পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জনগণকে জিম্মি করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে ১৮-দলীয় জোট।এ সময় বিরোধীদলীয় নেতার বাসায় পানি-গ্যাস ও খাবার সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করে তিনি বলেন, ‘তবে খালেদা জিয়ার বাসায় বিশেষ একধরনের পানি বন্ধ করে দেওয়া হয়েছে।হরতালের কারণে ওই একধরনের পানি তাঁর বাসায় যেতে বাধাগ্রস্ত হচ্ছে।এ জন্য আমরা দায়ী নই।’
আজ সোমবার বিকেল পৌনে চারটায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে হাছান মাহমুদ এ দাবি করেন।
বনমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি অতীতের তুলনায় খালেদা জিয়াকে আরও পরিপাটি দেখাচ্ছে।তাঁর বাসায় যদি পানি, খাবার ও গ্যাসের লাইন বন্ধ করে দেওয়া হতো, তাহলে কি তাঁকে এমন পরিপাটি দেখাত! হরতালকে কেন্দ্র করে সারা দেশে ঘৃণিত সন্ত্রাসী বেড়ে যাওয়ায় খালেদা জিয়ার বাড়িতে শুধু অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এক অভিযোগের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।’
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ।
লেনদেনের টাকার পরিমান বেড়ে আকাশ ছুল-৫০০ কোটি-Total transaction gone up
টানা সাত কর্মদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ সোমবার নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই বাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন। আর প্রায় দেড় মাস পর ডিএসইর লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টানা সাত কর্মদিবস ঊর্ধ্বমুখী থাকার পর আজ অনেকে মুনাফা তুলে নেওয়ায় স্বাভাবিক মূল্য সংশোধন হয়েছে বাজারে। বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে আজ মূল্য সংশোধন বেশি হয়েছে। কেননা, অব্যাহতভাবে এই দুটি খাতের কোম্পানির শেয়ারের দাম বাড়ছিল। এই দুই খাতের অনেক বিনিয়োগকারী আজ মুনাফা তুলে নেওয়ায় কোম্পানিগুলোয় মূল্য সংশোধন হয়, যা সূচক পতনে অন্যতম ভূমিকা রাখে। আজ ব্যাংকিং খাতের ৩০টি কোম্পানির মধ্যে ২৮টি দর হারিয়েছে। অন্যদিকে অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানিগুলোয়ও মিশ্র প্রবণতা দেখা যায়। ডিএসইর সূচক কমেছে ৪৬ পয়েন্ট এদিকে সাম্প্রতিক হরতাল চলাকালে বাজার ঊর্ধ্বমুখী থাকলেও আজ সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যায়। দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ১৯৮ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিটের মাথায় সূচক ৬২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমতে শুরু করে। বেলা পৌনে একটার পর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ডিএসইতে আজ ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১২৪টির আর অপরিবর্তিত রয়েছে ২০টির। ৫০০ কোটির ঘরে লেনদেন আজ ডিএসইতে ৫০৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৪৯৮ কোটি টাকা লেনদেন হয়েছিল। এ দিকে প্রায় দেড় মাস পর আজ ডিএসইতে ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর ৫২১ কোটি টাকার লেনদেন হয়েছিল। সিএসইতে কমেছে ৪৯ পয়েন্ট ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৯৯২ পয়েন্টে। সিএসইতে আজ ২১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৯০টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টির। সিএসইতে আজ ৬১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৫৩ কোটি টাকা লেনদেন হয়। এদিকে ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং। আজ এই প্রতিষ্ঠানের ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া ইউসিবিএল, ওয়ান ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, এনবিএল, ইউনাইটেড এয়ার, মার্কেন্টাইল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আরগন ডেনিমস, সিটি ব্যাংক প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
শেয়ারধারীদের জন্য নগদ ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা - PowerGrid 15% Dividend
