➤ ভিক্ষুকের আয় সাড়ে ৪৫ লাখ টাকা- Culture

Sunday, December 15, 2013 Other
বেশ ভাগ্যবানই বলতে হয় যুক্তরাজ্যের শহর নটিংহামের ভিক্ষুকদের। সেখানে একজন ভিক্ষুকের বার্ষিক গড় আয় ৩৬ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় সেটি দাঁড়ায় প্রায় সাড়ে ৪৫ লাখ টাকা। অঙ্কটা বিশ্বের বেশির ভাগ দেশের বার্ষিক মাথাপিছু আয়ের চেয়ে বেশি। মাসিক হিসাবে নটিংহামের ভিক্ষুকদের আয় গড়ে পৌনে চার লাখ টাকা।  ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’-এর খবর, চমকপ্রদ এই তথ্যটা প্রকাশ করেছে নটিংহাম পুলিশ। বড়দিন সামনে থাকায় এসব অবৈধ ভিক্ষুকের ব্যাপারে বাড়তি সজাগ থাকতে গতকাল বৃহস্পতিবার সবাইকে অনুরোধ জানিয়েছে পুলিশ।  পুলিশ কর্মকর্তা হাউ জোনস বলেন, অবৈধ ভিক্ষুকের অনেকেরই অন্যের সহায়তার দরকার নেই। এর পরও ভিক্ষাবৃত্তির পেশাটা নিয়মিত চালিয়ে যাচ্ছেন তাঁরা। খবরে বলা হয়, ভিক্ষুকদের এই আয় তাঁদের জীবনেও প্রভাব ফেলেছে। মাঝেমধ্যেই হোটেলে রাত কাটান তাঁরা। শহরে ঘুরে বেড়ান ট্যাক্সিতে। এমনকি খাবার পছন্দ না হলে তা রাস্তায় ফেলে দেন তাঁরা।

➤ ল্যাপটপ ও নেটবুক কম্পিউটারের দাম- Technology

Sunday, December 15, 2013 Other
টানা অবরোধের পর শুক্র ও গতকাল শনিবার জমজমাট ছিল ঢাকার প্রযুক্তি বাজার। বিক্রেতারা জানান, বাজারে ক্রেতা থাকায় ল্যাপটপ ও নেটবুক কম্পিউটারের বিক্রি বরাবরের মতো ভালো। এক মাসে ল্যাপটপের দাম কমলেও নেটবুক কম্পিউটারের দামের তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। গতকাল বাজার থেকে পাওয়া ল্যাপটপ ও নেটবুকের দাম নিচে দেওয়া হলো। ল্যাপটপ এইচপি: কমপ্যাক সিকিউ৪৩-৪০০টিইউ ডুয়াল কোর ২.২০ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩২,০০০ টাকা। প্যাভিলিয়ন জি৬ ২৩১১টিইউ,২.৬ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৪৯,০০০ টাকা। প্রোবুক পি৪৪৪০এস কোর আই৩ ২.৪ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৪৫,০০০ টাকা। ডেল: ইন্সপায়রন এন৩৪২০, কোর আই৫ ২.৫ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৪৩,০০০ ও এন৪০৫০, কোর আই৫ ২.৪ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৪৫,৮০০ টাকা। আসুস: এক্স৪৫০সিএ ১.৮ গি.হা. কোর আই৩, ৭৫০ গি.বা. হার্ডডিস্ক, ৩৮,০০০ টাকা। এ৪৪এইচ ২.২০ গি.হা. বি৯৬০ ডুয়াল কোর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩১,৫০০ ও কে৫৫এ ২.৬০ গি.হা. কোর আই৫, ৭৫০ গি.বা. হার্ডডিস্ক, ৪৯,০০০ টাকা। এসার: অ্যাস্পায়ার ভি৫-৪৩১, ১.৫ গি.হা. ডুয়াল কোর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৩,৮০০ ও ৫৭৫৫ ২.৩ গি.হা. কোর আই৩ ৬৪০ গি.বা. হার্ডডিস্ক, ৪৮,৩০০ টাকা। অ্যাস্পায়ার ই১-৫৭২, ১.৬ গি.হা. কোর আই৫, ৭৫০ গি.বা. হার্ডডিস্ক, ৪৮,৩০০ টাকা। অ্যাপল: ম্যাকবুক এয়ার, ১.৩ গি.হা. কোর আই৫ ১২৮ গি.বা. হার্ডডিস্ক ৯৭,৫০০ টাকা। ম্যাকবুক প্রো ২.৫ গি.হা. কোর আই৫, ৫০০ গি.বা. হার্ডডিস্ক ১,১৫,০০০ টাকা। স্যামসাং: এনপি৩৫০ভি৪এক্স-এ০৭বিডি, ২.৫ গি.হা. কোর আই৩, ৫০০ গি.বা. ৩৭,৫০০ ও এনপি৩০০ই৪ভি ২.৫ গি.হা. কোর আই৩, ৭৫০ গি.বা. হার্ডডিস্ক, ৪০,৫০০ টাকা। লেনোভো: জি৪০০, ২.৪০ গি.হা. কোর আই৩, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৬,০০০ ও জি৪৮০, ২ গি.হা. কোর আই৫, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৪৪,৫০০ টাকা। ফুজিৎ সু: এলএইচ৫৩১ বি৯৬০, ২.২ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩০,৫০০ ও এলএইচ৫৩২ ২.৪ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৬,০০০ টাকা। তোশিবা: স্যাটেলাইট এল৮৪০ডি, ২.৫ গি.হা. কোর আই৩ ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৮,৫০০ ও স্যাটেলাইট বি৪০, ২.৪ গি.হা. কোর আই৩ ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৭,৫০০ টাকা। সনি: ভায়ো এসভিই১৪১২২ সিভিবি, ২.৪০ গি.হা. কোর আই৩ ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ৫৬,৫০০ ও ভায়ো এসভিই১৪১৩৩ সিভিবি, ২.৫ গি.হা. কোর আই৩ ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৬২,০০০ টাকা। নেটবুক এসার: অ্যাস্পায়ার ওয়ান ডি২৭০, ১.৬০ গি.হা. ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ২৩,৬০০ ও ওয়ান ৭২৫ এএমডি সি৬০, ১.০ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ২৬,৩০০ টাকা। আসুস: এক্স২০০সিএ ইন্টেল সিডিসি ১০৭ইউ, ১.৫০ গি.হা ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ২৫,৫০০; এক্স৪৫১সিএ সিডিসি ১০৭ইউ, ১.৫০ গি.হা ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ২৫,৭০০ টাকা। স্যামসাং: অ্যাটম এন২১০০,১.৬ গি.হা. ৩২০ গি.বা ২১,০০০ টাকা। এইচপি: এইচপি মিনি ১১০ ৪১১৭টিইউ, ১.৬ গি.হা. ৩২০ গি.বা. ২৬,০০০ টাকা ও ১১০-৪১১২টিইউ, ১.৬০ গি.হা. প্রসেসর, ৩২০ গি.বা. ২৪,০০০ টাকা।

