ভবিষ্যতে পুঁজিবাজারে ধস ঠেকাতে প্রয়োজনে শেয়ারবাজার সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
মঙ্গলবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে তিনি বলেন, "আইনে দুর্বলতা থাকলে শেয়ার আইনকে পরিবর্তন করা হবে।"
সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়ন্ত্রণে নিয়োজিতদের আরো শক্তিশালী ও স্বাধীন করার পক্ষেও মত দেন আইনমন্ত্রী।
রেগুলেটরি কমিশনের অনেক দুর্বলতা আছে উল্লেখ করে তিনি বলেন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করা যায় কি না সে বিষয়েও সরকার চিন্তাভাবনা করবে।
বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক ফোরাম ২০১১-এর আওতায় ঢাকা স্কুল অব ইকোনমিক্স ও বাংলাদেশ অর্থনীতি সমিতি যৌথভাবে 'ইফেকটিভনেস অব রেগুলেটরি বডিস: ম্যানিপুলেশন এন্ড এনোমেলেস ইন ক্যাপিটাল মার্কেট' শিরোনামের এ সেমিনার আয়োজন করে।
গত ডিসেম্বর-জানুয়ারিতে পুুঁজিবাজারে রেকর্ড ধসের পর কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক এমএবাকী খলিলি এসইসি'র সমালোচনা করে বলেন, "কোনো ভিশন নিয়ে এটি প্রতিষ্ঠত হয়নি। এর ব্যবস্থাপনায় যারা রয়েছেন তারাও স্বাধীনভাবে কাজ করতে পারেন না।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুজিব উদ্দিন অভিযোগ করেন, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির অভাবে শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন বলেন, ১/১১ পরবর্তী কালো টাকার বেশিরভাগ পুঁজিবাজারে এসেছে। ঢাকা স্টক একচেঞ্জ'র দুইশ সদস্য থাকলেও শক্তিশালী কয়েকজন সদস্য শেয়ারের দাম বাড়ায় বলে অভিযোগ করেন তিনি।
পুরোপুরি ইন্টারনেটের মাধ্যমে শেয়ার ব্যবসা করলে এসব সমস্য অনেক কমে যাবে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, "এতে সরকারও হস্তক্ষেপ করতে পারবে না।
"প্রাইভেট প্লেসমেন্ট সঙ্কট পুঁজিবাজারের বড় সর্বনাশ করে। এর ফলে যারা কালো টাকার মালিক তারা এখানে বিনিয়োগ করে পুঁজিবাজারকে ধ্বংস করছে। বন্ড মার্কেট ডেভেলপ করলে এসব অসুবিধা কমে যাবে।"
এসইসির চেয়ারম্যান ও সদস্যদের ক্ষমতা, পদবি, বেতন ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
Recognising that the share market regulatory commission has many weaknesses, the law minister has said stock market laws will be revised if they have any weak point.
Shafique Ahmed on Tuesday also spoke in favour of giving more power and autonomy to the Securities and Exchange Commission (SEC).
He was speaking at a seminar, titled 'Effectiveness of regulatory bodies: manipulation and anomalies in the capital market', organised by Bangladesh Economic Association as part of its six-day event Bangladesh Social and Economic Forum 2011.
Dhaka University finance department professor M A Baki Khalili said actually SEC had not been created with any vision. "It [SEC] will have to be recast to prevent any stock market crash in the future. A board of governors should be formed and the SEC law be changed."
Former Bangladesh Bank governor Farashuddin alleged some powerful members of Dhaka Stock Exchange (DSE) manipulated share prices. The DSE has 200 members.
"The same person becomes the member, the broker and the dealer," he bemoaned.
He suggested that the share business should be done only through the internet. "Not even the government should be able to intervene in it."
"Private placement crisis ruins the capital market. The black money holders can invest in the market and destroy it. This tendency will decrease when the market will become larger," he added.
মঙ্গলবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে তিনি বলেন, "আইনে দুর্বলতা থাকলে শেয়ার আইনকে পরিবর্তন করা হবে।"
সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়ন্ত্রণে নিয়োজিতদের আরো শক্তিশালী ও স্বাধীন করার পক্ষেও মত দেন আইনমন্ত্রী।
রেগুলেটরি কমিশনের অনেক দুর্বলতা আছে উল্লেখ করে তিনি বলেন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করা যায় কি না সে বিষয়েও সরকার চিন্তাভাবনা করবে।
বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক ফোরাম ২০১১-এর আওতায় ঢাকা স্কুল অব ইকোনমিক্স ও বাংলাদেশ অর্থনীতি সমিতি যৌথভাবে 'ইফেকটিভনেস অব রেগুলেটরি বডিস: ম্যানিপুলেশন এন্ড এনোমেলেস ইন ক্যাপিটাল মার্কেট' শিরোনামের এ সেমিনার আয়োজন করে।
গত ডিসেম্বর-জানুয়ারিতে পুুঁজিবাজারে রেকর্ড ধসের পর কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক এমএবাকী খলিলি এসইসি'র সমালোচনা করে বলেন, "কোনো ভিশন নিয়ে এটি প্রতিষ্ঠত হয়নি। এর ব্যবস্থাপনায় যারা রয়েছেন তারাও স্বাধীনভাবে কাজ করতে পারেন না।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুজিব উদ্দিন অভিযোগ করেন, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির অভাবে শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন বলেন, ১/১১ পরবর্তী কালো টাকার বেশিরভাগ পুঁজিবাজারে এসেছে। ঢাকা স্টক একচেঞ্জ'র দুইশ সদস্য থাকলেও শক্তিশালী কয়েকজন সদস্য শেয়ারের দাম বাড়ায় বলে অভিযোগ করেন তিনি।
পুরোপুরি ইন্টারনেটের মাধ্যমে শেয়ার ব্যবসা করলে এসব সমস্য অনেক কমে যাবে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, "এতে সরকারও হস্তক্ষেপ করতে পারবে না।
"প্রাইভেট প্লেসমেন্ট সঙ্কট পুঁজিবাজারের বড় সর্বনাশ করে। এর ফলে যারা কালো টাকার মালিক তারা এখানে বিনিয়োগ করে পুঁজিবাজারকে ধ্বংস করছে। বন্ড মার্কেট ডেভেলপ করলে এসব অসুবিধা কমে যাবে।"
এসইসির চেয়ারম্যান ও সদস্যদের ক্ষমতা, পদবি, বেতন ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
Recognising that the share market regulatory commission has many weaknesses, the law minister has said stock market laws will be revised if they have any weak point.
Shafique Ahmed on Tuesday also spoke in favour of giving more power and autonomy to the Securities and Exchange Commission (SEC).
He was speaking at a seminar, titled 'Effectiveness of regulatory bodies: manipulation and anomalies in the capital market', organised by Bangladesh Economic Association as part of its six-day event Bangladesh Social and Economic Forum 2011.
Dhaka University finance department professor M A Baki Khalili said actually SEC had not been created with any vision. "It [SEC] will have to be recast to prevent any stock market crash in the future. A board of governors should be formed and the SEC law be changed."
Former Bangladesh Bank governor Farashuddin alleged some powerful members of Dhaka Stock Exchange (DSE) manipulated share prices. The DSE has 200 members.
"The same person becomes the member, the broker and the dealer," he bemoaned.
He suggested that the share business should be done only through the internet. "Not even the government should be able to intervene in it."
"Private placement crisis ruins the capital market. The black money holders can invest in the market and destroy it. This tendency will decrease when the market will become larger," he added.