(১৫০৯) ব্যাংকিং খাতের প্রিমিয়ার ব্যাংক

Tuesday, June 07, 2011 Unknown
শেয়ারবাজার :::: অস্বাভাবিকভাবে দর বৃদ্ধির জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাবে প্রতিষ্ঠান,ব্যাংকিং খাতের প্রিমিয়ার ব্যাংক জানিয়েছে ব্যাপারে তাদের কাছে কোনও মূল্য সংবেদনশীল তথ্য নেই

ডিএসইর ওয়েবসাইটে মঙ্গলবার তথ্য প্রকাশ করা হয়েছে


===============
Stocks returned from losses yesterday thanks to cheerful trading of investors buoyed by news that the authorities plan to amend securities laws to stabilise the jumpy market.
The benchmark general index of Dhaka Stock Exchange, DGEN, closed at 5,844.73, rising by 81 points, or 1.42 percent.
The selective categories index of Chitta-gong Stock Exchange also edged up 150 points, or 1.46 percent, to end at 10,456.73.
The rise came as the Securities and Exchange Commission started work to amend securities laws -- a recommendation of the probe committee on the recent share market debacle.
Saiful Islam, vice-chairman of BRAC EPL Investment, said: “The investors' confidence got a boost after the overhaul of the SEC and on news that securities laws will be amended within a couple of weeks.”
Islam also said investors expect a number of incentives.
He said the government should increase liquidity flow to the market to perk up their confidence.
High expectation from the regulatory body on amendment of securities laws, and planned incentives in the upcoming national budget boosted the investor confidence, said Reaz Islam, chief executive officer of LR Global, an asset management company.
In the last couple of sessions, turnover also rose, which is a good sign, said an operator.
Turnover increased to Tk 670 crore in value terms, up by 19.5 percent day-to-day from Tk 561 crore.
A total of 7.54 crore shares changed hands against 5.56 crore a day before. The trade deals increased to 171,482 against Sunday's 142,437.
Total market capitalisation on the DSE stood at Tk 271,238 crore against Tk 268,485 crore the previous session.
Of the total 257 issues, 176 advanced, 73 declined and eight remained unchan-ged.Banking issues gained 2.88 percent. All 30 issues in the sector closed positive.
Grameenphone lost 0.61 percent and non-bank financial institutions 0.19 percent. The fuel and power sector gained 1.44 percent, while the cement sector edged up by 2.7 percent.
United Airways topped the turnover leaders with 62.83 lakh shares worth Tk 30.19 crore changing hands. It was followed by United Commercial Bank, MI Cement, BSRM Steels, Meghna Cement, Titas Gas, National Bank, Confidence Cement, Eastern Housing and Beximco

(১৫০৮) ইনভেস্টর ফোরাম অব চিটাগং

Tuesday, June 07, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারবান্ধব বাজেট ঘোষণার দাবিতে মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টর ফোরাম অব চিটাগং

দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়

মানববন্ধন শেষে এক সমাবেশে বিনিয়োগকারীরা পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে ১১ দফা দাবি তুলে ধরেন

এসব দাবির মধ্যে রয়েছে, পুঁজিবাজারকে চাঙ্গা করতে বাজেটে কালো টাকা (অপ্রদর্শিত অর্থ) শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ দেয়া, তারল্য সংকট দ্রুত নিরসনে ব্যাংকগুলো শেয়ারবাজার থেকে যে মুনাফা করেছে তা পুঁজিবাজারে পুনঃবিনিয়োগে বাধ্য করা এবং অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসইসি মার্চেণ্ট ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, সংকোচনমূলক মুদ্রানীতি বাদ দিয়ে শেয়ারবাজারবান্ধব মুদ্রানীতি ঘোষণা, বাজেটে দ্বৈতকর নীতি পরিহার অন্যতম

বিনিয়োগকারীরা শেয়ারবাজারে অস্থিতিশীলতার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দায়ী করে অবিলম্বে তার অপসারণ দাবি করেন

সমাবেশে সংগঠনের আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহ্বায়ক এম কাদের, সৌরভ চৌধুরী, সদস্য সচিব রানা বিশ্বাসসহ আরও কয়েকজন বিনিয়োগকারী বক্তব্য রাখেন

(১৫০৭) নিঃস্ব বিনিয়োগকারি ও ক্ষতিপুরন

Tuesday, June 07, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাজেটে পুঁজিবাজারের জন্য ভর্তুকি দেওয়ার পাশাপাশি পূর্ব ঘোষিত ১৫ দফা বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার অবস্থান কর্মসূচি মানববন্ধন করছেন পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ

ডিএসইর মূল ফটকের সামনে দুপুর ১২টা থেকে বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতা-কর্মীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে কর্মসূচি পালন করছেন

কর্মসূচি চলবে বিকেল তিনটা পর্যন্ত

সংগঠনের আহ্বায়ক মিজানুর রশিদ চৌধুরী  বলেন, ‘আমরা ২০১১-১২ অর্থ বাজেটে পুঁজিবাজারের জন্য প্রণোদনা চাই সরকার বিভিন্ন খাতে প্রণোদনা দিলেও পুঁজিবাজারের জন্য এখন পর্যন্ত কোনও প্রণোদনা দেয়নি।’

তিনি বলেন, ‘২০১০ সালে শেষ দিক থেকে শুরু করে দীর্ঘ মাস পুঁজিবাজারে যে সিডর নেমেছে, তা বিবেচনা করেও সরকার প্রণোদনা দিতে পারে।’

পরিষদের আরেক নেতা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা পুঁজিবাজারের স্বাভাবিক অবস্থা দেখতে চাই এর জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে।’

তিনি বলেন, ‘একসময় পুঁজিবাজারের সূচক ছিল সাড়ে হাজার, তা মাত্র মাসের ব্যবধানে হাজার নেমে এসেছে।’

সাধারণ বিনিয়োগকারীরা তাদের হারানো পুঁজি যেন আবার ফিরে পায়, তার জন্য পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের জন্য সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি

কর্মসূচি বাজেট ঘোষণার আগপর্যন্ত চলবে বলে ঐক্য পরিষদের আহ্বায়ক মিজানুর রশিদ চৌধুরী জানান

পরিষদের দাবিগুলো হচ্ছে-বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর এসএলআর সিআরআর’র হার কমানো, আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের হার ২০ শতাংশ নির্ধারণ করা (যা বর্তমানে থেকে দশমিক শতাংশের বেশি নয়), দুর্নীতিবাজদের পুনরায় পুঁজিবাজারে বিনিয়োগে বাধ্য করার মাধ্যমে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা, গত অর্থ বছরে আর্থিক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজার থেকে যে মুনাফা অর্জন করেছে তা পুঁজিবাজারে বিনিয়োগে বাধ্য করা, আর্থিক প্রতিষ্ঠান কোম্পানি পরিচালকদের বোনাস রাইটস শেয়ার থেকে প্রাপ্ত শেয়ার বিক্রিতে এক বছর স্থগিতাদেশ ঘোষণা করা, প্লেসমেন্টর টাকা অতিদ্রুত ফেরত দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগের ব্যবস্থা করা, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ডিএসসি, সিএসই থেকে একজন করে প্রতিনিধি সাধারণ বিনিয়োগকারীদের জন প্রতিনিধি নিয়ে জনের সমম্বয়ে মার্কেট মনিটরিং সেল গঠন করা

এছাড়া অযৌক্তিক হারে প্রিমিয়াম নিয়ে প্রাইমারি শেয়ার বাজারে আসা বন্ধ করা, মার্জিন লোনের হার : কার্যকর করা, ব্রোকারেজ হাউজ মার্চেন্ট ব্যাংগুলোর শেয়ার লেনদেনে কমিশন ন্যূনতম দশমিক ২৫ শতাংশ ধার্য করা, শেয়ারবাজারের সঠিক সূচক নির্ণয় করা, বাজেটে কালো টাকা সাদা করার জন্য শর্ত সাপেক্ষে শেয়ারবাজারে বিনিয়োগ করার সুযোগ দেওয়া, শক্তিশালী মৌল ভিত্তিসম্পন্ন শেয়ারের ক্ষেত্রে উর্ধ্বমুখি মূল্য ১০ শতাংশ থেকে ২০ শতাংশ করা, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠন করা এবং মার্চেন্ট ব্যাংক ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের দাবিগুলো বাস্তবায়ন করা