➤ বিশ্বের দীর্ঘতম জাতীয় পতাকা তৈরির ঘোষণা-Culture

Sunday, December 15, 2013 Other
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় বিশ্বের দীর্ঘতম জাতীয় পতাকা তৈরির ঘোষণা দিয়েছে মুঠোফোন কোম্পানি রবি। ১৬ ডিসেম্বর সকালে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড মাঠে ৩০ হাজার স্বেচ্ছাসেবী এই পতাকা তৈরিতে অংশ নেবেন।  এর আগে গতকাল শনিবার স্বেচ্ছাসেবীদের অংশগ্রণে রেবাংলা নগরে জাতীয় প্যারেড মাঠে পতাকা তৈরির মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবি আশা করছে, এটি বিশ্বের সবচেয়ে বড় পতাকা হবে এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাবে। এই উদ্যোগ পর্যবেক্ষণ করতে গিনেস বুক অব ওয়ার্ল্ড কমিটির পর্যবেক্ষক উপস্থিত থাকবেন।বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা তৈরি হচ্ছে

➤ প্রাণ গেছে আটজনের- মোট ২৫ জনের প্রাণ গেল-Hartal-Politics

Sunday, December 15, 2013 Other
আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা আজ রোববারের হরতালেও চলেছে সহিংসতা, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা। সহিংসতা ও সংঘর্ষে গতকাল রাত থেকে আজকের হরতালে প্রাণ গেছে আটজনের। গতকাল জামায়াতের সহিংসতায় নোয়াখালী ও নীলফামারীতে ১০ জন নিহত হন। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে রায় কার্যকরের পর থেকে আজ শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ২৫ জনের প্রাণ গেল।   আজকের হরতালে সহিংসতায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পৃথক সংঘর্ষে আওয়ামী লীগ নেতা ও উপজেলা শিবিরের সভাপতিসহ চারজন, জয়পুরহাটে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে জামায়াতের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া লক্ষ্মীপুরে আওয়ামী লীগের নেতা মিরাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবার ও আওয়ামী লীগের অভিযোগ, জামায়াতের সশস্ত্র সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। গতকাল রাতে সিলেটে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।  আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর   পাটগ্রামে চারজন নিহত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সরেয়ার বাজারে আজ পৃথক সংঘর্ষে আওয়ামী লীগের নেতা এবং উপজেলা শিবিরের সভাপতিসহ চারজন নিহত হন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহত ব্যক্তিরা হলেন শিবিরের মনিরুল ইসলাম (২৫), আবদুর রহিম (২৬) ও সাজু মিয়া (২২)। এ ছাড়া আওয়ামী লীগের নেতা মিন্টু (৩০)। তমির উদ্দিনের ছেলে মনিরুল পাটগ্রাম উপজেলা শিবিরের সভাপতি। পাটগ্রাম সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। করিম আলীর ছেলে আবদুর রহিমও শিবিরের কর্মী বলে জানা গেছে। সাজু মিয়ার বাবার নাম মোক্তার আলী। তিনিও শিবিরের কর্মী বলে দাবি করেছে পুলিশ। মিন্টু পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক।   জয়পুরহাটে সংঘর্ষে নিহত ২ জয়পুরহাট সদর উপজেলায় আজ রোববার বিকেলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে কমপক্ষে দুজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ এক নারী ও মাদ্রাসাপড়ুয়া এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। পুরানাপৈল ইউনিয়নের হালুত্তি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জয়পুরহাট পৌর এলাকায় কাল ভোর ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিহত দুজন হলেন জলাতুল গ্রামের বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে সাকিব হোসেন ও স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন। ফিরোজ হোসেন একজন ভ্যানচালক বলে জানা গেছে।

