বাংলাদেশে বিদেশি ক্রেতা প্রতিনিধিদের আরও দুই থেকে তিন সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, এরপর পরিস্থিতি শান্ত হয়ে যাবে। তখন ক্রেতা প্রতিনিধিরা আগের চেয়ে বেশি নিরাপত্তা পাবেন। তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে গতকাল এক বৈঠক শেষে খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন। ঢাকার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শ্রমসচিব মিকাইল শিপার ও যুগ্ম সচিব ফয়জুর রহমান, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সহসভাপতি শহীদুল্লাহ আজিমসহ বিদেশি ক্রেতাদের প্রতিনিধিরা। বৈঠক শেষে শ্রমমন্ত্রী বলেন, স্ট্যান্ডার্ড গার্মেন্টে আগুন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে ক্রেতা প্রতিষ্ঠানগুলো খুবই উদ্বিগ্ন। তিনি বলেন, ‘আমরা ক্রেতাদের বলেছি, সাম্প্রতিক অস্থিরতা সাময়িক। বিএনপি নির্বাচনে যাবে না। অন্যদিকে একটি নিবন্ধন বাতিল হওয়া দল তাদের নেতাদের বিচার ঠেকাতে মরণ কামড় দিচ্ছে। তবে এটা জনগণের কোনো আন্দোলন নয়। এটি হলে রাস্তায় হাজার হাজার মানুষ থাকত। তবে বুধবারও ঢাকার পরিস্থিতি প্রায় স্বাভাবিক ছিল।’ বর্তমানে একটি দ্বৈত শাসন চলছে বলে উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এখন সবকিছু নির্বাচন কমিশনের অধীনে। তাই সরকার চাইলেও কাউকে বদলি করতে পারে না। তবে দু-তিন সপ্তাহ পরে পরিস্থিতি এমন থাকবে না। সরকার আরও কঠোর হবে।’ তিনি বলেন, ‘গত পাঁচ বছর ক্রেতারা নির্বিঘ্ন ব্যবসা করতে পেরেছেন। আগামীতে আরও বেশি নিরাপদে ব্যবসা করতে পারবেন।’ পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে সরকারের পদক্ষেপ সম্পর্কে শ্রমমন্ত্রী বলেন, প্রতিটি কারখানায় ত্রিপক্ষীয় কমিটি আছে। মজুরিসংক্রান্ত সমস্যা ওই কমিটি নিরসন করবে। এ ছাড়া মন্ত্রণালয় ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তর তো আছেই। ক্রেতা প্রতিনিধিরা কী বলেছেন জানতে চাইলে শহিদুল্লাহ আজিম বলেন, তাঁরা নিজেদের উদ্বেগের কথা জানিয়ে নিরাপত্তা চেয়েছেন। বলেছেন, নিরাপত্তার অভাবে তাঁরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছেন না। এ ছাড়া অনেক ক্রেতা কার্যাদেশ নিয়ে বসে আছেন। বাংলাদেশে আসতে চেয়েও পারছেন না। এ অবস্থায় তাঁরা অন্য কোনো দেশে কার্যাদেশ দেওয়ার চিন্তাভাবনা করছেন।
সরকারের অবস্থান- Politics-Election-Kader Mulla
নির্বাচনের তফসিলে পরিবর্তন না আনা ও মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার ফাঁসির বিষয়ে সরকারের অবস্থান জোরালোভাবে যুক্তরাজ্যকে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী সাইয়েদা ওয়ার্সির কাছে সরকারের এ মনোভাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। গতকাল সাইয়েদা ওয়ার্সি এক দিনের সফরে ঢাকায় আসেন। এ সফরে তিনি প্রধানমন্ত্রী ছাড়াও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। জানা গেছে, গতকাল সকালে সাইয়েদা ওয়ার্সি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে প্রায় এক ঘণ্টা আলোচনা করেন। এর মধ্যে শেষ ২০ মিনিট তাঁরা দুজন আলোচনা করেন একান্তে। তাঁদের প্রথম দফা আলোচনায় মূল প্রসঙ্গ ছিল বাংলাদেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনীতি। ফলে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো নিয়ে তেমন আলোচনা হয়নি। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নির্বাচনে সব দলের অংশগ্রহণের লক্ষ্যে আগামী ৫ জানুয়ারির নির্বাচন পেছানোর সুযোগ আছে কি না জানতে চান সাইয়েদা ওয়ার্সি। এ সময় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন, নির্বাচনের তফসিল পেছানোর বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। ব্রিটিশ প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের তফসিল পেছানো হলেই যে বিএনপি আসবে এর নিশ্চয়তা কোথায়! দুই দেশের কূটনীতিকেরা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় এরপর আসে মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রসঙ্গটি। যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নীতিগতভাবে ফাঁসির বিরোধী বলে এ বিষয়টি আলোচনায় আসে। এ সময় শেখ হাসিনা খুব স্পষ্ট করেই বলেন, একজন অপরাধীর পক্ষে ‘বিভিন্ন দেশ ও জোটের সাফাই’ তাকে বিস্মিত করে। কারণ এসব দেশ ও জোট একজন মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তির জন্য ফোন করছে ও চিঠি লিখছে। তিনি প্রশ্ন তোলেন, রাজপথে যখন নিরপরাধ মানুষ আগুনে পুড়ে নির্মমভাবে প্রাণ হারায়, লোকজনের ওপর বোমা ছুড়ে মারা হয়, ধ্বংসযজ্ঞ চালানো হয় তখন তাদের মানবাধিকারের প্রশ্নটি কতটা জোরালোভাবে তোলা হয়। জানা যায়, ব্রিটিশ প্রতিমন্ত্রী চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেসব উদ্বেগের কথা উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী সেসব বিষয়ে বেশ জোরের সঙ্গেই তাঁর অবস্থান তুলে ধরেছেন। এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে সাইয়েদা ওয়ার্সি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে শুক্রবার অনুষ্ঠেয় সংলাপ একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের ব্যাপারে সমঝোতায় পৌঁছানোর শেষ সুযোগগুলোর অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আলোচনার উল্লেখ করে ওয়ার্সি বলেন, দুই পক্ষই তাঁকে সংলাপে বসার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। দুই নেত্রীই ছাড় দিতে চান বলে তাঁকে জানিয়েছেন। প্রধান বিরোধী দল বিএনপিকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না জানতে চাইলে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণই ঠিক করবে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না। আমরা একটি টেকসই নির্বাচন দেখতে চাই, যেখানে বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’ ওয়ার্সি বলেন, কী সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে গেলেন, কোনোরকম সহিংসতা ছাড়া ভোট হয়েছে কি না, ভোটাররা অবাধে ভোট দিয়েছেন কি না, এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ। কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে যুক্তরাজ্যের উদ্বেগের প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, ৪২ বছর আগে যেসব নৃশংসতা হয়েছে তার বিচার হওয়া উচিত। যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যেকোনো পরিস্থিতিতেই নীতিগতভাবে ফাঁসির বিরুদ্ধে। তবে বিচারহীনতার সংস্কৃতির পক্ষে নয়। বাংলাদেশে