উইন্ডোজের ৮.১ সংস্করণ বাজারে ছাড়ল মাইক্রোসফট। উইন্ডোজ ৮ ব্যবহারকারীরা বিনা মূল্যে অপারেটিং সিস্টেমটি হালনাগাদ করে নিতে পারবেন।
জানা গেছে, উইন্ডোজ ৮ টাচ স্ক্রিন ডিভাইসনির্ভর হলেও উইন্ডোজ ৮.১ ল্যাপটপ ও ডেস্কটপেও ব্যবহার করা যাবে। আর উইন্ডোজ ৮-এ স্টার্ট বাটন না থাকায় ব্যবহারে বিড়ম্বনায় পড়েছেন অনেকে। নতুন সংস্করণে এ সমস্যাও দূর করা হয়েছে।
ফারহাত আহম্মেদ
সূত্র : ইন্টারনেট
থৃজি আর নেই- ফাইভ জি- 5G Internet is in pipeline
সবে থ্রিজি নেটওয়ার্ক চালু হলো বাংলাদেশে। ফোর জি আসতে অনেক দেরি। এরই মধ্যে খবর এলো ফাইভ জি আসছে। তবে সময় লাগবে আরো সাত বছর। অ্যাপ্লিকেশন বাইনারি ইন্টারফেস (এবিআই)-এর একটি গবেষণা প্রতিবেদন বলছে, ২০২০-এর আগে ৫ জি প্রস্তুত হবে না।
শীঘ্রই কেন ৫ জি চালু হচ্ছে না, এ প্রশ্নের জবাবে জানানো হয়েছে, এখনও এটি ফোনে ব্যবহারের জন্য সার্টিফিকেট পায়নি। থ্রিজির মতো এটি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের অনুমোদন পায়নি।
অন্যদিকে স্মার্টফোন প্রস্তুতকারকদের ৫জি প্রযুক্তির বিজ্ঞাপন দিতেও এখনও নিষেধাজ্ঞা দেয়া হয়নি। এ মাসেই জাপানের ডোকোমো কোম্পানি ঘোষণা দিয়েছে, তারা ২০২০ সালে ৫জি চালু করবে। এনটিটি ডোকোমো বলেছে, তারা ৫জিতে ১০০ গুণ বেশি ইন্টারনেট স্পিড দেবে। অন্যদিকে স্যামসাং বলেছে, তারা ৫জি'র মাধ্যমে তারা ১ জিবিপিএস স্পিড দেবে।
এই যখন বড় কোম্পানিরগুলো প্রস্তুতি তখনও ৪ জি পরীক্ষামূলক অবস্থায়। ধারণা করা হচ্ছে, ২০১৪ সাল শেষ হওয়ার আগে এটি ব্যবহার উপযোগী হতে পারে। খবর মিলেছে, স্যামসাং গ্যালাক্সি নোট থ্রিতে ৮০এমবিপিএস স্পিড পাওয়া যাচ্ছে। তবে এটা ঘটছে শুধু নিউ ইয়র্ক শহরের কিছু এলাকায়।
মোবাইল নিয়ে যুদ্ধ - War between samsung amd iphone 5
স্মার্টফোনের যুদ্ধে স্যামসাংকে আরেক ধাপ পেছনে ফেলেছে অ্যাপল। যুক্তরাজ্যের ‘হুইচ?’ সাময়িকীর পরীক্ষায় সবচেয়ে দ্রুতগতির স্মার্টফোন হিসেবে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৪কে পেছনে ফেলেছে অ্যাপলের সম্প্রতি বাজারে আনা আইফোন ৫এস।
গবেষকেরা স্বতন্ত্রভাবে অ্যাপল, স্যামসাং, এইচটিসি ও এলজির স্মার্টফোনের প্রসেসরের গতি ও পারফরম্যান্স নিয়ে গবেষণা করেন। কোন স্মার্টফোন কত দ্রুত অ্যাপ্লিকেশন চালু করতে পারে, ভিডিও দেখা, গেম খেলা বা একাধিক কাজের সময় কেমন পারফরম্যান্স দেখায়, তা পরীক্ষা করেন গবেষকেরা। এতে দেখা গেছে, দ্রুতগতির স্মার্টফোনের তালিকায় শীর্ষে রয়েছে আইফোন ৫এস, দ্বিতীয় অবস্থানে রয়েছে এলজির জি২ এবং তৃতীয় স্থানে রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৪। পরীক্ষায় চতুর্থ অবস্থানে রয়েছে এইচটিসি ওয়ান ও পঞ্চম স্থানে রয়েছে গ্যালাক্সি এস৪ মিনি। এই তালিকায় সবচেয়ে ধীরগতির ফোন হিসেবে স্থান পেয়েছে এইচটিসি ওয়ান মিনি।
