মন্ত্রণালয় অহেতুক কারো চরিত্র হননের দায়িত্ব নিতে চায় না জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, 'প্রয়োজনে' আংশিক সম্পাদনা করে শেয়ারবাজারের অস্থিরতা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন শিগগির প্রকাশ করা হবে। সোমবার সন্ধ্যায় শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনা সভার ফাঁকে এক লিখিত বিবৃতিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মুহিত বলেন, "তদন্তের জন্য গঠিত কমিটির প্রতিবেদন...
(৩৪০) ব্যাংকিং খাত
ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
সেই সঙ্গে শিল্পায়নের স্বার্থে সুদের হার ১৪ শতাংশের মধ্যে রাখার জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া আমানত ও ঋণের সুদের হার এবং বিভিন্ন ফি’র পূর্ণ তালিকা ব্যাংকগুলোর কার্যালয়ে টানিয়ে রাখারও নির্দেশ দেন গভর্নর।
তিনি বলেন, ‘এসব বিষয় যারা মানছে না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয়...
(৩৩৯) চরিত্র হননে অবদান
শেয়ারবাজারে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান যত শক্তিশালীই হোক না কেন তাদের যথাযথ বিচারের ব্যবস্থা করা বলে দৃঢ় মত ব্যক্ত করেন তিনি।
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন,‘শেয়ারবাজারে প্রভাবশালীরা রাষ্ট্রের চেয়ে শক্তিশালী এ ধরনের কোনো মন্তব্য আমি করিনি।’
বাজেট আলোচনাকালেই অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব গোকুল চাঁদ দাস স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি উপস্থিত সাংবাদিকদের দেওয়া হয়।
এতে বলা হয়েছে, ‘শেয়ারবাজারের...
(৩৩৮) অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দাবি করেছেন
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দাবি করেছেন, শেয়ারবাজার কেলেংকারি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না এমন কথা তিনি বলেননি। তিনি শুধু বলেছেন, এটি প্রকাশ করা হবে তবে ‘এডিট’ করে। এছাড়া ‘শেয়ারবাজারে প্রভাবশালীরা রাষ্ট্রের চেয়ে শক্তিশালী’ এ ধরনের কোনো মন্তব্য করেননি বলেও দাবি করেন অর্থমন্ত্রী।
শেয়ারবাজার কারসাজি ঘটনার তদন্ত প্রতিবেদন সম্পর্কে তার বক্তব্য সঠিকভাবে গণমাধ্যমে উপস্থাপন করা হয়নি বলে দাবি করে...
(৩৩৭) কী পরিমাণ বিনিয়োগ করা হবে তার সীমা
নজরুল হুদা বলেন, পুঁজিবাজারে কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন এখনো আমাদের হাতে পৌঁছেনি। তবে পত্রিকার মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নাম শোনা যাচ্ছে।
তিনি বলেন, ‘তদন্ত রিপোর্ট হাতে পেয়ে এসব প্রতিষ্ঠানের বিরদ্ধে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পুনরায় তদন্ত করা হবে। তদন্তে যে যেরকম দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে সে রকমই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
ডেপুটি গভর্নর বলেন, বাংলাদেশের শেয়ারবাজারে...
(৩৩৬) করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক
শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় তদন্ত কমিটির রিপোর্টে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নাম এসেছে তাদের বিরুদ্ধে পুনরায় তদন্ত করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
রোববার বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নেতাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা সাংবাদিকদের এ কথা জানান।
এ সময় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র...
(৩৩৫) জোরালোভাবে এসেছে
পুঁজিবাজার কেলেঙ্কারি তদন্তে বাজারের উত্থান-পতনে ঘুরেফিরে গুটিকয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম বেরিয়ে এসেছে। জোরালোভাবে এসেছে সরকারি প্রতিষ্ঠান আইসিবির নাম। প্রতিষ্ঠানটি একাই সাতটি অমনিবাস অ্যাকাউন্টে শত শত কোটি টাকার শেয়ার লেনদেন করে। তদন্তে দৈবচয়নের মাধ্যমে তিনটি মার্চেন্ট ব্যাংকের কয়েকজন শীর্ষ হিসাবধারীর অ্যাকাউন্ট (অমনিবাস) পরীক্ষা করে লেনদেনের অনিয়ম পাওয়া যায়। এসব হিসাবে মোসাদ্দেক আলী ফালু, ডা....
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
-
▼
2011
(2088)
-
▼
April
(280)
-
▼
Apr 10
(12)
- (৩৪১) আগেই সে ব্যবস্থা নেওয়া হবে
- (৩৪০) ব্যাংকিং খাত
- (৩৩৯) চরিত্র হননে অবদান
- (৩৩৮) অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দাবি করেছেন
- এখানে সব গুলো খবরই শেয়ার মার্কেট রিলেটড...আর কিছুন...
- (৩৩৭) কী পরিমাণ বিনিয়োগ করা হবে তার সীমা
- (৩৩৬) করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক
- (৩৩৫) জোরালোভাবে এসেছে
- (৩৩৪) এক দল ভুত
- (৩৩৩) ঘোষণা
- (৩৩২) কোনো লভ্যাংশ ঘোষণা
- (৩৩১) বিডি ফাইন্যান্স
-
▼
Apr 10
(12)
-
▼
April
(280)