(১৭৯০) বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা
শেয়ারবাজার :::: বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে এখন ক্রেতা পক্ষ বেশ দুর্বল। আগের মতো ক্রেতা নেই বাজারে। যাঁরা আছেন, তাঁরা ছোট পুঁজির ক্রেতা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও খুব বেশি সক্রিয় নন। তার ওপর নগদ অর্থের সংকট এখনো প্রবল। এসব কারণে বিনিয়োগকারীরা আস্থাহীনতায় ভুগছেন; যার প্রভাবে বাজার দরপতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন গতকাল বৃহস্পতিবার নেমে এসেছে ২৪১ কোটি টাকায়। এটি গত সাড়ে সাত মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি সর্বশেষ ডিএসইতে ২০৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।
(১৭৮৯) বাংলাদেশ ব্যাংকে সম্প্রতি
বাংলাদেশ ব্যাংকে সম্প্রতি চালু হওয়া গ্রাহক সেবা কেন্দ্রে (হেল্প ডেস্ক) চালু করা হচ্ছে ই-১ প্রযুক্তি। বাংলাদেশ ব্যাংককে আরও বেশি গ্রাহক বান্ধব করতে এই প্রযুক্তি বসানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকের হেল্প ডেস্ক বিভাগ থেকে একটি নির্দিষ্ট নম্বর বরাদ্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নিকট আবেদন করবে শিগগিরই।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব ধরনের ব্যাংকগুলো থেকে গ্রাহকরা ঠিক মতো সেবা পাচ্ছেন কিনা অথবা তাদের কোন অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে গত জুন মাসে চালু করা হয় হেল্প ডেষ্কটি। বর্তমানে এটিকে গ্রাহক স্বার্থ সুরক্ষা কেন্দ্র (কাস্টমার ইন্টারেস্ট প্রোটেকশন সেন্টার) নামে নামকরণ করা হয়েছে।
(১৭৮৮) আগামী সপ্তাহে পুনর্নির্ধারণ করা হবে
খুচরা পর্যায়ে চিনি ও ভোজ্য তেলের মূল্য আগামী সপ্তাহে পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মোহাম্মদ গোলাম হোসেন।
বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ও চিনি আমদানিকারক, পরিশোধক ও উৎপাদকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। শুরুর দিকে বাণিজ্য মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বৈঠকে উপস্থিত থাকলেও শেষ হওয়ার আগেই তিনি চলে যান।
বাণিজ্য সচিব বলেন, ভোজ্য তেল ও চিনির মূল্য নির্ধারণী কমিটির চেয়ারম্যান এবং ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মজিবুর রহমান মিল মালিকদের সঙ্গে বসে দাম পুনর্নির্ধারণ করবেন। এ লক্ষ্যে আগামী সোমবার ভোজ্য তেল ও চিনির মিল মালিকদের সঙ্গে বৈঠক আহবান করা হয়েছে। ওই বৈঠকে পরিবেশক নিয়োগের সর্বশেষ অগ্রগতি এবং এ সংক্রান্ত বিদ্যমান কিছু সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে রমজান উপলক্ষে গত জুলাইয়ের শেষ দিকে খুচরা পর্যায়ে প্রতি কেজি চিনির মূল্য সর্বোচ্চ ৬৫ টাকা এবং ভোজ্য তেল লিটার প্রতি ১০৯ টাকা নির্ধারণ করে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।
(১৭৮৭) চাকরি পাবে ১০ লাখ মানুষ
ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানির যে সুযোগ পাওয়া গেছে, এটাকে যথাযথ কাজে লাগাতে পারলে প্রায় ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘ফেডারেশন অব উইমেন এন্টারপ্রিনার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’
আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারতে পোশাক শিল্পের যে বাজার এর পরিমাণ প্রায় ২ লাখ কোটি রুপি। আর সম্প্রতি বাংলাদেশের যে ৪৬টি পণ্য ভারতে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে, সেগুলোর সবকটিই টেক্সটাইল খাতের। এ খাত থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। সুতরাং এ সুযোগ যথাযথ কাজে লাগানো গেলে দেশে কর্মসংসস্থানও বহুগুন বাড়বে।’
প্রসঙ্গক্রমে তিনি জানান, সদ্য শুল্কমুক্ত সুবিধাপ্রাপ্ত বাংলাদেশি ৪৬টি পণ্যের ভারতের বাজারে প্রবেশে এখন আর কোনো বাধা নেই। কারণ গতকাল (বৃহস্পতিবার) ভারত সরকার এ সংক্রান্ত নোটিফিকেশন জারি করেছে। পাশাপাশি পণ্যগুলো রপ্তানির ক্ষেত্রে অশুল্ক বাধাও খুব বড় ধরনের কোনো সমস্যা হবে না বলেও মন্তব্য করেন তিনি। কারণ এর আগে ভারতে ১ কোটি তৈরি পোশাক রপ্তানির যে শুল্কমুক্ত কোটা পাওয়া গিয়েছিল, সেটাও বাংলাদেশ থেকে সফলভাবে রপ্তানি করা সম্ভব হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তবে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের সকল পণ্যই ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশের অধিকার রয়েছে।’