(১৫০৬) বাজেটে করমুক্ত আয়সীমা

Tuesday, June 07, 2011 Unknown
শেয়ারবাজার :::: আগামী ২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো, কম্পানি কর হ্রাস করা, কর অবকাশ সীমা বৃদ্ধিসহ ৪৭টি সুপারিশ করেছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় বাজেটে বিবেচনার জন্য এসব সুপারিশ করা হয়
সংবাদ সম্মেলনে আইসিএবি সভাপতি পরভীন মাহমুদ বলেন, বিগত বছরে দারিদ্র্য নিরসন সামাজিক নিরাপত্তার আওতায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুস্থ ভাতাসহ বিভিন্ন প্রকল্প দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করেছে আগামী বাজেটেও এসব প্রকল্প অব্যাহত রাখার দাবি জানাচ্ছি তিনি আরো বলেন, এসব প্রকল্পের সঠিক বণ্টনে বিভিন্ন প্রশ্ন আসায় পেশাদার হিসাববিদদের সহযোগিতা গ্রহণ করা প্রয়োজন তিনি বলেন, কথা অস্বীকার করার কোনো উপায় নেই, দেশে অর্থনৈতিক উন্নয়ন হলেও বৈষম্য বৃদ্ধি পাচ্ছে এই বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বাজেটে অতি মাত্রায় পরোক্ষ কর-নির্ভর না হয়ে প্রত্যক্ষ কর আদায়ের পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন
সংবাদ সম্মেলনে আইসিএবি সহসভাপতি শাহাদত হোসেন, আব্বাস উদ্দিন খান, জয়নুল আবেদিন কে চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
আসন্ন বাজেটে বিবেচনার জন্য আইসিএবি যেসব সুপারিশ করেছে তার মধ্যে রয়েছে, টিন সনদের জন্য বছরে আড়াই হাজার টাকা ফি নির্ধারণ, এনজিওগুলোকে তহবিল ছাড়করণের জন্য বা সনদ নবায়নের আয়কর দাখিল বাধ্যতামূলক করা, পুরুষ ব্যক্তির আয়কর সীমা এক লাখ ৬৫ হাজার থেকে বাড়িয়ে দুই লাখ টাকা প্রভৃতি

(১৫০৫) আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

Tuesday, June 07, 2011 Unknown
শেয়ারবাজার :::: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা গতকাল সোমবার ঢাকার বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় সভায় ব্যাংকের ২০১০ সালের শেয়ারহোল্ডারদের জন্য ২৬% বোনাস শেয়ার অনুমোদিত হয়
ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান সভায় সভাপতিত্ব করেন এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল, পরিচালক মো. হারুন-অর-রশিদ খান, নাজমুল আহসান খালেদ, আবদুল মালেক মোল্লা, মো. এনায়েত উল্লাহ, আবদুল মোক্তাদির, আহামেদুল হক, আবদুস সামাদ, আবদুস সালাম, নিয়াজ আহমেদ, মো. রফিকুল ইসলাম, সাবরিনা ফারাহ আহমেদ আনোয়ার হোসেন, সাবেক পরিচালক জেড এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক, উপব্যবস্থাপনা পরিচালক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টরা কোম্পানি সচিব উপস্থিত ছিলেন বিজ্ঞপ্তি

(১৫০৪) সোনারগাঁও টেক্সটাইলস

Tuesday, June 07, 2011 Unknown
শেয়ারবাজার :::: বস্ত্র খাতের সোনারগাঁও টেক্সটাইলস কোম্পানির ২০১০ সালের জন্য ঘোষিত বোনাস শেয়ার (লভ্যাংশ) সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার তথ্য প্রকাশ করা হয়েছে

প্রসঙ্গত, কোম্পানিটি ২০১০ সালের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়
 
 

(১৫০৩) মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী

Tuesday, June 07, 2011 Unknown
শেয়ারবাজার :::: দেশের দুই পুঁজিবাজারে মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এদিন উভয় বাজারেই সূচক বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বেড়ে লেনদেন শুরু হয় লেনদেনের প্রথম আধঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক বেড়েছে ১১৪ পয়েন্ট একই সঙ্গে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৪টির দাম বেড়েছে অপরদিকে প্রথম আধঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক বেড়েছে ১১৫ পয়েন্ট পাশাপাশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮০টির দর বেড়েছে

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রথম আধঘণ্টায় ডিএসইতে লেনদেন হয় মোট ২১৩টি প্রতিষ্ঠানের এর মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টি প্রতিষ্ঠানের দাম

সময়ে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১১৪ পয়েন্ট বেড়ে উন্নীত হয় হাজার ৯৫৯ পয়েন্টে লেনদেন হয় মোট ১৭০ কোটি টাকার শেয়ার ইউনিট

প্রথম আধঘণ্টায় লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)

সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার লেনদেনের প্রথম আধঘণ্টায় সিএসইতে লেনদেন হয় মোট ১১২টি প্রতিষ্ঠানের এর মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের দাম

সময়ে সিএসইর সাধারণ সূচক ১১৫ পয়েন্ট বেড়ে উন্নীত হয় ১০ হাজার ৫৭২ পয়েন্টে

Blog Archive