এর আগে জুন মাসে করা এক পরীক্ষায় দ্রুতগতির স্মার্টফোনের তালিকায় শীর্ষস্থানে ছিল গ্যালাক্সি এস৪। এ তালিকায় সবার শেষে অর্থাত্ সবচেয়ে ধীরগতির ফোনের খেতাব জুটেছিল আইফোন৫-এর।
হুইচ ম্যাগাজিনের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাপল আবার ফিরে এসেছে। এবারের প্রসেসর বেঞ্চমার্ক পরীক্ষায় রেকর্ড গড়ে শীর্ষস্থান দখল করেছে আইফোন ৫এস। এ স্মার্টফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর। গ্যালাক্সি এস৪ স্মার্টফোনটিতে কোয়াড কোরের প্রসেসর থাকলেও গবেষকদের মতে, বেশি কোর মানেই বেশি গতি তা কিন্তু নয়। কোয়াড কোর অর্থ একসঙ্গে অনেক কিছু করার সক্ষমতা।
খাবিনা? জোড় কইরা বাইন্দা খাওয়ামু- How to stop hunger strike
গুয়ানতানামো বে কারাগারে বন্দিদের অনশন ভাঙাতে ভয়ংকর সব শাস্তি দেয় কর্তৃপক্ষ। বন্দিদের মনোবল ভাঙাই এসব শাস্তির লক্ষ্য। বন্দিদের কাগজপত্র ও তাদের আইনজীবীদের বক্তব্য থেকে জানা গেছে এ তথ্য। ওষুধ বন্ধ করা, নির্জন কক্ষে আটক রাখা, কাপড়চোপড় খুলে নেওয়া, ঘুমের ব্যাঘাত ঘটানো, কক্ষের তাপমাত্রা বাড়ানো-কমানো, ব্যবহারের জিনিসপত্র নিয়ে যাওয়াসহ নানা উপায় অবলম্বন করে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণাধীন এ কারাগারের রক্ষীরা। নির্যাতনের কৌশলও গোপন রাখা হয়।
মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি এক ঘোষণায় জানায়, গুয়ানতানামো বে কারাগারের বন্দিদের অনশনের অবসান হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো যুক্তরাষ্ট্রের এ ঘোষণাকে 'ভুয়া' বলে অভিহিত করে। তারা জানায়, সেখানে এখনো অন্তত ১৬ জন বন্দিকে জোর করে খাওয়ানো হচ্ছে এবং দুজন হাসপাতালে আছে।
এক বন্দি জানান, কারাগারে আটক সর্বশেষ ব্রিটিশ নাগরিক শাকের আমেরের (৪৪) ওপর যে নির্যাতন চালানো হয়, তাতে তাঁর পক্ষে অনশন অব্যাহত রাখা সম্ভব নয়। কারাগারে বন্দি সিরিয়ার নাগরিক আবু ওয়ায়েল দিয়াব (৪২) জানান, কারাগারের দাঙ্গা বিভাগের এঙ্ট্রিম রিঅ্যাকশন ফোর্সের সদস্যরা আমেরের অনশন ভাঙানোর জন্য পরিকল্পিতভাবে দিনে পাঁচবার তাঁর কক্ষে ঢুকত। আমেরের চিকিৎসা-সংক্রান্ত নথি থেকে জানা যায়, সেনারা তাঁকে খাবার, পানি ও ওষুধ দিত না। এরপর সেনারা তাঁর কক্ষে আবার প্রবেশ করত এবং খাবার না দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করত। মূলত তাঁকে জাগিয়ে রাখাই ছিল এদের কৌশল।