➤ দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত-Government

Sunday, December 15, 2013 Other
হাছান মাহমুদরাজনৈতিক আন্দোলনের নামে হত্যা, সম্পত্তিতে আগুন, জনগণের জানমালের ক্ষতি জনগণ কিছুতেই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি-জামায়াতের সৃষ্ট নৈরাজ্য এবং জ্বালাও-পোড়াও কর্মসূচির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাসীদের দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না’।  হাছান মাহমুদ আরও বলেন, ‘কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পর বিরোধীদলীয় নেত্রী কোনো কথা বলেননি। এটা জাতির জন্য লজ্জাজনক। আজ জনগণের মনে প্রশ্ন, এ দেশের বিরোধী দল দেশের স্বাধীনতার পক্ষ শক্তি নাকি স্বাধীনতার বিরোধী শক্তি। আজ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে খালেদা জিয়া ও বিএনপি এ দেশের জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে।’  সারা দেশে আন্দোলনের নামে হাজার হাজার গাছ কাটা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি একজন পরিবেশবাদী হিসেবে আজ অত্যন্ত কষ্ট পাচ্ছি। মানুষ অপরাধ করতে পারে কিন্তু গাছ তো কোনো অপরাধ করেনি। বিএনপি-জামায়াত শুধু জনগণের বিরুদ্ধে নয়, তারা প্রকৃতির বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে।’   মন্ত্রী আরও বলেন, ‘দুই-তিনটা গাছ কাটা পড়লে যে সব পরিবেশবাদীদের গাছ ধরে কাঁদতে দেখেছি, আজ হাজার হাজার গাছ কাটা হচ্ছে জনগণের চলার পথ রুদ্ধ করার জন্য, কিন্তু সেই পরিবেশবাদীদের কোনো প্রতিবাদ করতে দেখছি না। ’ দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও আইনের শাসন সুরক্ষায় ৫ জানুয়ারির নির্বাচনের কোনো বিকল্প নেই মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, গণতন্ত্রের পথচলা অব্যাহত রাখতে ঘোষিত তারিখে অবশ্যই নির্বাচন হবে।

➤ Politics# অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)

Sunday, December 15, 2013 Other
সাম্প্রদায়িকতা মোকাবিলার নাম করে এখন গণতন্ত্র বিসর্জন দেওয়ার আয়োজন চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ রোববার রাজধানীতে সিপিবি-বাসদ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িকতা টিকিয়ে রেখে যেমন গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, তেমনি গণতন্ত্রের কবর দিয়ে সাম্প্রদায়িকতা মোকাবিলা করাও সম্ভব নয়।   এ সময় সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সাম্প্রদায়িক দ্বি-জাতিতত্ত্বের কবর দিয়ে প্রতিষ্ঠিত অসাম্প্রদায়িক বাংলাদেশে এখন সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। সাম্প্রদায়িকতার হুমকির মুখে এখন গণতন্ত্র, মুক্তিযুদ্ধ। তিনি আরও বলেন, ‘নির্বাচন ঘিরে বাংলাদেশে যে তামাশা চলছে, তাতে সরকারের দেউলিয়াত্বের পাশাপাশি নির্বাচন-ব্যবস্থার ত্রুটিও নতুন করে ফুটে উঠেছে। জনগণের ভোট ছাড়াই যদি ১৫৪ জন নির্বাচিত হন, তবে কি সেই সংসদকে জনগণের প্রতিনিধিত্বশীল বলা যাবে?’  বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘সারা দেশে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের সহিংস তাণ্ডব বেড়েই চলেছে। কিন্তু ‘আর সহ্য করা হবে না’ বললেও সরকার এই ঘৃণ্য অপশক্তিকে প্রতিহত করছে না। বরং সরকার তাদেরকে সহিংসতা চালানোর সুযোগ করে দিচ্ছে।’ আলোচনা সভায় অরও বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ।