চলমান সহিংসতার বিরোধিতা করে সাইয়েদা ওয়ার্সি বলেন, সব দলকেই যেকোনো ধরনের উসকানি দেওয়া থেকে বিরত থাকতে হবে। যে মাত্রায় সহিংসতা চলছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক নেতাদের একটি সত্যিকার ও ইতিবাচক সংলাপে অংশ নিতে হবে। সংলাপের মধ্য দিয়ে সহিংসতার শান্তিপূর্ণ সমাধান হবে। কারণ সহিংসতা শুধু বাংলাদেশের ভাবমূর্তি নয়, দেশের অর্থনীতি ও মানুষের জীবিকাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
রওশনসহ পাঁচ মন্ত্রী-উপদেষ্টা নির্বাচনে- Rowshon Ershad and five others are in ElectionBD-2014
দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৪৮ আসনে জাপার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরপর ৩ ডিসেম্বর এরশাদ আকস্মিক নির্বাচন বর্জনের ঘোষণা এবং পরদিন দলের প্রার্থীদের মনোনয়নপত্র তুলে নিতে নির্দেশ দেন। কিন্তু তাঁর স্ত্রী রওশন এরশাদসহ সরকারে থাকা জাপার পাঁচজন মন্ত্রী-উপদেষ্টা গতকাল শেষ দিনেও মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এর মধ্য দিয়ে রওশন এরশাদের নেতৃত্বে জাপার একটি অংশের নির্বাচনে থেকে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে উঠেছে। বেশ কিছু আসনে গতকাল শেষ দিনে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে জাপাকে আসন ছেড়ে দিয়েছেন। এর মধ্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ (ময়মনসিংহ-৪), আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৫ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), জিয়াউদ্দিন আহমেদ ববলু (চট্টগ্রাম-৯), মুজিবুল হক চুন্নু (কিশোরগঞ্জ-৩), সালমা ইসলাম (ঢাকা-১) অন্যতম। তবে জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও তাঁর স্ত্রী রত্না আমিন হাওলাদার গতকাল মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আর এরশাদ এবং জি এম কাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করলেও তা গৃহীত হয়নি। আর জাপার সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কাজী ফিরোজ রশীদ প্রথম আলোকে বলেছেন, তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বলছে, তাঁর মনোনয়ন বহাল আছে। এরশাদকে নির্বাচনে ধরে রাখতে ব্যর্থ হয়ে সরকার বিকল্প হিসেবে রওশন-আনিস-বাবলুর নেতৃত্বে জাপার একটি অংশকে নির্বাচনে রাখার কৌশল নেয়। তাঁদের সঙ্গে সরকার ১০ দিন ধরে নানা দেনদরবার ও গোপন সমঝোতা করে বলে দলীয় সূত্রগুলো জানায়। এরপর গত বৃহস্পতিবার এরশাদ নির্বাচন কমিশনে চিঠি দিয়ে দলীয় প্রতীক লাঙ্গল কাউকে বরাদ্দ না দিতে অনুরোধ জানান। এর ১২ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে এরশাদকে তাঁর বাসা থেকে ‘আটক’ করে সিএমএইচে নেওয়া হয়।
গতকাল দিনভর রওশন এরশাদ-Rowshon Ershad- Election- Politics
গতকাল দিনভর রওশন এরশাদের গুলশানের বাসায় আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ দলের একাংশ দফায় দফায় বৈঠক করে। সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাঁর বাসায় যান আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী। তাঁরা প্রায় ৪০ মিনিট সেখানে ছিলেন। এ সময় হঠাত্ রওশনের বাসার সামনে র্যাব ও পুলিশের উপস্থিতি বেড়ে যায়। কিছুক্ষণ পর আবার চলে যায়। তোফায়েল আহমেদ ওই বাসা থেকে বেরিয়ে সিএমএইচে গিয়ে এরশাদের সঙ্গে দেখা করেন বলেও রাতে খবর বের হয়।