প্রসঙ্গত বর্তমানে বাংলাদেশের তৈরি ৪৮৪টি পণ্য ভারতের নেগেটিভ লিস্টে রয়েছে বলে জানান তিনি।
সংগঠনের সভাপতি মৌসুমী ইসলামের সভাপতিত্বে ‘নারী উদ্যেক্তাদের সমস্যা ও সমাধানের পথ’ শীর্ষক এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন সভাপতি মোহাম্মদ ফজলুল হক, নারী নেত্রী খুশী কবির প্রমুখ।
মতবিনিময় সভায় ‘ফেডারেশন অব উইমেন এন্টারপ্রিনার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’-এর পক্ষ থেকে সংগঠনটিকে ফেডারেশন হিসেবে অনুমোদন প্রদানের জন্য বাণিজ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয়।
এ বিষয়ে নীতিগত সম্মতি প্রদান করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটা যেন শুধু এলিট শ্রেণীর সংগঠন না হয়। দেশের তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরি করতে হবে ও তাদের জন্য কাজ করতে হবে।’
(১৭৮৬) ধরা খাইছে...!!!
শেয়ারবাজার :::: নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কমে প্রিমিয়াম নেওয়ায় অগ্রণী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ও এর ব্যবস্থাপনা পরিচালকসহ দুজনকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইডিআরএর একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানান, আইন লঙ্ঘন করায় অগ্রণী ইনস্যুরেন্স কোম্পানিকে সব মিলিয়ে সাড়ে চার লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে। ভবিষ্যতে কেউ লঙ্ঘন করলে তাদের পরিণতিও একই রকম হবে বলে উল্লেখ করেন তিনি।
আইন লঙ্ঘনের দায়ে অগ্রণী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডকে তিন লাখ টাকা, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ার হোসেনকে এক লাখ টাকা এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও দিলকুশা শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মুন্সী আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আইডিআরএর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক শুনানিতে কোম্পানিটি ও এর দুজন কর্মকর্তাকে জরিমানা করা হয়।
জানা গেছে, কম ট্যারিফ হারে বিমা করা হলে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়, সরকার কম কর পায় এবং শেয়ারধারীরাও বঞ্চিত হন। দীর্ঘদিন ধরে বিষয়টি চলে আসায় তা প্রতিরোধে সম্প্রতি তাগিদ অনুভব করে আইডিআরএ। তারই অংশ হিসেবে গত ১৮ আগস্ট আইডিআরএ দেশের সব সাধারণ বিমা কোম্পানির উদ্দেশে একটি প্রজ্ঞাপন জারি করে।
(১৭৮৫) স্ট্যান্ডার্ড ব্যাংক
নীলফামারী শহরে গতকাল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ৫৯তম শাখা উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমদ শাখাটির উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এস ফারুকী, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, ব্যারিস্টার মোসাফিক মামুন রিজভী, অতিরিক্ত এমডি নাজমুস সালেহীন, ইভিপি মো. নজরুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক কাজী রায়হানুল হক এবং পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার, সদর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মজিবুল হাসান শাহীন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক উপস্থিত ছিলেন।
(১৭৮৪) বাজারের জন্য এটি খুবই ইতিবাচক ইঙ্গিত
যোগাযোগ করা হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ এ হাফিজ বলেন, ‘বাজারে এখন প্রবল তারল্যসংকট রয়েছে। সেই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থার সংকট তো আছেই। বাজারে এখন ক্রেতা পক্ষ খুবই দুর্বল। আবার একটানা দরপতনের কারণে ব্যাপক লোকসানের মুখে পড়ে অনেকেই শেয়ার ধরে রেখেছেন।’
সাময়িকভাবে এই চিত্র কিছুটা হতাশাজনক হলেও বাজারের জন্য এটি খুবই ইতিবাচক ইঙ্গিত বলে মনে করেন মোহাম্মদ এ হাফিজ। তাঁর মতে, এখন যদি বাজারে কেউ বিনিয়োগ করেন, তাঁর লোকসানের ঝুঁকি খুবই নগণ্য।
