(১০৭৩) প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা

Saturday, May 21, 2011 Unknown
শেয়ারবাজার :::: সংবিধানের মৌলিক নীতি আদর্শের আলোকে কর শুল্ক আইনের যথার্থতায় প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়নি একে এত দিন শুধু ব্যক্তি গোষ্ঠীস্বার্থে বিবেচনা করা হয়েছে এর ফলে প্রতিষ্ঠানটি ক্রমেই শুল্ক, ভ্যাট আয়কর আইন এবং বিধিবিধানের বিকৃতি সীমাবদ্ধতায় ভারাক্রান্ত হয়ে পড়েছে বিশ্বায়নের চ্যালেঞ্জের জন্য উপযুক্ত হতে পারেনি প্রতিষ্ঠানটিতে মৌলিক সংস্কারমুখী সমন্বিত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি
বিষয়ে শুল্ক খাত বিশেষজ্ঞ এনবিআরের সাবেক সদস্য (শুল্ক) . রশিদ উল আহসান চৌধুরী বলেন, প্রকৃত ভ্যাট বা করদাতার চেয়ে ভুয়ার সংখ্যা বেশি হওয়ার মূল কারণ হলো এনবিআরের নজরদারির সক্ষমতার অভাব প্রশাসনিক এনফোর্সমেন্টের দুর্বলতার সুযোগে যে পরিমাণ রাজস্ব আয় হয়, তার চেয়েও বেশি ফাঁকি হয় একসময় কাস্টমের হাতে অ্যান্টি স্মাগলিংয়ের ক্ষমতা থাকার পরও তা সীমান্তরক্ষী বাহিনীকে দেওয়ার ফলে শুল্ক ফাঁকি বেড়েছে বলেও তিনি মনে করেন তাঁর মতে, চোরাচালান বিষয়টি শুল্কের সঙ্গে সম্পৃক্ত তাই এটি কাস্টমের হাতে থাকলে রাজস্ব আয় আরো বাড়ত তিনি বলেন, প্রতিবছরই ব্যক্তি গোষ্ঠীস্বার্থে এখানে নীতিমালা বদলানো হয়, যা একটি স্বয়ংসম্পূর্ণ রাজস্ব খাতের জন্য প্রতিবন্ধক
ভ্যাটদাতা বা করদাতার প্রতিবেদনে আরো বলা হয়েছে, প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে মনোযোগ না দিয়ে বিদেশি পিএসআই সংস্থাকে দিয়ে শুল্ক ব্যবস্থাপনা পরিচালনা করা হয়েছে বিনিময়ে সংস্থাগুলো সরকারের দেড় হাজার কোটি টাকা নিয়ে গেছে
উল্লেখ্য, প্রায় এক যুগ ধরে দেশে পিএসআই সংস্থা আমদানিপণ্যের শুল্ক মূল্যায়নের কাজ করে আসছে শুল্ক বিভাগের সক্ষমতা না থাকায় পিএসআই সংস্থা সাময়িকভাবে নিয়োগ দেওয়া হলেও দফায় দফায় তাদের মেয়াদ বাড়ানো হয়েছে
এসব নানা কারণকে দায়ী করে প্রতিবেদনে বলা হয়, এনবিআরের সক্ষমতা দক্ষতা না হওয়ায় কর আদায়ের ব্যয় বৃদ্ধিসহ নানা দুর্বলতা তৈরি হয়েছে কর আদায়ে নজরদারি দক্ষতার মানও আশানুরূপ হয়নি অর্থনীতির ব্যাপক প্রসার সত্ত্বেও রাজস্ব খাতে প্রশাসনিক সংস্কার নেওয়া হয়নি ডিজিটালাইজেশন অটোমেশনের উদ্যোগ না নেওয়ায় রাজস্ব খাত স্টেকহোল্ডারদের সঙ্গে কার্যকর যোগাযোগ গড়ে তুলতে পারেনি খাতে পর্যন্ত যা কাজ হয়েছে সবই বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে বর্তমানে এনবিআরের শুল্ক, ভ্যাট আয়করের পলিসি এনফোর্সমেন্ট একসঙ্গে কাজ করে এতে নীতি প্রণয়ন বাস্তবায়নে আশানুরূপ দক্ষতা আসছে না রাজস্ব প্রশাসনের মর্যাদা ক্ষমতাও অস্পষ্ট এবং অধিকাংশ ক্ষেত্রে অকার্যকর মাঠপর্যায়ে নেই অবকাঠামো
প্রতিবেদনে বলা হয়, রাজস্ব খাত নানা দুর্বলতায় আক্রান্ত অথচ মাত্র চার বছরে দুই লাখ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এটা বাস্তবায়ন করতে হলে নানামুখী সংস্কার করতে হবে বিশেষ করে অটোমেশন ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা, দক্ষতা নজরদারি বাড়িয়ে রাজস্ব ফাঁকি হয়রানি কমাতে হবে প্রতিবেদনে বৈষম্য কমিয়ে সম্পদের মালিকানায় ভারসাম্য আনতে সম্পদ কর বা প্রপার্টি ট্যাঙ্ আরোপেরও প্রস্তাব করা হয়েছে
জন্য যেসব প্রকল্প নেওয়া হবে তার পেছনে অন্তত ৩৫০ কোটি টাকা ব্যয় হবে মাঠপর্যায়ে অবকাঠামো গড়ে তোলাসহ অন্যান্য খাতে ব্যয় হবে আরো অন্তত ২০০ কোটি টাকা শুল্ক খাতে অত্যাধুনিক সফটওয়্যার কারিগরি সহায়তার জন্য প্রয়োজন হবে আরো ২৬ কোটি টাকা সব মিলিয়ে রাজস্ব খাতকে ঢেলে সাজিয়ে একটি পরিপূর্ণ রাজস্ব খাত হিসেবে গড়ে তুলতে হলে আগামী তিন বছরে অন্তত ৭০০ কোটি টাকা দরকার হবে