রওশন এরশাদ আজ সন্ধ্যা সাতটায় নিজের অবস্থান স্পষ্ট করবেন বলে জানিয়েছেন-Roshon Ershad- Election- Politics BD
জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ আজ সন্ধ্যা সাতটায় নিজের অবস্থান স্পষ্ট করবেন বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম হাফিজ উদ্দিন আহমেদ। এর আগে আজ শনিবারও সকাল থেকে দফায় দফায় বেশ কয়েকজন প্রেসিডিয়াম সদস্য বৈঠক করছেন। বৈঠকে অংশ নিয়েছেন জিয়াউদ্দিন আহমেদ, আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, লিলি হাসনাত প্রমুখ। তবে গতকালের মতো আজও বৈঠক নিয়ে মুখ খুলছেন না তাঁরা। এদিকে, পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গ্রেপ্তার হয়েছেন, না আটক আছেন, সে ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য না দেওয়ায় নেতা-কর্মীরা মহাসচিব রুহুল আমিন হাওলাদারের ওপর ক্ষিপ্ত। গতকাল জাতীয় পার্টির বিভিন্ন সূত্র থেকে বলা হয়েছিল, নির্বাচনে যাওয়া প্রসঙ্গে আজ শনিবার জাতীয় পার্টি সংবাদ সম্মেলন করে অবস্থান পরিষ্কার করবে। তবে বার বার চেষ্টা করেও মহাসচিবের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সাংবাদিকেরা। দলের শীর্ষ নেতারাও সংবাদ সম্মেলন নিয়ে কোনো কথা বলছেন না।
যাঁরা ইতিপূর্বে জামানত হারিয়েছেন—তাঁরাও বিজয়ী হয়েছেন- ElectionBD-2014-Politics
সংবাদমাধ্যমে প্রচারিত খবরের বরাত দিয়ে নজরুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে সরকারি জোটের প্রায় সব নেতাই বিজয়ী হয়ে গেছেন। জনগণকে বিভ্রান্ত করার জন্য মহাজোট থেকে যাদেরকে বিরোধী দল বানানোর চেষ্টা হয়েছিল—সেই জাতীয় পার্টি প্রকাশ্য ঘোষণা দিয়ে নির্বাচন বর্জন করার পরেও তাদের কোনো কোনো নেতা বিজয়ী হয়ে গেছেন। যাঁরা ইতিপূর্বে জামানত হারিয়েছেন—তাঁরাও বিজয়ী হয়েছেন। এ যেন বিজয়ের মহোত্সব। এ দেশের জনগণ কখনো এমন অবিশ্বাস্য ঘটনা দেখেনি। বিশ্বে এমন ঘটনা বিরল। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রহসন বর্জন করার ফলে প্রকৃতপক্ষে নির্বাচনের নামে যা হচ্ছে—তা আর যা-ই হোক, নির্বাচন নয়।’ নজরুল ইসলাম খান আরও বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ শুধু তার দল এবং জোটের জন্য আসন বরাদ্দ করেনি—তথাকথিত বিরোধী দল জাতীয় পার্টির জন্যও সিট বরাদ্দ করে দিয়েছে। বিশ্বের কোথাও সরকারি দল সম্ভাব্য বিরোধী দলের জন্য আসন বরাদ্দ করে বলে আমাদের জানা নেই। এমন হাস্যকর ঘটনা গণতন্ত্র এবং নির্বাচনের জন্য শুধু মর্মান্তিক নয়, আত্মবিধ্বংসী। ক্ষমতাসীন সরকারের জন্যও অনিবার্যভাবে এটা আত্মবিধ্বংসী হতে বাধ্য।’ নির্বাচন কমিশনকে ফরমায়েশি কমিশন আখ্যা দিয়ে এই বিএনপির নেতা বলেন, কমিশন এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছাকে প্রাধান্য দিয়ে আগামী সংসদ নির্বাচনের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করছে। জনগণ, বিরোধী রাজনৈতিক দল, বিশিষ্ট নাগরিক, সুশীল সমাজ কারোর মতামতকেই আমলে নিচ্ছে না সরকার ও নির্বাচন কমিশন। রাজনৈতিক সমঝোতার আগেই তফসিল ঘোষণার কারণে সারা দেশে প্রতিরোধ ও প্রতিবাদের আগুন জ্বলছে উল্লেখ করে এ জন্য বর্তমান সরকার এবং সরকারের নির্বাচন কমিশনকে দায়ী করেন তিনি।