মোহাম্মদ এ হাফিজ আরও বলেন, ‘বাজারকে স্থিতিশীল করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে। সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারে সক্রিয় হতে হবে।’
(১৭৮৩) নানা প্রচেষ্টাও বাজারে প্রাণ
দরপতনের বৃত্ত থেকে কিছুতেই যেন বেরিয়ে আসতে পারছে না দেশের শেয়ারবাজার। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নানা প্রচেষ্টাও বাজারে প্রাণ ফেরাতে পারছে না। তাদের সব ধরনের উদ্যোগই বিফলে যাচ্ছে। দিন দিন বাজার খারাপ হচ্ছে। তা ছাড়া দৈনিক লেনদেন কমার পাশাপাশি বিনিয়োগকারীর সংখ্যাও কমছে।
দরপতন ঠেকাতে ঈদের আগে তালিকাভুক্ত সব শেয়ারের এক ও অভিন্ন অভিহিত মূল্য নির্ধারণের ঘোষণা দেয় এসইসি। ওই সিদ্ধান্তের পর টানা দুই কার্যদিবসে বাজারে তার বেশ ইতিবাচক প্রভাব দেখা যায়। কিন্তু এরপর শবে কদর, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতরের জন্য টানা নয় দিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকে। বন্ধের পর লেনদেন শুরু হলে ফের দরপতনের ধারায় ফিরে যায় শেয়ারবাজার।
বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে এখন ক্রেতা পক্ষ বেশ দুর্বল। আগের মতো ক্রেতা নেই বাজারে। যাঁরা আছেন, তাঁরা ছোট পুঁজির ক্রেতা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও খুব বেশি সক্রিয় নন। তার ওপর নগদ অর্থের সংকট এখনো প্রবল। এসব কারণে বিনিয়োগকারীরা আস্থাহীনতায় ভুগছেন; যার প্রভাবে বাজার দরপতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন গতকাল বৃহস্পতিবার নেমে এসেছে ২৪১ কোটি টাকায়। এটি গত সাড়ে সাত মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি সর্বশেষ ডিএসইতে ২০৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।
লেনদেন কমার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের আস্থাহীনতা বাড়ছে বলে মনে করেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকে।
(১৭৮২) ব্যক্তিগত কারণ দেখিয়ে
ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) সতিপতী মৈত্র এর পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি গত ১ ডিসেম্বর ডিএসই’র পরিচালনা পর্ষদের কাছে এ পদত্যাগ পত্র পেশ করেছিলেন।
এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ডিএসই’র পরিচালনা পর্ষদের বোর্ড মিনিংয়ে তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএসই’র পরিচালনা পর্ষদের সদস্য আব্দুর রশীদ লালী বাংলানিউজকে বলেন, অনেক আগেই তিনি (সতিপতি মৈত্র) ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিএসই’র পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগ পত্র প্রদান করেন। আজকের বোর্ড সভায় তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে।
তার পরির্বতে ডিএসই’র কর্মকর্তা মেজর (অব) জহুরুল হোসেন আপাতত দায়িত্ব পালন করবেন বলেও তিনি জানান।
(১৭৮১) ৫৯ শতাংশ
সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) কোনো কার্যকর আইন ও নীতিমালা নেই। যেসব নীতিমালা রয়েছে, তা প্রয়োগেও স্বচ্ছতা নেই। এসইসির আইন ও বিধিমালার ৫৯ শতাংশ মানা হচ্ছে না।
গ্লোবাল কমিপিটিটিভনেস রিপোর্ট ২০১১-১২ এ তথ্য বেরিয়ে এসেছে। বৃহস্পতিবার সিপিডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ রিপোর্ট প্রকাশ করা হয়।
শেয়ারবাজারের কার্যক্রম মনিটরিংয়ে এসইসির দুর্বলতা রয়েছে। সেই সঙ্গে তুলনামূলকভাবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায়ও কার্যকর কোনো আইন নেই। এতে আরো বলা হয়, দুর্বল অডিট রিপোর্ট, এসইসির অভ্যন্তরে প্রভাবশলীদের অযাচিত চাপেও এসইসি জর্জরিত।
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
-
▼
2011
(2088)
-
▼
September
(357)
-
▼
Sep 09
(11)
- (১৭৯০) বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা
- (১৭৮৯) বাংলাদেশ ব্যাংকে সম্প্রতি
- (১৭৮৮) আগামী সপ্তাহে পুনর্নির্ধারণ করা হবে
- (১৭৮৭) চাকরি পাবে ১০ লাখ মানুষ
- (১৭৮৬) ধরা খাইছে...!!!
- (১৭৮৫) স্ট্যান্ডার্ড ব্যাংক
- (১৭৮৪) বাজারের জন্য এটি খুবই ইতিবাচক ইঙ্গিত
- (১৭৮৩) নানা প্রচেষ্টাও বাজারে প্রাণ
- (১৭৮২) ব্যক্তিগত কারণ দেখিয়ে
- (১৭৮১) ৫৯ শতাংশ
-
▼
Sep 09
(11)
-
▼
September
(357)