দীর্ঘদিন ধরেই ভারতের কাছে ৬১টি পণ্যের শুল্কমুক্ত বাজারসুবিধা চেয়ে আসছে বাংলাদেশ। মনমোহন সিংয়ের আসন্ন সফরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চায় বাংলাদেশ।
এ বিষয়টি নিয়ে ভারতের নীতিনির্ধারক মহলেও জোর আলোচনা চলছে। ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় শুল্কমুক্ত বাজারসুবিধার বিষয়ে ঘোষণা দেওয়া হতে পারে।
ইতিমধ্যে পণ্যের শুল্কমুক্ত বাজারসুবিধাসহ দুই দেশের মধ্যকার বাণিজ্য বাড়াতে ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা রাজস্ব, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন।
সূত্র জানায়, ৬১টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা চেয়ে অনেক আগেই বাণিজ্য মন্ত্রণালয় ভারতীয় কর্তৃপক্ষের কাছে একটি তালিকা পাঠিয়েছে। এর পর থেকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার বিষয়টি বিশ্লেষণ করছে ভারত। বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিলে কী পরিমাণ রাজস্ব ক্ষতি হবে, পণ্যের ‘রুলস অব অরিজিন’, স্থানীয় মূল্য সংযোজন কত হচ্ছে ইত্যাদি বিষয়ই ভারতের বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমাদের দিল্লি প্রতিনিধিকে জানিয়েছেন, ভারত তার স্পর্শকাতর পণ্যের তালিকা থেকে বাংলাদেশের জন্য ৪৮টি পোশাক খাতের পণ্য বাদ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, বাংলাদেশেই উৎপাদিত হয়, এমন পণ্যেই ভারত শুল্কমুক্ত বাজারসুবিধা অনুমোদন করবে, চীন কিংবা দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংযোজনকৃত পণ্যে নয়। এ ক্ষেত্রে রুলস অব অরিজিন ও স্থানীয় মূল্য সংযোজনের বিষয়টি বিবেচনায় আনা হবে।
বাংলাদেশের দেওয়া তালিকায় ট্রাউজার, স্কার্ট, নাইট শার্ট, জিনস, ছেলেদের শার্ট, পায়জামা, সুইমিংওয়্যার, ট্র্যাকস্যুটের মতো তৈরি পোশাকসহ স্টিল রড, বার, আলু, লুব্রিকেন্ট তেল, টয়লেট টিস্যু, ফেসিয়াল টিস্যু ইত্যাদি রয়েছে।