(১০৭২) বাধ্যতামূলক

Saturday, May 21, 2011 Unknown
শেয়ারবাজার :::: সব ধরনের সরকারি নির্বাচনে অংশগ্রহণ, আমদানি-রপ্তানি, ব্যবসা-বাণিজ্যের লাইসেন্স নেওয়া, ঠিকাদারি, জমি, বাড়ি, গাড়ি কেনা, গাড়ির ফিটনেস, নিকাহ রেজিস্ট্রি, ক্রেডিট কার্ড, ভ্যাট আইনে নিবন্ধিত আছে এমন যেকোনো ক্লাবের সদস্যপদ গ্রহণসহ অজস্র কাজে কর নিবন্ধনপত্র নিতে হয় কাজে আয়কর রিটার্ন জমাদান বাধ্যতামূলক আর ধরে নেওয়া হয় যে, এর মানেই তাদের কর দেওয়ার সক্ষমতা রয়েছে এসব কার্যক্রম দেদার হচ্ছে অথচ প্রকৃত করদাতার অস্তিত্ব পাওয়া যাচ্ছে না ২৮ লাখ নিবন্ধিত করদাতার মধ্যে চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত সরাসরি রিটার্ন জমা পড়ে ছয় লাখ ৭৫ হাজার ২৪২টি পরে অবশ্য সময় বাড়ানোয় আরো কিছু করদাতা রিটার্ন জমা দেন
এনবিআরের আয়কর প্রশাসনের সদস্য সৈয়দ আমিনুল করিম কালের বলেন, 'আমরা প্রকৃত করদাতা শনাক্ত করতে, তাঁদের করজালের মধ্যে নিয়ে আসতে নানা রকম কর্মসূচি নিয়েছি ছাড়া একটি প্রকল্প নেওয়া হয়েছে, যার মাধ্যমে অস্তিত্বহীন করদাতার নিবন্ধন বাতিল করে নতুন নিবন্ধন দেওয়া হবে
এনবিআরের প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, দেশে মোট নিবন্ধিত ভ্যাটদাতা কম্পানির সংখ্যা সাড়ে সাত লাখ অথচ ভ্যাটের অস্তিত্ব পাওয়া গেছে মাত্র এক লাখের এঁরা বছর শেষে রিটার্ন দেন বলে এঁদেরই প্রকৃত ভ্যাটদাতা বলে গণ্য করা হয়েছে অর্থাৎ বর্তমানে রাজস্বের সবচেয়ে বড় খাত ভ্যাটে কম-বেশি যে ৩০ শতাংশ প্রবৃদ্ধি, তা মাত্র ১৩ শতাংশ প্রকৃত ভ্যাটদাতা কম্পানির অবদান

