ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেলেন ব্রিগেডিয়ার জেনারেল(অব.) জহুরুল আলম।রোববার থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন বলে জানান ডিএসই’র ডিজিএম ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান।উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল জহুরুল আলম গত বছর আগস্ট মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে চিফ অপারেটিং অফিসার(সিওও) হিসাবে নিয়োগ লাভ করেন। মাত্র এক বছরের মাথায় তিনি প্রধান নির্বাহী...
(১৮০১) শেয়ার কেনার সমঝোতা (এগ্রিমেন্ট) অনুমোদন
সিডিবিএলের শেয়ার কেনার ব্যাপারে সভাপতি বলেন, আমরা সিডিবিএলের ৫০ শতাংশ শেয়ার কেনার সমঝোতা (এগ্রিমেন্ট) অনুমোদন করেছি। ৬০ টাকা করে মোট ৬০ লাখ শেয়ার কেনা হবে।প্রসঙ্গত, সিডিবিএল প্রতিষ্ঠার সময় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এই প্রতিষ্ঠানে ৩ কোটি টাকা অর্থায়ন করে। শেয়ারবাজারের আধুনিকায়ন প্রক্রিয়া উত্সাহিত করার জন্য এই বিনিয়োগ করেছিল প্রতিষ্ঠানটি। সিডিবিএল লাভজনকভাবে পরিচালিত হলে এই বিনিয়োগ তুলে নেয়া হবে...
(১৮০০) আগামী ১৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে
‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য দেশের শেয়ার মার্কেটকে আন্তর্জাতিক আদলে গড়ে তোলার বিকল্প নেই। সে লক্ষ্যে এরই মধ্যে সিএসই বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সফটওয়্যার ‘নেক্সট জেনারেশন ট্রেডিং সিস্টেম’...
(১৭৯৯) এ বিষয়ে বালাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
এ বিষয়ে বালাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, ‘সরকারের সিদ্ধান্তেই লাইফ ফান্ডের অর্থ বিনিয়োগ করা হয়। আমরা বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছি। আশা করছি, সরকার এ অলস অর্থ বিনিয়োগে কার্যকর পদক্ষেপ নেবে। এর ফলে জীবন বীমা কোম্পানিগুলোর রিটার্নও অনেক বাড়বে।’জানা যায়, বেসরকারি খাতে ১৭টি জীবন বীমা এবং ৪৩টি সাধারণ বীমা কোম্পানি রয়েছে। এ খাতে এখন পর্যন্ত বিনিয়োগ হয়েছে ১০ হাজার...
(১৭৯৮) বিমা খতের খবর
বিনিয়োগ স্বাধীনতা না থাকায় বেসরকারি খাতের ১৭টি জীবন বীমা কোম্পানির লাইফ ফান্ডের প্রায় ১৪ হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে গচ্ছিত আছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর চড়া সুদের কারণে তা শিল্পায়নেও কোনো কাজে আসছে না, অলস পড়ে আছে। অথচ বিপুল পরিমাণ এ অর্থ বিভিন্ন উত্পাদনশীল খাতে বিনিয়োগ করা...
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
-
▼
2011
(2088)
-
▼
September
(357)
-
▼
Sep 10
(16)
- (১৮০২) ডি এস ই তে ব্রিগেডিয়ার
- (১৮০১) শেয়ার কেনার সমঝোতা (এগ্রিমেন্ট) অনুমোদন
- (১৮০০) আগামী ১৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে
- (১৭৯৯) এ বিষয়ে বালাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
- (১৭৯৮) বিমা খতের খবর
- শেয়ারবাজার ::::
- (১৭৯৭) সিমেন্ট খাতের কোম্পানিগুলো
- (১৭৯৬) এবি ব্যাংক লিমিটেড ভারতের কলকাতায়
- (১৭৯৫) কোম্পানিটি লেনদেনের তালিকার শীর্ষে উঠে আসে
- (১৭৯৪) প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স
- (১৭৯৩) বিভিন্ন উদ্যোগ
- (১৭৯২) মাত্র ১০ হাজার টাকায় এবার সপ্নপুরন
- (১৭৯১) সুপার হট নিউজ...শেয়ার বাজার এখন শুধু উঠ...
- (১৭৯১) সুপার হট নিউজ...শেয়ার বাজার এখন শুধু উঠবে...
- (১৭৯১) সুপার হট নিউজ...শেয়ার বাজার এখন শুধু উঠবে...
-
▼
Sep 10
(16)
-
▼
September
(357)