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি) তালিকাভুক্ত বিদ্যুত্ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পরিষদ গত ৩০ জুন, ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা ও পর্যালোচনা সাপেক্ষে সাধারণ শেয়ারধারীদের জন্য নগদ ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছেন। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জানুয়ারি ’১৪ শনিবার সকাল ১০টায় অনূষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১ ডিসেম্বর ’১৩ রোববার। এজিএমের স্থান পরে জানানো হবে। আজ সোমবার ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ার প্রতি আয়(ইপিএস) ২.১৯ টাকা, শেয়ার প্রতি নিট সম্পদমুল্য(এনএভি) ৬৩.৬৯ টাকা ও শেয়ার প্রতি তারল্যপ্রবাহ(এনওসিএফপিএস) ১১.৬৮ টাকা।
বেক্সিমকো গ্রুপের সাতকাহন-Story on BEXIMCO
বেক্সিমকো গ্রুপের বিপুল অঙ্কের ঋণ নিয়ে বিপাকে রয়েছে দেশের ব্যাংকিং খাত। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো জিম্মি হয়ে পড়েছে গ্রুপটির কাছে। সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকে ক্রমেই বেড়ে চলছে প্রতিষ্ঠানটির দেনার পরিমাণ। ২০১২ সাল শেষে চার ব্যাংকের পাওনা দাঁড়ায় ৫ হাজার ৯০২ কোটি টাকা। এসব দেনার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাও কার্যকর হচ্ছে না। ফলে ব্যাংকগুলোর আর্থিক সূচকের ক্রমাবনতি হচ্ছে।
তবে পাওনা অর্থ আদায়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ১৯৯৪ সালের ২৭ অক্টোবর থেকে ১৯৯৫-এর ৩০ মে পর্যন্ত বিডিবিএল (তখনকার শিল্প ব্যাংক) বেক্সিমকো টেক্সটাইলকে (এখন বেক্সিমকো লিমিটেডের সঙ্গে একীভূত) ১৮ কোটি টাকা ঋণ দেয়। ওই ঋণের প্রায় ৩ কোটি ৫৭ লাখ টাকা ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া রয়েছে। বিডিবিএলের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও ঋণ পরিশোধের কোনো উদ্যোগ নেয়নি প্রতিষ্ঠানটি। এরই পরিপ্রেক্ষিতে ঋণ আদায়ে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক বিডিবিএল অর্থঋণ আদালতে মামলা করার সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে বেক্সিমকোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান অনলাইন বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এটা সম্ভবত কোনো ভুল বোঝাবুঝি। এটা আমরা স্পষ্ট জানিও না। আগামীকাল (আজ) বিষয়টি ঠিক করে নেব।’
বিডিবিএল সূত্রে জানা যায়, মামলা করার পূর্বশর্ত হিসেবে গাজীপুরে বেক্সিমকোর সম্পদ নিলামে বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হবে। তবে এ বিষয়ে বিডিবিএলের কোনো কর্মকর্তা প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা জানান, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বিডিবিএল থেকেই সরবরাহ করা। ব্যাংকের নিয়মানুযায়ী সব প্রক্রিয়া শেষে অর্থঋণ আদালতে মামলা দায়েরের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত. ২০০৯ সালের ৫ জুলাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে খেলাপি গ্রাহকদের একটি তালিকা প্রকাশ করেন। বাংলাদেশ ব্যাংক ২০০৯ সালের মার্চভিত্তিক এ তালিকা তৈরি করে। এতে বেক্সিমকো গ্রুপকে সবচেয়ে বড় খেলাপি গ্রাহক হিসেবে উল্লেখ করা হয়। সংসদের তালিকা মতে, সে সময় বেক্সিমকো টেক্সটাইলের খেলাপি ছিল ৩৫৪ কোটি, পদ্মা টেক্সটাইলের ২৯৩ কোটি, সাইনপুকুর সিরামিকের ১৩৪ কোটি, বেক্সিমকো নিটিংয়ের ৮১ কোটি, বেক্সিমকো ইঞ্জিনিয়ারিংয়ের ৬০ কোটি, বেক্সিমকো কম্পিউটারের ১১ কোটি ও বেক্সিমকো ফ্যাশনের ১০ কোটি টাকা। অর্থাৎ ২০০৯ সালের মার্চে গ্রুপটির খেলাপি ঋণের পরিমাণ ৯৪৩ কোটি টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে কয়েক গুণ।
২০১২ সালে ব্যাংকগুলোর প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গ্রুপটির কাছে সোনালী ব্যাংকের পাওনা ২ হাজার ১৫৭ কোটি, রূপালী ব্যাংকের ৫০৬ কোটি, জনতা ব্যাংকের ৩ হাজার ৬৩ কোটি ও অগ্রণী ব্যাংকের ১৭৫ কোটি টাকা। সব মিলিয়ে গ্রুপটির কাছে চার ব্যাংকের পাওনা ৫ হাজার ৯০২ কোটি টাকা।
এদিকে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে, ঋণ পরিশোধে ব্যর্থ হওয়া কোনো প্রতিষ্ঠানকে আর ঋণ দেয়া হবে না। বেক্সিমকো গ্রুপের ঋণ নিয়েও পর্ষদ সভায় আলোচনা হয়। এসব সভায় গ্রুপটিকে নতুন করে আর কোনো অর্থায়ন না করার সিদ্ধান্ত হয়।
সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংকের একাধিক পরিচালক জানান, বেক্সিমকো গ্রুপের ঋণ আদায় নিয়ে সিদ্ধান্ত হলেও তা কার্যকর হচ্ছে না। ওই গ্রুপের ঋণ অনিয়মিত হয় আবার পুনঃতফসিলও হয়। কিন্তু পাওনা অর্থ আদায় হয় না।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত এ প্রসঙ্গে বলেন, ‘বেক্সিমকো গ্রুপের ঋণ আগে নিয়মিতই ছিল। সময়মতো ঋণ পরিশোধে তাদের চিঠি দেয়া হয়েছে। আমি নিজেই গ্রুপটির ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। উনি শিগগিরই ঋণ নিয়মিত করার আশ্বাস দিয়েছেন।’
এদিকে বেক্সিমকো লিমিটেডের সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে দেখা গেছে, চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির মুনাফা কমেছে ৮৩ শতাংশ। মূলত বিক্রি হ্রাসের পাশাপাশি কোম্পানিটির পণ্যের উৎপাদন খরচ ও ব্যাংক ঋণের সুদ বেড়ে যাওয়ায় মুনাফা সংকুচিত হয়ে পড়ছে। জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে নেট মুনাফা হয়েছে মাত্র ৪০ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭৭ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ২৪১ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা ও ৫ টাকা ৩১ পয়সা।
- See more at: http://bonikbarta.com/first-page/2013/11/11/21973#sthash.6VF5S5do.dpuf
লেনদেন দেরি হবার কারন বের হল-Reason of late trading
আবারও কারিগরি ত্রুটির কারণে গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন পিছিয়েছে। এ জন্য নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা ১১টায় লেনদেন শুরু হয়ে চলে বেলা তিনটা পর্যন্ত। ডিএসইর জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নির্ধারিত সময়ে লেনদেন শুরু ও শেষ হয়েছে। সাধারণত দুই বাজারে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে একটানা বেলা আড়াইটা পর্যন্ত চলে। কিন্তু গতকাল ডিএসইতে এর ব্যতিক্রম ঘটেছে।
ডিএসইর সদস্যভুক্ত একাধিক ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, গতকাল সকাল থেকে তাঁরা ডিএসইর লেনদেনযন্ত্র বা ট্রেড সার্ভারে প্রবেশ করতে (লগইন) পারছিলেন না। সাড়ে ১০টা পর্যন্ত সার্ভারে লগইন করতে পারেননি অধিকাংশ সদস্য। এ সময় ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় এ সমস্যা হয়েছে। এ কারণে লেনদেন ৩০ মিনিট পিছিয়ে যাওয়ার কথাও জানানো হয়।
এর আগে একাধিকবার ডিএসইর সফটওয়্যারে কারিগরি ত্রুটি দেখা দেয়। এ জন্য লেনদেনও পিছিয়ে দিতে হয়। বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটায় এ বিষয়ে একাধিক তদন্তও হয়েছে। গঠন করা হয়েছিল বিশেষজ্ঞ কমিটি। কমিটি বেশ কিছু সুপারিশও করে। কিন্তু সেগুলোর অগ্রগতি ও এ ধরনের ঘটনার বিষয়ে ডিএসইর পক্ষ থেকে সব সময় লুকানোর চেষ্টা করা হয়েছে।
এ ধরনের কারিগরি ত্রুটির বিষয়ে বারবার জানতে চাইলেও ডিএসইর পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এক কর্মকর্তা অন্য কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলে বিষয়টি এড়িয়ে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর জনসংযোগ বিভাগ থেকে সুস্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। পরে ডিএসইর প্রধান কারিগরি কর্মকর্তার (সিটিও) সঙ্গে যোগাযোগ করেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে কিছুদিন পর পর সার্ভারে এ ধরনের ত্রুটি দেখা দেওয়ায় এ নিয়ে ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
গত জানুয়ারি মাসে কারিগরি ত্রুটির কারণে লেনদেনে বিলম্ব ঘটায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইকে শোকজ করেছিল।
বাজার পরিস্থিতি : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা চারদিনের হরতালের প্রথমদিনে গতকাল শেয়ারবাজারে মূল্যসূচক ঊর্ধ্বমুখী ছিল। ব্যাংকিং খাতের শেয়ারের দরবৃদ্ধি সূচক ও লেনদেনের এই গতি ধরে রেখেছে।
ঢাকার বাজারের দিনশেষে লেনদেনের পরিমাণ ছিল ৪৯৮ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ২৪ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারের দিনশেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৩ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় নয় কোটি টাকা বেশি।
কোম্পানিওয়াইজ আজকের গুরুত্তপুর্ন নিউজগুলো-Market News Today
Trading Code: | BDCOM |
