নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিপণিবিতানগুলোতে এক সপ্তাহ ধরে মধ্যরাত পর্যন্ত ঈদের বেচাকেনা চলছে। বেচাবিক্রি ভালো হলেও সব সময় বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়ছেন ক্রেতা-বিক্রেতারা।
চাটখিল বাজারের বিপণিবিতানগুলোতে দিনের বেলায় পুরুষ ক্রেতা পাওয়া মুশকিল। সকাল-সন্ধ্যা কেনাকাটা করেন শুধু মহিলারা। তবে পুরুষদের আনাগোনা শুরু হয় রাতে, কেনাকাটা চলে মধ্যরাত পর্যন্ত। বেশি বিক্রি হচ্ছে চাটখিল পৌর বাজারের প্রধান গলির দোকানগুলোতে। তবে কাপড়ের দাম এখানে একটু বেশি।
ক্রেতাদের অভিযোগ, এবার কাপড়ের দাম বেশি নেওয়া হচ্ছে। কুমিল্লা ফ্যাশনের মালিক আবুল হোসেন বলেন, প্রতিযোগিতার এই বাজারে দাম বেশি নেওয়ার সুযোগ নেই।
কাপড়চোপড়ের দাম বেশি স্বীকার করে আজিজ সুপার মার্কেটের জয়ী ফ্যাশনের মালিক নাসির উদ্দিন জানান, অন্যবারের তুলনায় এবার বেচাকেনা ভালো।
সোনাইমুড়ী উপজেলা মদিনা সুপার মার্কেট, সিটি সেন্টার, তোফায়েল মল, সিনেমা হল মার্কেটেও মধ্যরাত পর্যন্ত চলছে ধুম বেচাকেনা।
সিটি সেন্টারের গার্মেন্টস ব্যবসায়ী মনির হোসেন বলেন, বেচাকেনা ভালোই হচ্ছে। তবে সব সময় বিদ্যুৎ না থাকায় বিক্রি করতে একটু সমস্যা হচ্ছে।