➤ ববি হাজ্জাজকে ছেড়ে দিয়েছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- Politics

Sunday, December 15, 2013 Other
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে ছেড়ে দিয়েছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ রোববার সন্ধ্যায় ববির পরিবারের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।  র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান আজ সকালেই প্রথম আলো ডটকমকে জানিয়েছিলেন, জিজ্ঞাসাবাদ শেষে ববি হাজ্জাজকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তাকে র‌্যাব আটক করেছে বলে পরিবারের পক্ষ থেকে তখনও দাবি করা হয়। গতকাল শনিবার তাঁর পরিবারের একটি সূত্র জানায়, হাজ্জাজকে র‌্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে র‌্যাবের পক্ষ থেকে তখন এ বিষয়টি কেউ নিশ্চিত করেননি।  শনিবার বিকেল চারটায় র‌্যাব-১-এর কার্যালয় থেকে ববি হাজ্জাজকে দেখা করতে বলা হয়। এরপর তিনি বিকেল পাঁচটায় এরশাদের পক্ষ হয়ে সংবাদ সম্মেলন করেন। পরে আবারও তাঁকে র‌্যাব কার্যালয়ে ডেকে পাঠানো হয়। তাঁকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে শনিবার রাতে ওই সূত্রটি দাবি করেছিল।  ববি হাজ্জাজ জাতীয় পার্টির রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইংয়ের প্রধান এবং এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এইচ এম এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়ার পর গত শুক্রবার এক বিবৃতিতে ববি বলেছিলেন, এরশাদ তাঁকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। শনিবারও মুখপাত্র হিসেবে সংবাদ সম্মেলনে এরশাদের নির্বাচনে অংশ না নেওয়া এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন তিনি।

➤ মঙ্গলবার থেকে সারা দেশে বিশেষ অভিযানে চালানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা-Government

Sunday, December 15, 2013 Other
দেশব্যাপী সহিংসতা ও নাশকতা বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিশেষ করে সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার পর এই আতঙ্ক আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭ ডিসেম্বর মঙ্গলবার থেকে সারা দেশে বিশেষ অভিযানে চালানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।   দলটির সূত্রগুলো বলছে, নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতা-কর্মীরা। দলীয়প্রধান শেখ হাসিনার নির্দেশে ১৭ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি নির্বাচনের দিন পর্যন্ত মাঠে থাকবেন তাঁরা।  আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাংগঠনিক সম্পাদক বলেন, ‘আতঙ্কে আছি। কী যে হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। এলাকায় অনেক দিন যাইনি। আসাদুজ্জামান নূর যেখানে আক্রমণের শিকার হন, সেখানে আমাদের কী হবে?’ আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, ‘নাশকতা’ প্রতিহত করতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে ইতিমধ্যেই দলের নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিজয় দিবসের পর থেকেই সহিংসতার বিরুদ্ধে ‘চূড়ান্ত’ প্রতিরোধ গড়ে তুলবে দলটি। পাশাপাশি নির্বাচনী মাঠ দখলে নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত মাঠে থাকবেন ক্ষমতাসীনেরা।  আওয়ামী লীগের সূত্রগুলো জানাচ্ছে, সারা দেশে বিএনপি ও জামায়াত-শিবিরের তাণ্ডব রুখতে গত বুধবার থেকে তৃণমূলের নেতা-কর্মীদের বিশেষ বার্তা পাঠানো শুরু হয়েছে। বিশেষ করে বিএনপি-জামায়াত অধ্যুষিত সাতক্ষীরা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, সিলেট, সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, নড়াইল, ঝিনাইদহ, গাইবান্ধা ও জয়পুরহাটে ১৭ ডিসেম্বর থেকে বিশেষ অভিযানে নামতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে সাতক্ষীরায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। কারণ, এসব এলাকায় নাশকতা অব্যাহত আছে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুলিশের গাড়ি এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘর।  এ বিষয়ে জানতে চাইলে বর্তমান মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রথম আলো ডটকমকে বলেন, ‘আওয়ামী লীগ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, আর নয়। এখন পাল্টা আঘাত করতে হবে। আর সেটা শুরু হবে ১৭ ডিসেম্বর থেকেই।’  জনগণের জানমাল রক্ষায় মাঠে নামা ছাড়া কোনো বিকল্প নেই উল্লেখ করে দলটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিএনপি ও জামায়াত-শিবির যেভাবে সহিংসতা, নাশকতা চালাচ্ছে, তাতে আমাদের মাঠে না নামা ছাড়া কোনো বিকল্প নেই। আগামী ১৭ ডিসেম্বর থেকে মাঠে নেমে মরণকামড় দেওয়া হবে। কারণ তাঁরা নিরীহ মানুষের বাড়ি-ঘর জ্বালিয়ে দিচ্ছে।’  যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, ‘রাজনৈতিক দায়িত্ব থেকে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেব বিএনপি ও জামায়াত-শিবিরকে মোকাবিলায় কী কর্মসূচি পালন করা যায়।’ ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘সরকারি সম্পদ নষ্ট ও মানুষ হত্যা কখনো রাজনীতি হতে পারে না। ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা মাঠে ছিলেন, ভবিষ্যতেও মাঠে থাকবেন।