হুসেইন মুহম্মদ এরশাদ সঙ্গে নেই- Ershad-ElectionBD-2014
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ বলেছেন, এরশাদ তাঁকে জানিয়েছেন, তিনি এই নির্বাচনের সঙ্গে নেই।আজ শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে গুলশানে জাতীয় পার্টির একটি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ এ কথা জানান। ববি হাজ্জাজ বলেন, পার্টির অবস্থান কী সে সম্পর্কে মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের ও ববি হাজ্জাজ মারফত এরশাদ যা বলবেন সেটিই হবে চূড়ান্ত বক্তব্য।আর যে যা-ই বলুক সেটি গ্রহণযোগ্য হবে না। ববি বলেন, যেভাবে নির্বাচন হচ্ছে তাতে গণতান্ত্রিক সরকার আসবে না বলেই পার্টির চেয়ারম্যান নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন।তিনি (এরশাদ) ও তাঁর ভাই মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাইলেও তা প্রত্যাহার হয়নি।সরকার এমন অনেক কিছুই করছে।কিন্তু তবুও এরশাদ নির্বাচনের সঙ্গে নেই। এরশাদ আটক না গ্রেপ্তার, এ ব্যাপারে প্রশ্ন করা হলে ববি হাজ্জাজ তা এড়িয়ে যান।তবে তিনি বলেন, এরশাদ সুস্থ আছেন।বহাল তবিয়তে আছেন।সরকারের শীর্ষ দুজন ব্যক্তি তাঁর (এরশাদ) সঙ্গে দেখা করেছেন বলে সংবাদমাধ্যমে যে খবর বেরিয়েছে, তা এরশাদের চোখে পড়েছে।তিনি জানিয়েছেন কেউ তাঁর সঙ্গে সাক্ষাত্ করেননি।মির্জা ফখরুলসহ যাঁরা তাঁর মুক্তি দাবি করেছেন, এরশাদ তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। দলের মহাসচিব ও জি এম কাদেরের পার্টির অবস্থান ব্যাখ্যা করার কথা থাকলেও ববি হাজ্জাজ কেন তা করছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের যে অবস্থা তাতে তাঁদের ওপর অনেক চাপ।অন্য কোনো ধরনের চাপের কথা বলছি না।ওনাদের অনেক কাজের চাপ।’ বিকেল চারটার সময় সংবাদ সম্মেলন করার কথা থাকলেও বিভিন্ন সূত্র বলেছে ববি হাজ্জাজকে সরকারের একটি সংস্থা ডেকে নিয়ে গিয়েছিল।এ ব্যাপারে জানতে চাইলে তিনি কিছুই বলেননি। সংবাদ সম্মেলনটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে অনুষ্ঠিত হয়।
জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষে তিনজনের মৃত্যু- Politics-Violence
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিষয়টি নিশ্চিত
ডিএনএ নাকি দ্ব্যর্থক শব্দে কথা বলতে পারে- Science-DNA Can Speak
আমাদের ডিএনএ নাকি দ্ব্যর্থক শব্দে কথা বলতে পারে! বিজ্ঞানবিষয়ক একটি জার্নালে এমনটাই দাবি করেছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এতোদিন পর্যন্ত আমরা জেনে এসেছি যে, জীবনধারণের উপযোগী বিভিন্ন প্রোটিন তৈরি কীভাবে হবে, সেই নির্দেশই লুকিয়ে থাকে ডিএনএর মধ্যে। কিন্তু ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন, সদ্য খুঁজে পাওয়া ডিএনএর এই দ্বিতীয় গোপন সঙ্কেত প্রোটিন গঠনের উপযোগী ডিএনএর ক্ষুদ্রতম অংশ বা জিনের কার্যকারিতা সরাসরি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ডিএনএর মধ্যে লুকিয়ে থাকা সঙ্কেত নিজ থেকে প্রোটিনের জন্ম দেয় না। এই প্রক্রিয়া ঠিকমতো হচ্ছে কি না, তা নিয়ন্ত্রণ করে ডিএনএর আরেকটি অংশ। গত চার দশক ধরে ডিএনএ সঙ্কেত নিয়ে কাজ করে দ্বিতীয় গোপন সঙ্কেত খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা, জানালেন গবেষণাদলের প্রধান জন স্টেমাটোইয়ানপুলাস। তার দাবি, ডিএনএর একেবারে প্রথম দিকেই এই সঙ্কেত লিখা থাকে। পরে প্রোটিন সৃষ্টির সময় ওই সঙ্কেতই সামগ্রিক প্রক্রিয়াটির চেক পয়েন্ট বা তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে। ডিএনএর যে ৬৪ অক্ষরের সঙ্কেত ধরে প্রোটিন তৈরির কাজ শুরু হয়, তাকে কোডন বলা হয়। ডিএনএর প্রথম দিকে এমন কয়েকটি সঙ্কেত থাকে, যা দ্ব্যর্থক। এদের নাম দেওয়া হয়েছে 'ডুয়ন'। ডুয়নের প্রথম অর্থ পড়ে প্রোটিন সৃষ্টি শুরু হয়। দ্বিতীয় অর্থ ট্রান্সলেশন নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, এসব জানালেন জন। মিউটেটেড জিন থেকে তৈরি হওয়া পরিবর্তিত এই প্রোটিন থ্যালাসেমিয়ার মতো রোগের কারণ। ডুয়নের মধ্যেই সমস্যা মোকাবিলার পথ দেখছেন গবেষণাদলের প্রধান জন।
আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা - Politics-ElectionBD-2014
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি। খন্দকার মোশাররফ বলেন, জনমতকে উপেক্ষা করে সরকার একতরফা নির্বাচনের প্রক্রিয়া শুরু করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। কেবলমাত্র নিজেদের দাম্ভিকতা ধরে রাখতেই এটা করছে তারা। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একগুঁয়েমি ত্যাগ করতে সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন
১৭ ডিসেম্বর থেকে টানা হরতাল-কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে-Politics-Election-Hartal-Stricks
আগামী ১৭ ডিসেম্বর থেকে টানা হরতাল বা অবরোধের ঘোষণা দিতে পারে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে দলটি আগামীকাল রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে। জামায়াতের হরতাল থাকায় জোটের পূর্বঘোষিত সমাবেশ হচ্ছে না। এ ছাড়া শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে ঘিরে তিন দিনের জন্য টানা কর্মসূচি স্থগিত রেখেছে ১৮ দল। দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ২৬ নভেম্বর থেকে শুক্রবার ছাড়া তিন দফায় ১৫ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিরোধীদলীয় জোট। তৃতীয় দফার কর্মসূচি গতকাল শুক্রবার সকাল ৬টায় শেষ হয়। বিএনপির দপ্তর সূত্র জানায়, ১৫ ডিসেম্বর জামায়াতের হরতাল থাকায় জোটের পূর্বঘোষিত সমাবেশ হবে না। এর আগে নির্বাচনী তফসিল স্থগিত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামীকাল সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ চেয়ে পুলিশের কাছে আবেদন করে ১৮ দলীয় জোট। এরইমধ্যে সরকারের সঙ্গে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা করছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আমরা আলোচনার মাধ্যমেই সমাধান চাই। কিন্তু যে আলোচনা চলছে তাতে ইতিবাচক কোনো ফল আসবে বলে আমরা তেমন আশাবাদী হতে পারছি না। তবে নাটকীয় কিছু ঘটলে ঘটতেও পারে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি
প্রতিবাদ সমাবেশ চলছে। বেলা তিনটায় এ সমাবেশ শুরু হয়।- Politics