(১০৭১) ভুয়া বা 'নাই'-এর সংখ্যাই বেশি

Saturday, May 21, 2011 Unknown
শেয়ারবাজার :::: দেশে প্রকৃত করদাতার চেয়ে ভুয়া বা 'নাই' করদাতার সংখ্যাই বেশি আয়কর ভ্যাট-এই দুই খাতেই কাগজে-কলমে ব্যক্তি কম্পানি পর্যায়ে করদাতার সংখ্যা বাড়ছে কিন্তু তাঁদের বেশির ভাগ কর দিচ্ছেন না আয়করের মোট ২৮ লাখ নিবন্ধিত করদাতার মাত্র ৩৯ শতাংশ রিটার্ন জমা দেন বাকি প্রায় ৬১ শতাংশের খোঁজ নেই তাঁদের ভুয়া হিসেবে গণ্য করা হচ্ছে আর মূল্য সংযোজন কর বা ভ্যাটের ক্ষেত্রে অবস্থা আরো নাজুক ক্ষেত্রে নিবন্ধিত সাড়ে সাত লাখ ভ্যাটদাতা কম্পানির মাত্র ১৩ শতাংশ ভ্যাটের রিটার্ন জমা দেয় বাকি ৮৭ শতাংশ ভুয়া
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব অনুসন্ধানেই ধরা পড়েছে এমন উদ্বেগজনক চিত্র সরকারকে দেওয়া এনবিআরের সার্বিক দুর্বলতার নানা বিষয়সংবলিত বিশদ প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, কর, শুল্ক, ভ্যাট ফাঁকিসহ নানা অনিয়ম ধরা, নিজেদের সক্ষমতা না বাড়িয়ে বছরের পর বছর বিপুল অর্থের অপচয় করে বিদেশি প্রি-শিপমেন্ট ইনস্পেকশন বা পিএসআই সংস্থাকে দিয়ে কাজ করানো এবং রাজস্ব আয়ে আইনের উপযুক্ত ব্যবহারে অদক্ষতার কারণে অর্থনীতির প্রাণ সঞ্চারকারী সংস্থা এনবিআরের মূল ভিত্তি এখন অনেকটাই দুর্বল
এমন নড়বড়ে অবস্থায়ও প্রতিষ্ঠানটি পরবর্তী চার বছরে বর্তমানের চেয়ে পৌনে ৩০০ শতাংশ বেশি রাজস্ব্ব আয়ের স্বপ্ন দেখছে অবশ্য জন্য এনবিআরের সক্ষমতা বাড়াতে শর্ত হিসেবে চাওয়া হয়েছে ৭০০ কোটি টাকার প্যাকেজ
দেশে শিল্প সেবা খাতের বিকাশ এবং আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারিত হওয়ার ফল হলো প্রতিবছরের উচ্চ লক্ষ্যমাত্রার রাজস্ব প্রবৃদ্ধি এতে মনে হতে পারে, দেশের বিপুল জনসংখ্যা করদাতায় পরিণত হচ্ছে এবং প্রচুর শিল্প-প্রতিষ্ঠান ভ্যাট দিচ্ছে এনবিআরের অনুসন্ধানে দেখা গেছে, ট্যাঙ্ আইডেনটিফিকেশন নম্বর বা টিআইএন সনদ নেওয়ার মাধ্যমে নিবন্ধিত করদাতার সংখ্যা কাগজে-কলমে প্রতিদিন বাড়লেও বাস্তবে বাড়ছে না ২৮ লাখের মধ্যে মাত্র ১১ লাখ করদাতা টিআইএন জমা দেন কিন্তু তাঁদের সবাই কর দেন না এভাবে বর্তমানে আয়করের যে ৩৪ শতাংশ প্রবৃদ্ধি তা মূলত ৩৯ শতাংশ করদাতারই অবদান বাকিরা 'কাজীর গরু কেতাবে' মতো তাই এসব ভুয়া করদাতাকে বাতিল করতে এনবিআরের পক্ষ থেকে একটি প্রকল্প নেওয়া হয়েছে, যা অচিরেই চালু হবে এই প্রকল্পের আওতায় জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে বিদ্যমান টিআইএন ক্লিনিং করে নতুন টিআইএন দেওয়া হবে

