পুঁজিবাজারে দরপতনের ঘটনা তদন্তে সরকার গঠিত তিন সদস্যের কমিটি আগামী রোববার বা সোমবার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে।
বৃহস্পতিবার বিকেলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারের সঙ্গে সাক্ষাৎ শেষে কমিটি চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ সাংবাদিকদের এ কথা জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন সংস্থার দুই সদস্য বিআইবিএম চেয়ারম্যান তৌফিক আহমেদ চৌধুরী ও আইসিএবির সাবেক সভাপতি আবদুল বারী।
ইব্রাহীম খালেদ বলেন, ‘এসইসি চেয়ারম্যানের সঙ্গে এ সাক্ষাৎ ছিলো মূলত পরিচয় পর্ব। কমিটি সদস্যদেরই সবার সঙ্গে সবার ভালো পরিচয় নেই। এসইসির অনেক কর্মকর্তার সঙ্গেও সেভাবে পরিচয় হয়নি।’
কমিটি প্রয়োজন মনে করলে আরো সদস্য নিয়োগ করতে পারে বলে অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গে মনোযোগ আকর্ষণ করা হলে ইব্রাহীম খালেদ বলেন, ‘আপাতত তিন সদস্যের কমিটিই কাজ শুরু করবে। নতুন কাউকে নেওয়ার দরকার হলে নেওয়া হবে।’
তিনি বলেন, ‘কাজ করতে গিয়ে কোথাও আটকে যাবো বলে মনে হয় না। কমিটি কাজটা সুষ্ঠূভাবে করতে পারবে বলে আশা করি। সময় যেহেতু দু’মাস। তাই ৫/৭ দিনের মধ্যেই পরিকল্পনা চূড়ান্ত করবো।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাংবাদিক তো বটেই, পুঁজিবাজারের স্বার্থে যে কোনো নাগরিক তদন্ত কমিটিতে তথ্য দিতে পারবেন।’
তিনি জানান, তদন্ত সংস্থা চেয়ারম্যান হিসেবে গত রাতে (বুধবার) তিনি চিঠি পেয়েছেন। তবে সংস্থার অফিস এখনো ঠিক হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আমরা কোথায় বসে কাজ করবো। আপাতত এসইসিতেও বসার জায়গা আছে বলে জানা নেই।’
===========================
another news
===========================
Finance Minister AMA Muhith yesterday advised the directors of state banks not to interfere in banking activities. He also urged them to keep public interest in mind.
The advice came after the Bangladesh Bank governor wrote to the finance minister about interference by the directors of the four state banks.
The minister said there are allegations that the directors use the banks' vehicles for their personal purposes, said the officials who were present at the meeting.
Muhith termed the practice a bad precedent and said it will not be allowed to continue. He also said the directors who were appointed in political consideration will have to work for public interest.
Some incidents of persuasion took place in those banks, said the minister after the meeting.
The directors, quoting the BB governor's letter, questioned why their names were mentioned in it and expressed unhappiness saying they do many good things which were not reported.
Kazi Baharul Islam, chairman of Sonali Bank, told The Daily Star that the directors admitted to acts of persuasion, but they do not interfere in daily activities.
Depositors, directors, government, regulator and borrowers all must maintain high ethical standards, he said.
বৃহস্পতিবার বিকেলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারের সঙ্গে সাক্ষাৎ শেষে কমিটি চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ সাংবাদিকদের এ কথা জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন সংস্থার দুই সদস্য বিআইবিএম চেয়ারম্যান তৌফিক আহমেদ চৌধুরী ও আইসিএবির সাবেক সভাপতি আবদুল বারী।
ইব্রাহীম খালেদ বলেন, ‘এসইসি চেয়ারম্যানের সঙ্গে এ সাক্ষাৎ ছিলো মূলত পরিচয় পর্ব। কমিটি সদস্যদেরই সবার সঙ্গে সবার ভালো পরিচয় নেই। এসইসির অনেক কর্মকর্তার সঙ্গেও সেভাবে পরিচয় হয়নি।’
কমিটি প্রয়োজন মনে করলে আরো সদস্য নিয়োগ করতে পারে বলে অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গে মনোযোগ আকর্ষণ করা হলে ইব্রাহীম খালেদ বলেন, ‘আপাতত তিন সদস্যের কমিটিই কাজ শুরু করবে। নতুন কাউকে নেওয়ার দরকার হলে নেওয়া হবে।’
তিনি বলেন, ‘কাজ করতে গিয়ে কোথাও আটকে যাবো বলে মনে হয় না। কমিটি কাজটা সুষ্ঠূভাবে করতে পারবে বলে আশা করি। সময় যেহেতু দু’মাস। তাই ৫/৭ দিনের মধ্যেই পরিকল্পনা চূড়ান্ত করবো।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাংবাদিক তো বটেই, পুঁজিবাজারের স্বার্থে যে কোনো নাগরিক তদন্ত কমিটিতে তথ্য দিতে পারবেন।’
তিনি জানান, তদন্ত সংস্থা চেয়ারম্যান হিসেবে গত রাতে (বুধবার) তিনি চিঠি পেয়েছেন। তবে সংস্থার অফিস এখনো ঠিক হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আমরা কোথায় বসে কাজ করবো। আপাতত এসইসিতেও বসার জায়গা আছে বলে জানা নেই।’
===========================
another news
===========================
Finance Minister AMA Muhith yesterday advised the directors of state banks not to interfere in banking activities. He also urged them to keep public interest in mind.
The advice came after the Bangladesh Bank governor wrote to the finance minister about interference by the directors of the four state banks.
The minister said there are allegations that the directors use the banks' vehicles for their personal purposes, said the officials who were present at the meeting.
Muhith termed the practice a bad precedent and said it will not be allowed to continue. He also said the directors who were appointed in political consideration will have to work for public interest.
Some incidents of persuasion took place in those banks, said the minister after the meeting.
The directors, quoting the BB governor's letter, questioned why their names were mentioned in it and expressed unhappiness saying they do many good things which were not reported.
Kazi Baharul Islam, chairman of Sonali Bank, told The Daily Star that the directors admitted to acts of persuasion, but they do not interfere in daily activities.
Depositors, directors, government, regulator and borrowers all must maintain high ethical standards, he said.