্ধার করে নিয়ন্ত্রক সংস্থাকে সংশ্লিষ্ট সবার আস্থার জায়গায় দাঁড় করানোই এসইসির নতুন নেতৃত্বের প্রথম কাজ বলে মনে করেন বিশেষজ্ঞরা কাজটি যে সহজ নয়, তারও ইঙ্গিত দিলেন তাঁরা এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ সিদ্দিকী কালের কণ্ঠকে বলেন, নতুন চেয়ারম্যানের প্রথম কাজ হবে আস্থা অর্জন করা আস্থা অর্জনের জন্য দরকার সৎ নিরপেক্ষভাবে আইন অনুযায়ী দক্ষতার সঙ্গে কাজ করে যাওয়া এটা করতে পারলে দ্রুতই বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে এসইসির নতুন নেতৃত্বের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক অধ্যাপক ওসমান ইমাম বলেন, এখনো এসইসির পুরোপুরি পুনর্গঠন হয়নি আরো দুজন সদস্য নিয়োগ দিতে হবে এসইসির পুনর্গঠন প্রক্রিয়া যত দ্রুত সম্ভব হবে, তত গুজব কমে যাবে বাজার স্থিতিশীল হবে বিশ্ববিদ্যালয়ের নতুন চেয়ারম্যানের সহকর্মীর মতে, বাজার ঘুরে দাঁড়ানোর কিছু নেই স্থিতিশীল হওয়া আর ঘুরে দাঁড়ানো এক কথা নয় এখন দরকার স্থিতিশীল করা এটা করতে হলে প্রথম কাজ হবে বিনিয়োগকারীদের আস্থা অর্জন সেটা করার জন্য দরকার সততার সঙ্গে কাজ করা এসইসিকে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে বেশি আইপিও বাজারে আনতে হবে শেয়ারের সরবরাহ বাড়াতে হবে বুকবিল্ডিং পদ্ধতিতে যেসব কম্পানি ইতিমধ্যে আবেদন করেছে, তাদের সম্পদের পুনর্মূল্যায়ন করতে হবে আলাদা অডিট ফার্ম দিয়ে এসব শেয়ারের দাম কমিয়ে করে প্রাইমারি মার্কেটে আইপিও ছাড়ার ব্যবস্থা করতে হবে

Blog Archive