(১০৭০) সামিট পাওয়ার--SUMITPOWER--Summit Power Limited

Saturday, May 21, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি,সামিট পাওয়ার,SUMITPOWER (Summit Power Limited )‌বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে
ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ওয়েবসাইট সূত্রে তথ্য জানা গেছে
অন্যদিকে সামিট পাওয়ার,এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে ওইদিন সকাল ১১টায় আর্মি গলফ ক্লাবে সামিট পাওয়ারের ওএজিএম শুরু হবে

(১০৬৯) হ্যারি পটারঃ বিক্রি বন্ধ

Saturday, May 21, 2011 Unknown
শেয়ারবাজার :::: সারা বিশ্বে শিশু, এমনকি অভিভাবকদের কাছেও হ্যারি পটারের জনপ্রিয়তা আকাশচুম্বী ইংরেজ লেখিকা জে কে রাউলিংসের লেখা সাত খণ্ডের শিশুতোষ উপন্যাস অবলম্বনে তৈরি সিনেমাও শিশু মনকে নিয়ে যায় জাদু আর দৈত্য-ভূত-প্রেতের রাজ্যে রূপকথার জগৎ শিগগিরই মন জয় করে ফেলে শিশুদের
এখন যুক্তরাজ্যের খেলনা বিক্রেতা একটি চেইনশপ হ্যারি পটার সিনেমার অনুকরণে তৈরি খেলনা পণ্য বিক্রি করবে না খাঁটি খ্রিষ্ট ধর্মাবলম্বী গ্যারি গ্র্যান্টের মালিকানাধীন খেলনা বিক্রির জন্য খ্যাত চেইন শপ দ্য এন্টারটেইনার বলে দিয়েছে, তাদের কোনো বিক্রয়কেন্দ্রেই কখনো হ্যারি পটার সিনেমার চরিত্র অনুকরণে তৈরি খেলনা বিক্রি করা হবে না তাদের আশঙ্কা, এসব খেলনা শিশুদের ডাকিনীবিদ্যা বা অলীক জীবনচর্চার প্রতি আকৃষ্ট করে ফেলতে পারে
উইকফিল্ডে চেইনশপের নতুন প্রদর্শনীকেন্দ্রে সম্প্রতি আট বছরের ছেলে টমাসকে নিয়ে গিয়েছিলেন জেনিফার গ্লেডহিল সেখানে হ্যারি পটার সিনেমার কোনো চরিত্রের অনুকরণে তৈরি লোগো না পেয়ে হতাশ তিনি তিনি অভিযোগ করেন, ‘আমি ভান্ডার ব্যবস্থাপকের কাছে হ্যারি পটারের নতুন খেলনা কোথায় আছে জানতে চাই তিনি আমাকে উত্তর দিলেন, "দেখুন, এটি খ্রিষ্টান সম্প্রদায়ের অনুসারীদের কোম্পানি আমরা শিশুদের শয়তানিবিদ্যা শিক্ষাদানে বিশ্বাসী নই।" তাঁর ধরনের জবাবে আমি অপমানবোধ করেছি জবাব শুনে মনে হয়েছে, আমি কি তবে আমার সন্তানকে ডাকিনীচর্চা শেখাতে চাই? আমি তো কেবল একটা খেলনা কিনতে চেয়েছিলাম।’
চেইনশপের ব্যবস্থাপনা পরিচালক গ্যারি গ্রান্ট অবশ্য জানান, তিনি নিজস্ব মূল্যবোধ কখনোই ক্রেতাদের ওপর চাপান না শিগগিরই জেনিফার গ্লেডহিলের মতো ক্রেতা আবার তাঁর দোকানে আসবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি তবে সেই সঙ্গে হ্যারি পটারের কোনো উপকরণ কখনোই তাঁর দোকানে বিক্রি হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি ডেইলি মেইল অনলাইন

(১০৬৮) সাফকো স্পিনিং মিলস--SAFKOSPINN--Safko Spinnings

Saturday, May 21, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি,সাফকো স্পিনিং মিলস,SAFKOSPINN (Safko Spinnings )
বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে
ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ওয়েবসাইট সূত্রে তথ্য জানা গেছে
সাফকো স্পিনিং মিলসের এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৬ মেসিলেটে সাফকো স্পিনিং মিলসের মিল প্রাঙ্গণে কোম্পানিটির এজিএম শুরু হবে