আমেরের মতোই কারাগারে ১১ বছর বন্দি আছেন ওয়ায়েল। তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওয়ায়েল বলেন, 'সেনারা আমেরকে ক্লিনিকে নিয়ে গিয়ে পোশাক খুলে নিত এবং একটি মাত্র অন্তর্বাস পরিয়ে সেখানে ঘণ্টার পর ঘণ্টা ফেলে রাখত, যা ছিল তাঁর জন্য অপমানকর।'
ইয়েমেনের সামির মুকবেল নামের এক বন্দি জানান, অনশন ভাঙাতে সেনারা বন্দিদের নির্জন কক্ষে আটক রাখে। বন্দিদের অনশন আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ওই বন্দিশিবির বন্ধের ঘোষণা দেন।
আহমেদ বেলবাচা নামের আলজেরিয়ার এক বন্দি জানান, নির্জন কক্ষে আটক রাখার কৌশলটি কাজে লাগিয়ে বন্দিদের কাছ থেকে রাজনৈতিক বক্তব্যও আদায় করা হয়। এ ছাড়া সেনারা বন্দিদের ওপর নির্যাতনের ব্যবস্থা হিসেবে তাদের জিনিসপত্রও নিয়ে যেত। তিনি বলেন, 'আমার চশমা, আইনি কাগজপত্র, টুথব্রাশ, টুথপেস্টসহ প্রয়োজনীয় সব জিনিসপত্র তারা নিয়ে যায়।' বেলবাচা, মুকবেল ও আমেরের সাক্ষ্যের ভিত্তিতে একটি চলচ্চিত্রও নির্মিত হয়েছে। তাঁদের আইনজীবী নাবিল হাদজারাব এসব তথ্য চলচ্চিত্র নির্মাতাদের জানিয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী কোরি ক্রাইডার বলেন, 'যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ উল্লসিত কণ্ঠে বলেছে যে অনশনের অবসান হয়েছে। কিন্তু বন্দিদের মনোবল ভাঙতে তারা যে ভয়ংকর কৌশল তাদের ওপর চালিয়েছে, তা বলতে তারা ব্যর্থ হয়েছে। এখনো সেখানে অন্তত ১৬ জন বন্দি অনশন করছে, যাদের জোর করে অত্যন্ত নিষ্ঠুরভাবে দিনে দুইবার খাওয়ানো হচ্ছে।'
কিউবায় গুয়ানতানামো বে বন্দিশিবিরের ১৬৬ জন বন্দির মুক্তির প্রক্রিয়া চলছে অনেক দিন ধরেই। জানা গেছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বন্দিশিবিরটি বন্ধের কাজ চূড়ান্ত করতে একজন কূটনীতিকও নিয়োগ দিয়েছে। এরই মধ্যে ৮০ জনকে ছেড়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত পাকা হয়েছে। কিন্তু কবে নাগাদ তাদের ছাড়া হবে তা জানা যায়নি।
বিচার ছাড়াই অনির্দিষ্টকাল ধরে আটকে রাখার প্রতিবাদে এবং কারাগারে উন্নত পরিবেশ নিশ্চিত করার দাবিতে গত ফেব্রুয়ারিতে বন্দিরা অনশন শুরু করে। একে একে ১৬৬ বন্দির মধ্যে অর্ধেকেরও বেশি অনশনে যোগ দেয়। সূত্র : অবজারভার।
ল্যাম্বরগিনি ভেনেনো রোডস্টার-Lambergini venono roadstar- sport cat
বিশ্বের সবচেয়ে দামি গাড়ি বাজারে আনল ল্যাম্বরগিনি। ভেনেনো রোডস্টার নামের এ গাড়ি ঘণ্টায় ২২১ মাইল গতিতে ছুটতে পারে আর এর দাম ৫৩ লাখ মার্কিন ডলার।
