শেয়ারবাজার :::: উল্লেখ্য, তদন্ত কমিটি সরকারকে সালমান এফ রহমান ও রকিবুর রহমানকে নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রতিবেদনে লিখেছিল, এসইসি পরিচালনায় দুজনেরই অনাকাঙ্ক্ষিত প্রভাব ছিল। এ কারণে সাধারণ্যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তা ছাড়া মার্কেট প্লেয়াররা এসইসির ওপর প্রভাব বিস্তারে সক্ষম হলে এসইসি অকার্যকর হয়ে পড়বে এবং আবারও বাজারে বিপর্যয় ঘটবে।
নিষ্ক্রিয় বিনিয়োগকারী: শেয়ারবাজারের বড় বিনিয়োগকারীরা নিষ্ক্রিয় রয়েছেন বলে জানা গেছে। বিশেষ করে যাদের নাম তদন্ত প্রতিবেদনে রয়েছে, তাঁরা বাজার থেকে দূরে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেবে, তা এখনো পরিষ্কার নয়। আর এই সুযোগ নিয়ে এসব বিনিয়োগকারী উল্টো সরকারকে চাপে ফেলতে বিনিয়োগ করছেন না বলে জানা গেছে। তাঁরা দেখাতে চাচ্ছেন, তাঁদের ছাড়া শেয়ারবাজার চলবে না।
নিষ্ক্রিয় বিনিয়োগকারী: শেয়ারবাজারের বড় বিনিয়োগকারীরা নিষ্ক্রিয় রয়েছেন বলে জানা গেছে। বিশেষ করে যাদের নাম তদন্ত প্রতিবেদনে রয়েছে, তাঁরা বাজার থেকে দূরে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেবে, তা এখনো পরিষ্কার নয়। আর এই সুযোগ নিয়ে এসব বিনিয়োগকারী উল্টো সরকারকে চাপে ফেলতে বিনিয়োগ করছেন না বলে জানা গেছে। তাঁরা দেখাতে চাচ্ছেন, তাঁদের ছাড়া শেয়ারবাজার চলবে না।