➤ পরকালের পাসপোর্ট নামে একটি বই

Sunday, December 15, 2013 Other
পাসপোর্টরাজধানীর কল্যাণপুর এলাকার একটি বাসা থেকে আজ রোববার সকালে বিপুল পরিমাণ গান পাউডার, তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সেখান থেকে প্রচারপত্র, পরকালের পাসপোর্ট নামে একটি বই, ইসলামী ছাত্রশিবিরের টি-শার্ট উদ্ধার করা হয়েছে।  ঘটনাস্থল থেকে দুই ভাইকে আটক করেছে মিরপুর থানার পুলিশ। একই সঙ্গে সন্দেহভাজন হিসেবে আরও চারজনকে আটক করা হয়। আটক হওয়া দুই ভাই হলেন খালিদ ও সাজিদ। তাঁদের বয়স আনুমানিক ৩০ বছর।  মিরপুর বিভাগীয় পুলিশের অতিরিক্ত উপকমিশনার জসিমউদ্দিন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কল্যাণপুরের ২ নম্বর রোডের ২৭ নম্বর বাড়ির ওপর কয়েক দিন ধরে নজর রাখা হচ্ছিল। আজ সকাল ১০টার দিকে বাড়িটির পাঁচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে এসব সরঞ্জামসহ ওই দুই ভাইকে আটক করা হয়। এর মধ্যে ছয় কেজি গান পাউডার ও বোমা তৈরির ৬০ কেজির মতো সরঞ্জাম রয়েছে। পুলিশের দাবি, আটক হওয়া দুজন শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।  পরকালের পাসপোর্ট ঘটনাস্থল থেকে পুলিশ ‘পরকালের পাসপোর্ট’ নামে একটি বই উদ্ধার করেছে। সবুজ রঙের এই বইয়ের মলাটের ওপর গোল করে সোনালি রং দিয়ে‘পরকালের পাসপোর্ট’ লেখাটি রয়েছে।ইংরেজিতে লেখা‘পাসপোর্ট টু দ্য ডে অব জাজমেন্ট’।তার নিচে সাদা রং দিয়ে লেখকের নাম লেখা রয়েছে।   ৮০ পাতার এই বইয়ে ৩৬টি অধ্যায় রয়েছে। এর লেখক মো. জিল্লুর রহমান। পাসপোর্টের বিভিন্ন অধ্যায়ে বেহেশতের খাবার, কোন ধরনের প্লেটে খাবার পরিবেশন করা হবে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে লেখা রয়েছে। এর একটি অধ্যায় বেহেশতের ভিসা নিয়ে। সেখানে বলা হয়েছে, যেকোনো দেশে ঢুকতে যেমন পাসপোর্ট-ভিসা প্রায়োজন, তেমনি বেহেশতে ঢুকতেও ভিসা ও অনুমতিপত্রের প্রয়োজন। ভিসা বা অনুমতিপত্রের জন্য আগে থেকে প্রস্তুতি থাকতে হবে।   মুনকার-নকিবের প্রশ্নোত্তর পর্বের পর নেক্কার বান্দাদের কবরের সঙ্গে জান্নাতের একটি সংযোগ তৈরি হবে। তাতে বেহেশতির নাম, পিতার নামসহ সবকিছু লিপিবদ্ধ থাকবে। এতে বলা হয়, যেকোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাঁর পাসপোর্ট থাকতে হবে। যাতে লেখা থাকবে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’সংবলিত ভিসা।   মো. জিল্লুর রহমান হাশেমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের করুইবন উত্তরপাড়ার মিয়াবাজারে। এই পাসপোর্টের বিক্রয়মূল্য ৩৫ টাকা। এই পাসপোর্টের কম্পোজ ও মুদ্রণ র্যাকস প্রেস অ্যান্ড পাবলিকেশনস লি. ২২৫/১ নিউ এলিফ্যান্ট রোড, চতুর্থ তলা (ঢাকা-১২০৫), লেখা রয়েছে।

➤ বাংলাদেশ আক্রমণের জন্য নিজেদের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানের রাজনৈতিক দল জামায়াত-ই-ইসলামী

