শেয়ারবাজার :::: সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (এসইসি) নতুন চেয়ারম্যানের নাম আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
পাশাপাশি গ্রামীণ ব্যাংক সংক্রান্ত সরকারের প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবেও প্রকাশ করা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত জানাতে অনীহা দেখান।
এর আগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারি জানান, অবিলম্বেই এসইসি’র নতুন চেয়ারম্যান নিয়োগ দেবে সরকার। এ নিয়োগ আগামী সপ্তাহের সোম, মঙ্গলবার কিংবা তার আগেও হতে পারে।
তিনি বলেন,‘এসইসি’র দু’জন সদস্য পদত্যাগ করেছেন। নতুন একজন যোগ দিয়েছেন। এছাড়া আরও দু’জনকে নিয়োগ দেওয়া হবে।’
এ সময় এসইসি চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার পদত্যাগ করছেন কি-না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন,‘যে কেউ চাইলেই পদত্যাগ করতে পারেন। এটা তার ফান্ডামেন্টাল (মৌলিক) অধিকার।’
তবে পদত্যাগের ব্যাপারে কাউকে কোনও চাপ প্রয়োগ করা হয়নি বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, গুজব রয়েছে এসইসি’র বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার শিগগিরই পদত্যাগ করছেন। তার পদত্যাগেরই পরই দায়িত্ব নেবেন নতুন চেয়ারম্যান।
পাশাপাশি গ্রামীণ ব্যাংক সংক্রান্ত সরকারের প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবেও প্রকাশ করা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত জানাতে অনীহা দেখান।
এর আগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারি জানান, অবিলম্বেই এসইসি’র নতুন চেয়ারম্যান নিয়োগ দেবে সরকার। এ নিয়োগ আগামী সপ্তাহের সোম, মঙ্গলবার কিংবা তার আগেও হতে পারে।
তিনি বলেন,‘এসইসি’র দু’জন সদস্য পদত্যাগ করেছেন। নতুন একজন যোগ দিয়েছেন। এছাড়া আরও দু’জনকে নিয়োগ দেওয়া হবে।’
এ সময় এসইসি চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার পদত্যাগ করছেন কি-না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন,‘যে কেউ চাইলেই পদত্যাগ করতে পারেন। এটা তার ফান্ডামেন্টাল (মৌলিক) অধিকার।’
তবে পদত্যাগের ব্যাপারে কাউকে কোনও চাপ প্রয়োগ করা হয়নি বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, গুজব রয়েছে এসইসি’র বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার শিগগিরই পদত্যাগ করছেন। তার পদত্যাগেরই পরই দায়িত্ব নেবেন নতুন চেয়ারম্যান।