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশ চলছে। বেলা তিনটায় এ সমাবেশ শুরু হয়। বৃহস্পতিবার দুপুরের পর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে মুখরিত করে তোলে সোহরাওয়ার্দী উদ্যান। নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলের আন্দোলনে সরকারের বিভিন্ন বাহিনীর দ্বারা জোটের একাধিক নেতাকর্মী নিহত-আহত হওয়ার প্রতিবাদে এবং মিথ্যা মামলা ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপত্বি করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে উপস্থিত আছেন- ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা মহানগর জামায়াতের সভাপতি নরুল ইসলাম বুলবুল প্রমুখ
বর্তমান সরকারের আত্মসমর্পণ
বর্তমান সরকারের আত্মসমর্পণ মঞ্চ তৈরি হচ্ছে। দেশে যে গণ-আন্দোলন চলছে, তার শেষ পর্যায়ে এসেছি আমরা। একাত্তরে পাক বাহিনী যখন আত্মসমর্পণ করে তখন সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ মঞ্চ তৈরি করা হয়। আর এখন সেই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে রাজধানীতে আত্মসমর্পণ মঞ্চ তৈরি করা হবে- আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এই আইনজীবী বলেন, যারা আপনার চারপাশে বসে আপনাকে বিভ্রান্ত করছে, তারা কেউ আপনার পাশে থাকবে না। চরম মূল্য আপনাকেই দিতে হবে। খন্দকার মাহবুব অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার জামায়াতকে তাদের পক্ষে নিতে চেয়েছিল। কিন্তু জামায়াতকে পক্ষে না পেয়ে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নামে ট্রাইব্যুনাল করেছে। খন্দকার মাহবুব বলেন, যুদ্ধপারাধীদের বিচার করুন, কিন্তু এমন বিচার করবেন না যেনো বিচারের জন্য আবারো বিচার হতে পারে। এ বিচার আন্তর্জাতিক মানদণ্ড মেনে হচ্ছে না। দেশের মানুষ এই বিচার গ্রহণ করছে না। এ বিচারে মানুষ আজ বিতৃষ্ণা বোধ করছে, মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, আজ আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের দেয়াল ভেঙে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমতুল্লাহর সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক খাইরুল কবির খোকন, এলডিপির মহাসচিব এবিএম মোশারফ হোসেন, ছাত্র নেতা শাহাদাৎ হোসেন সেলিম, এবিএম খালিদ হাসান প্রমুখ
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
-
▼
2013
(195)
-
▼
December
(54)
-
▼
Dec 14
(13)
- আরও দুই থেকে তিন সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ - Econ...
- সরকারের অবস্থান- Politics-Election-Kader Mulla
- রওশনসহ পাঁচ মন্ত্রী-উপদেষ্টা নির্বাচনে- Rowshon Er...
- গতকাল দিনভর রওশন এরশাদ-Rowshon Ershad- Election- P...
- রওশন এরশাদ আজ সন্ধ্যা সাতটায় নিজের অবস্থান স্পষ্ট ...
- যাঁরা ইতিপূর্বে জামানত হারিয়েছেন—তাঁরাও বিজয়ী হয়েছ...
- হুসেইন মুহম্মদ এরশাদ সঙ্গে নেই- Ershad-ElectionBD-...
- জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষে তিনজনের মৃত্যু- P...
- ডিএনএ নাকি দ্ব্যর্থক শব্দে কথা বলতে পারে- Science-...
- আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের বিজয়ী ঘ...
- ১৭ ডিসেম্বর থেকে টানা হরতাল-কাদের মোল্লার ফাঁসি কা...
- প্রতিবাদ সমাবেশ চলছে। বেলা তিনটায় এ সমাবেশ শুরু হয়...
- বর্তমান সরকারের আত্মসমর্পণ
-
▼
Dec 14
(13)
-
▼
December
(54)
- ► 2011 (2088)