News: | Trading of the shares of the Company will be allowed only in the Spot Market and Block/Odd lot transactions will also be settled as per Spot settlement cycle with cum benefit from 12.11.2013 to 14.11.2013. Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 17.11.2013. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | SAMATALETH |
News: | Trading of the shares of the Company will be allowed only in the Spot Market and Block/Odd lot transactions will also be settled as per Spot settlement cycle from 12.11.2013 to 24.11.2013. Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 25.11.2013. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | APEXADELFT |
News: | Trading of the shares of the Company will be allowed only in the Spot Market and Block/Odd lot transactions will also be settled as per Spot settlement cycle from 12.11.2013 to 14.11.2013. Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 17.11.2013 for EGM. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | BATBC |
News: | Trading of the shares of the Company will be allowed only in the Spot Market and Block/Odd lot transactions will also be settled as per Spot settlement cycle with cum benefit from 12.11.2013 to 14.11.2013. Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 17.11.2013 for entitlement of interim dividend. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | METROSPIN |
News: | Trading of the shares of the Company will be allowed only in the Spot Market and Block/Odd lot transactions will also be settled as per Spot settlement cycle with cum benefit from 12.11.2013 to 14.11.2013. Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 17.11.2013. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | BENGALWTL |
News: | Trading of the shares of the Company will be allowed only in the Spot Market and Block/Odd lot transactions will also be settled as per Spot settlement cycle with cum benefit from 12.11.2013 to 14.11.2013. Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 17.11.2013. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | ICB |
News: | Trading of the shares of the Corporation will remain suspended on record date i.e., 12.11.2013 for EGM only. Another record date for entitlement of the proposed rights shares to be notified later after obtaining approval from BSEC. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | PRIMETEX |
News: | Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 12.11.2013. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | ANWARGALV |
News: | Normal trading of the shares of the Company will resume on 12.11.2013 after record date. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | AMCL(PRAN) |
News: | Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 12.11.2013. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | LIBRAINFU |
News: | Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 12.11.2013. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | BDBUILDING |
News: | Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 12.11.2013. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | TALLUSPIN |
News: | Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 12.11.2013. Another record date for entitlement of the proposed rights shares to be notified later after obtaining approval from BSEC. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | MITHUNKNIT |
News: | Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 12.11.2013. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | RAHIMTEXT |
News: | Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 12.11.2013. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | SHYAMPSUG |