Sunday, December 15, 2013 Other
image_59249_0যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেয়ায় বাংলাদেশ আক্রমণের জন্য নিজেদের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানের রাজনৈতিক দল জামায়াত-ই-ইসলামী। ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে এক বিবৃতির মাধ্যমে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন পাকিস্তানের এই দলটি।  একটি ফেসবুক পোস্টে তারা বলেছে, পাকিস্তান সরকার কাদের মোল্লার এই ফাঁসি সম্পর্কে বাংলাদেশের কাছে ব্যাখ্যা চাইবে। এ ফাঁসিতে পাকিস্তানের সেনাবাহিনী নিষ্ঠুর নিরবতা পালন করার জন্যও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তারা।  কাদের মোল্লাকে শহীদ হিসেবেও আখ্যা দিয়েছে দলটি। তারা বলেছে, “আমরা আরেকজন শহীদ পেলাম।” প্রসঙ্গত বৃহস্পতিবার রাত ১০টা এক মিনিটে  কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়। এ ফাঁসিকে তারা তাদের নিজস্ব মূল্যবোধ ও বিশ্বাসের কঠিনতম পরীক্ষা হিসেবেও আখ্যা দিয়েছে।  তারা ফেসবুক পেজের কাভার পিকচারে এমন একটি ছবি দিয়েছে যাতে ঢাকা পরাজয় ফুটে ওঠেছে। প্রোফাইল পিকচারে দেয়া হয়েছে কাদের মোল্লার ছবি।  রাত আটটা ৫০ মিনিটে কাদের মোল্লার স্ত্রীকে উদ্ধৃতি দিয়ে ফেসবুকে আরেকটি পোস্ট করে দলটি। এতে বলা হয়, “আমি জামায়াত নেতার স্ত্রী হতে পেরে গর্বিত।”  এর আগে জামায়াত নেতা গোলাম আজমকে ৯০ বছরের কারাভোগ দেয়ায় পাকিস্তান জামায়াত জানায়, তাদের দলের বাংলাদেশ শাখার প্রধানকে শাস্তি দেয়া হয়েছে।

➤ দুটি শর্ত পূরণের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

Sunday, December 15, 2013 Other
দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে দুটি শর্ত পূরণের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার দলের কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসব শর্তের কথা জানিয়েছেন।  শুক্রবার রাত পৌনে আটটার দিকে বারিধারায় তার বাসভবন প্রেসিডেন্ট পার্কে সাংবাদিকদের এসব কথা বলেন এরশাদ।   তিনি বলেন, 'আমার দলের কয়েকজন মন্ত্রী আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তারা তফসিলের সময় ১০ দিন বাড়ানো ও সব দলকে নির্বাচনে আনার ব্যাপারে তার কাছে আবেদন করেছেন। তা যদি হয়, তাহলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে।'  সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, '১০ দিন বাড়ানোর পরও সব দল নির্বাচনে না এলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। আমি আমার সিদ্ধান্তে অনড় ও অটল আছি।'   নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর জাতীয় পার্টির মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও পদত্যাগ করতে বলেন এরশাদ। এর পর পরই চারজন তার হাতে পদত্যাগপত্র জমা দেন।   তবে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু এখনো পদত্যাগপত্র জমা দেননি বলে জানান এরশাদ।   সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'তাদের পদত্যাগপত্র এখনো হাতে আসেনি, আশা করছি পেয়ে যাব। আমার দলের কোনো কোন্দল নেই।'

➤ (র‍্যাব) এয়ার পেট্রল টিম -Rap- Politics- Hartal

Sunday, December 15, 2013 Other
রাজধানীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য হেলিকপ্টার নিয়ে টহলে নেমেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) এয়ার পেট্রল টিম। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান জানান, আকাশপথ থেকে সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য আজ রবিবার বেলা ১২টা থেকে রাজধানীতে হেলিকপ্টার নিয়ে র‍্যাবের টহল শুরু হয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে এই টহলের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব সূত্র। হেলিকপ্টার থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা দূরবীনের সাহায্যে পর্যবেক্ষণ করা হবে।

