শেয়ারবাজার :::: টানা তিন দিনের ঊর্ধ্বমুখী লেনদেনে আবার আশাবাদী হয়ে উঠেছে শেয়ারবাজার বিনিয়োগকারীরা। বিশেষ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসির নতুন চেয়ারম্যান নিয়োগসহ পুনর্গঠন প্রক্রিয়ার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে এর মধ্যেই বাজারে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, তা স্বাভাবিক হতে অনেক সময়ের প্রয়োজন বলে মনে করছে তারা। বাজারের প্রতি বিনিয়োগকারীদের অনাস্থা দূর করতে বর্তমান এসইসির নতুন নেতৃত্বকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জের (সিএসই) এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'এসইসির নতুন নেতৃত্ব বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর কথা বলেছেন। তবে এ ক্ষেত্রে শুধু বিনিয়োগকারীদের জন্য নয়; বরং বাজারের স্বার্থে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাহলে স্বাভাবিকভাবে বাজার ঘুরে দাঁড়াবে, বিনিয়োগকারীরাও লাভবান হবে।'
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জের (সিএসই) এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'এসইসির নতুন নেতৃত্ব বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর কথা বলেছেন। তবে এ ক্ষেত্রে শুধু বিনিয়োগকারীদের জন্য নয়; বরং বাজারের স্বার্থে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাহলে স্বাভাবিকভাবে বাজার ঘুরে দাঁড়াবে, বিনিয়োগকারীরাও লাভবান হবে।'