(১০৬৭) তদন্ত কমিটি গঠনঃ বালুর বস্তা

Saturday, May 21, 2011 Unknown
শেয়ারবাজার :::: রাজধানীর তেজগঁাও শিল্প এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিং ধসে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গতকাল শুক্রবার রাত ১২টার দিকে ইমপালস মেডিকেল কলেজ হাসপাতালের জন্য নির্মাণাধীন ওই ভবনের পাইলিং ধসে পড়ে এতে সাতজন শ্রমিক আহত হন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে
আলী হোসেন নামের আহত এক শ্রমিক জানান, গতকাল রাত ১২টায় পূর্বদিকে শ্রমিকদের থাকার টিনশেড ঘর হুড়মুড় করে ধসে পড়তে শুরু করে তখন ওই ঘরে ১৪ জন শ্রমিক ঘুমাচ্ছিলেন টিনশেড ঘরটি প্রায় ৩০ ফুট নিচে কাদার মধ্যে দেবে যায়
শ্রমিকেরা জানান, এরপর রাত চারটার দিকে পাইলিংয়ের পূর্বদিকে দেয়াল ভেঙে পড়তে শুরু করে সময় সংলগ্ন দুটি একতলা ভবনের কিছু অংশ ভেঙে পড়ে
ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, রাজউকের চেয়ারম্যান প্রকেৌশলী নূরুল হুদা আজ দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজউকের চেয়ারম্যান জানান, ঘটনা তদনে্ত রাজউকের পরিকল্পনা বিভাগের সদস্য শেখ আবদুল মান্নানকে সদস্য করে তিন সদস্যবিশষ্টি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে
নুরুল হুদা আরও বলেন, রাজউকের নির্দেশনা অনুযায়ী ভবনের নির্মাণ কাজ করা হচ্ছিল না ঘটনাস্থল-সংলগ্ন আশপাশের সব ভবনের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
জানা গেছে, ভবনটির নির্মাণকাজের শ্রমিকদের ঠিকাদার হচ্ছে আইটিসিএল নামের একটি প্রতিষ্ঠান আইটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অসীম কৃষ্ঞ গোস্বামী বলেন, (শোর ফাইল) ধসে পাড়ায় দুর্ঘটনা ঘটেছে কিন্তু আমরা পাইলিংয়ের কাজের সঙ্গে জড়িত নই ক্ষতিগ্রস্তদের নিরাপদ দূরত্বে সরানোর ব্যবস্থা করা হচ্ছে পরে নিয়ম অনুযায়ী তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে'
বর্তমানে দমকলবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর একটি দল পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে আশপাশের ভবনগুলোর ধসে পড়া ঠেকাতে তারা নির্মাণাধীন ভবনের গর্তে বালুর বস্তা ফেলছেন
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি

(১০৬৬) প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স--PREMIERLEA--Premier Leasing & Finance Limited

Saturday, May 21, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি,প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স,PREMIERLEA (Premier Leasing & Finance Limited )
,এর
বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে


ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ওয়েবসাইট সূত্রে তথ্য জানা গেছেপ্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানির এজিএম শুরু হবে

(১০৬৫) শ্রী তপন স্বর্ণকারের মৃত্যুতে

Saturday, May 21, 2011 Unknown
 ভারতের হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য শ্রী তপন স্বর্ণকারের মৃত্যুতে সে দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন শনিবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে

ফলে সে দেশ থেকে কোনো পণ্যবাহী ট্রাক এদেশে আসেনি কিংবা এদেশ থেকে কোনো পণ্যবাহী ট্রাক ভারতে যায়নি

রোববার বন্দর দিয়ে আবার আমদানি-রপ্তানি শুরু হবে জানিয়েছে বাংলাহিলি সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে

এবিষয়ে বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিন বাংলানিউজকে বলেন, ‘ভারত হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার - স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সকাল ১০টায় হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি/সম্পাদক বরাবর সিদ্ধান্তের কথা জানানো হয়

অপরদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরল ফেরদৌস জানান, চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে

Blog Archive