➤ ৩টি আসনে জাপার তিন প্রার্থী- JP-EelectionBD-Politics

Sunday, December 15, 2013 Other
দশম জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থীর আসনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪। অর্থাৎ অর্ধেকের বেশি আসনে ভোটগ্রহণের আর প্রয়োজন নেই। ১৫১টি আসনে ১৫১ জনের নামের সাথে আরো ৩টি আসনসহ জাতীয় পার্টির ৩ জন একক প্রর্থীর নাম এ তালিকায় যোগ হয়েছে। নতুন তিন আসনে ৩ প্রার্থী হলেন- নীলফামারী-৪ আসনে মো. শওকত আলী (জাপা), রংপুর-১ আসনে মশিউর রহমান (জাপা) এবং ময়মনসিংহ-৮ আসনে ফখরুল ইসলাম (জাপা)।   দেশের প্রায় সাড়ে ৯ কোটি ভোটারের মধ্যে সাড়ে চার কোটিরও বেশি ভোটারের এবার ভোট দেওয়ার দরকার পড়ছে না। বাকি অর্ধেক ভোটারের পছন্দের ক্ষেত্রও অনেক সংকুচিত। প্রধান বিরোধী দল বিএনপিসহ নির্বাচন কমিশনে নিবন্ধিত অনেক দল এই নির্বাচনে অংশ না নেওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। দেশের বিশিষ্ট নাগরিক এবং নির্বাচন পর্যবেক্ষকদের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা ইলেকশন নয়, সিলেকশন।  গতকাল শনিবার রাত ৮টায় পাওয়া নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্যানুসারে একক বৈধ প্রার্থীর ১৫১টি আসনের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রয়েছে ১২৭, জাতীয় পার্টির ১৮, জাতীয় পার্টি-জেপির ১, জাসদের ৩ এবং ওয়ার্কার্স পার্টির ২টি। এরপর ওই নতুন তিনটি আসনে তিনজন প্রার্থীর নাম যোগ হলো।

➤ রাজপথে নেমে এসে হরতাল, অবরোধ ও সহিংসতার প্রতিবাদ জানালেন ব্যবসায়ীরা-Hartal - Election- Business

Sunday, December 15, 2013 Other
সাদা পতাকা হাতে হাতে রাজপথে নেমে এসে হরতাল, অবরোধ ও সহিংসতার প্রতিবাদ জানালেন ব্যবসায়ীরা, চাইলেন শান্তি, ঐক্য ও রাজনৈতিক সমঝোতা। আজ রোববার জামায়াতে ইসলামীর হরতাল-নাশকতার মধ্যেই নিরাপত্তার দাবি নিয়ে রাজধানীসহ সারা দেশে এই কর্মসূচি পালন করেন ব্যাবসায়ীরা। রোববার সকাল ১১ টায় তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ভবনের সামনে মানববন্ধনের পর ব্যবসায়ীদের একটি মিচিল বের হয়। মিছিলটি শেষ হয় মতিঝিলের এফবিসিসিআই ভবনের সামনে গিয়ে। একই সময়ে সাদা পতাকা হাতে মিছিল হয় রাজধানীর উত্তরা ও মিরপুরেও। ব্যবসায়ীরা এ কর্মসূচিকে বলছেন প্রতিবাদ-বন্ধন। এফবিসিসিআই ভবনের সামনে এক সমাবেশে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে প্রধান দুই দলের কাছে একটা বার্তা গেল। আমরা বলতে চাই, ব্যবসায়ীরা শান্তি চায়। শান্তি প্রতিষ্ঠা না হলে ব্যবসায়ীরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।  আকরাম উদ্দিন আহমেদ বলেন, দুই দল সমঝোতায় এলে জাতির জন্য শান্তি আসবে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানও সম্ভব হবে। আমরা হরতাল-অবরোধমুক্ত বাংলাদেশ চাই, আমরা সবার জন্য শান্তি চাই, সব সহিংসতার অবসান চাই। হরতাল-অবরোধেও সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হবে জানিয়ে সরকারের কাছে নিরাপত্তা চান এফবিসিসিআই সভাপতি। দেশের এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অনেকেই ঋণের কিস্তি শোধ করতে পারছেন না। কোনো ব্যবসায়ী ঋণের কিস্তি শোধ করতে ব্যর্থ হলে আপাতত তাকে ঋণখেলাপী ঘোষণা না করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানান তিনি।      বিজিএমইএ এর পরিচালক শেখ আতিয়ার রহমান বলেন, চলমান রাজনৈতিক অচলাবস্থার কারনে বাংলাদেশের রপ্তানির বৃহত খ্যাত গার্সেন্টস চরম ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কেন মুহুর্তে এ খ্যাত বন্ধ হয়ে যাবে। রাজনৈতিক কারনে এ অচলাবস্থার মুক্তি চাই। এ জন্য নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সাদা পতাকা নিয়ে কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান তিনি। ব্যাবসায়ীদের বিভিন্ন সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন, কাভার্ড ভ্যান ট্রাক পণ্যপরিবহন মালিক সমিতি ও গার্ন্টেস এক্সিকিউভ এসোসিয়েশনও কর্মসূচিতে অংশ নেন। রাজধানীর ছাড়াও দেশের অন্যান্য জেলা শহরগুলোতেও একই কর্মসূচি পালন করছেন ব্যাবসায়ীরা।

➤ কাদের মোল্লা যে যুদ্ধাপরাধী ছিলেন তার প্রমান পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী হাতেকলমে দিয়ে দিলেন...এখনও যাদের সন্দেহ আছে তারা এবার মেনে নিন কাদের মোল্লা কী ছিলেন...Kader Mulla