News: | Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 12.11.2013. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | ZEALBANGLA |
News: | Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 12.11.2013. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | POWERGRID |
News: | There will be no price limit on the trading of the shares of the Company today (11.11.2013) following its corporate declaration. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | POWERGRID |
News: | The Board of Directors has recommended cash dividend @ 15% for the year ended on June 30, 2013. Date of AGM: 18.01.2014, Time: 10:00 AM. Record Date: 01.12.2013. Venue of the AGM will be notified later. The Company has also reported EPS of Tk. 2.19, NAV per share of Tk. 63.69 and NOCFPS of Tk. 11.68 for the year ended on June 30, 2013. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | DSE NEWS |
News: | (Repeat): Investors' Awareness Program for Woman and General Investors: Dhaka Stock Exchange Ltd. offers Investors' Awareness Program in two categories: one for the "Woman" (once per month) and the other for the "General Investors (Existing and Potentials)" to be held twice per month. For the day long program, registration is free of all charges. Interested participants are requested to contact DSE Training Academy for registration. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | DSE NEWS |
News: | (Repeat): An "Inquiry Desk" has been opened at DSE to receive information related to Capital Market operation. All concerned are requested to contact the inquiry desk on market operation related affairs for clarification when necessary. Contact: 9564601, 7175703; Ext-239/ mobile: 01713-276415. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | DSE NEWS |
News: | (Repeat): While making investment decision in the Capital Market, INVESTORS should not rely on any information obtained from an unauthorized source such as facebook etc. |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | BSEC NEWS |
News: | (Repeat): Investors are requested to consider the following facts at the time of making investment decision in the Capital Market: 1. Without acquiring proper knowledge, information and experience regarding different aspects and matters of Capital Market, one should not invest in the Capital Market. 2. The gain or loss, whichever comes from the investment, it belongs to you. So, well-thought of investment decision based on knowledge and fundamentals of the securities may be real assistance to you. 3. Don't pay any heed to rumors at the time of trading shares; it may cause loss to you. Even spreading rumor is legally prohibited. (Ref.: SEC letter no. SEC/SRMIC/2010/726 dated November 23, 2010). |
Expire Date: | 2013-11-11 |
Trading Code: | DSE NEWS |
News: | Good morning hon'ble Investors; make your investment decision based on company fundamentals, technical analysis, price level, disclosed information; and avoid rumor based speculations. |
Expire Date: | 2013-11-11 |
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
-
▼
2013
(195)
-
▼
November
(41)
-
▼
Nov 11
(6)
- তবে খালেদা জিয়ার বাসায় বিশেষ একধরনের পানি বন্ধ করে...
- লেনদেনের টাকার পরিমান বেড়ে আকাশ ছুল-৫০০ কোটি-Total...
- শেয়ারধারীদের জন্য নগদ ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা - Pow...
- বেক্সিমকো গ্রুপের সাতকাহন-Story on BEXIMCO
- লেনদেন দেরি হবার কারন বের হল-Reason of late trading
- কোম্পানিওয়াইজ আজকের গুরুত্তপুর্ন নিউজগুলো-Market N...
-
▼
Nov 11
(6)
-
▼
November
(41)
- ► 2011 (2088)