Sunday, December 15, 2013 Other
'পুরনো ক্ষত উন্মোচিত না করে বাংলাদেশের সরকার দূরদর্শিতা, উদারতা এবং মহানুভবতা প্রদর্শন করলে তা মঙ্গলজনক হতো' বলে মন্তব্য করেছেন পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী। একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ঘটনায় এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান। গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের পর গতকাল শুক্রবার এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানান এই পাক মন্ত্রী।  পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন এক প্রতিবেদনে লিখেছে, মোল্লার মৃত্যুদণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রী গভীর শোক প্রকাশ করে বলেন, তার (কাদের মোল্লা) মৃত্যুতে প্রতিটি পাকিস্তানি অত্যন্ত মর্মাহত এবং সমব্যথী। ওই বিবৃতিতে নিসার আলী খান আরো বলেন, ১৯৭১ সালের ঘটনার ৪২ বছর পর মোল্লার মৃত্যুদণ্ড দেওয়াটা খুবই দুর্ভাগ্যজনক ও পরিতাপের বিষয় এবং কিছু ক্ষেত্রে একে বিচারিক খুন বলা যেতে পারে।  'নিঃসন্দেহে ১৯৭১-এ পাকিস্তানের প্রতি আনুগাত্য ও সংহতি প্রকাশ করায় এই জামায়াত নেতাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে', মন্তব্য করেন চৌধুরী নিসার। 'বাংলাদেশের জন্মলগ্নে এবং শেষ সময় পর্যন্ত তিনি (মোল্লা) ঐক্যবদ্ধ পাকিস্তানের সমর্থক ছিলেন', যোগ করেন মন্ত্রী।  বিবৃতিতে নিসার বলেন, 'বৈশ্বিক আবহে সকল দেশের মধ্যে পারস্পরিক সম্প্রীতি রক্ষায় মুসলিম বিশ্বের সার্বজনীন সামাজিকতা ও প্রথা এবং শর্ত অনুযায়ী অতীতের যতো ঘটনাকে ধামাচাপা দিয়ে সামনে এগিয়ে যাওয়াই উচিত'।  'কিন্তু এই দুর্ভাগ্যজনক ঘটনার মাধ্যমে অতীতের একটি ক্ষতকে পুনরুজ্জীবিত করা হয়েছে' বলে মনে করেন নিসার। সেইসঙ্গে 'বাস্তবিক অর্থে এটা খু্বই আফসোসের বিষয়, যখন একটি দেশ যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করে তখন যুদ্ধসংশ্লিষ্ট সব পক্ষই সহিংসতায় লিপ্ত হয়ে পড়ে'।  তাই দুই দেশের জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে পারস্পরিক সুসম্পর্ক রক্ষার লক্ষ্যে শান্তি ও ভ্রাতৃত্ববোধের নীতি গ্রহণ করাটাই সমীচীন বলে মতপ্রকাশ করেন মন্ত্রী।  চৌধুরী নিসারের এ বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেন, 'এটা পাকিস্তানি মন্ত্রীর ব্যক্তিগত মতামত। ১৯৭১-এ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে কাদের মোল্লার শাস্তি প্রদান করা হয়েছে। আদালত তাকে সম্পূর্ণ স্বচ্ছ বিচারের মাধ্যমে দণ্ড দিয়েছেন এবং এখানে সরকারের কিছুই করার নেই। এটা আদালতের নিজস্ব বিষয়'।  ডনের প্রতিবেদনে বলা হয়, কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পরদিন অর্থাৎ গতকাল শুক্রবার পাকিস্তান পার্লামেন্টে পাকিস্তানি জামাত-ই-ইসলামির দলনেতা শাহেবজাদা তারিকুল্লাহ দণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি নিন্দাপ্রস্তাব পাস ও পার্লামেন্ট মুলতবি করার বিষয়ে প্রস্তাব উত্থাপন করলে বেশ বিব্রত বোধ করে সরকার'। তবে এ ঘটনা নিয়ে নিসার খান বেশ শক্ত এই বিবৃতি দিয়েছেন।  স্পিকার সরদার আইয়াজ সাদিকের কাছে আবেদন করে এই ফাঁসির ঘটনায় পার্লামেন্টে মতামত প্রকাশের জন্য আগামী সোমবার পর্যন্ত সময় নিয়েছেন আন্তঃপ্রাদেশিক সমন্বয়মন্ত্রী রিয়াজ হুসেইন পীরজাদা।  কাদের মোল্লাকে ফাঁসিতে ঝোলানোর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক নিউজ ব্রিফিং অনুষ্ঠানে বলেন, 'যদিও অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো পাকিস্তানের নীতি নয়, তবুও আমরা দেখেছি যে, বাংলাদেশে যুদ্ধাপরাধের এ রায় নিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে'

Blog Archive