মাত্র তিন সেকেন্ডে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে ভেনেনো রোডস্টার গাড়িটি। ডেইলি মেইল অনলাইনের এক খবরে বলা হয়েছে, ১৮ অক্টোবর ভেনেনো গাড়িটি উন্মোচন করেছে
ল্যাম্বরগিনি। ইতালির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যাম্বরগিনির দাবি, তাঁদের রেসিং কারের একটি মডেলকে রাজপথে চলার উপযোগী গাড়ি হিসেবে তৈরি করা হয়েছে। গাড়িটি সীমিত সংখ্যক ক্রেতার জন্য তৈরি করা হচ্ছে বলে ল্যাম্বরগিনি জানিয়েছে। এ গাড়িটির কাঠামো তৈরি হয়েছে কার্বন-ফাইবার দিয়ে। ল্যাম্বরগিনির দাবি, ভেনেনোতে রয়েছে একাধিক ভেন্ট এবং কুলিং ডাক্ট, যা গাড়িটির অ্যারোডাইনামিক পারফরমেন্স নিশ্চিত করে আর ৭৫০ হর্সপাওয়ারের ভি-১২ ইঞ্জিনকে ঠাণ্ডা রাখে। রাজপথে চলার অনুমতিও পেয়ে গেছে এই গাড়িটি। বিখ্যাত বুল ফাইটিং ষাঁড়ের নাম ‘ভেনেনো’ থেকে এ গাড়িটির নামকরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘ভেনেনো’ বাজারে আনার কথা জানিয়েছে ল্যাম্বরগিনি। ভেনেনোর আগে বাজারে আসা সবচেয়ে দামী গাড়ির তালিকায় ছিল ৮০ লাখ ডলারের মেব্যাচ অ্যাক্সেলেরো, ১৭ লাখ ডলারের বুগাটি ভেরন, ১৬ লাখ ডলারের ল্যাম্বরগিনি রেভেনটন, নয় লাখ ৭০ হাজার ডলারের মার্সিডিজ ম্যাকলারেন, ছয় লাখ ৭০ হাজার ডলার দামের ফেরারি এনজো। এক নজরে ল্যাম্বরগিনি ভেনেনো রোডস্টার ইঞ্জিন: ৬.৫ লিটার ভি১২ ২.৯ সেকেন্ডে: ১০০ কিলোমিটার গতি সর্বোচ্চ গতি: ঘণ্টায় ২৬০ মাইল ওজন: ১৪৯০ কেজি বাজারে গাড়ির সংখ্যা: নয়টি দাম: ৫৩ লাখ মার্কিন ডলার।
ল্যাম্বরগিনি। ইতালির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যাম্বরগিনির দাবি, তাঁদের রেসিং কারের একটি মডেলকে রাজপথে চলার উপযোগী গাড়ি হিসেবে তৈরি করা হয়েছে। গাড়িটি সীমিত সংখ্যক ক্রেতার জন্য তৈরি করা হচ্ছে বলে ল্যাম্বরগিনি জানিয়েছে। এ গাড়িটির কাঠামো তৈরি হয়েছে কার্বন-ফাইবার দিয়ে। ল্যাম্বরগিনির দাবি, ভেনেনোতে রয়েছে একাধিক ভেন্ট এবং কুলিং ডাক্ট, যা গাড়িটির অ্যারোডাইনামিক পারফরমেন্স নিশ্চিত করে আর ৭৫০ হর্সপাওয়ারের ভি-১২ ইঞ্জিনকে ঠাণ্ডা রাখে। রাজপথে চলার অনুমতিও পেয়ে গেছে এই গাড়িটি। বিখ্যাত বুল ফাইটিং ষাঁড়ের নাম ‘ভেনেনো’ থেকে এ গাড়িটির নামকরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘ভেনেনো’ বাজারে আনার কথা জানিয়েছে ল্যাম্বরগিনি। ভেনেনোর আগে বাজারে আসা সবচেয়ে দামী গাড়ির তালিকায় ছিল ৮০ লাখ ডলারের মেব্যাচ অ্যাক্সেলেরো, ১৭ লাখ ডলারের বুগাটি ভেরন, ১৬ লাখ ডলারের ল্যাম্বরগিনি রেভেনটন, নয় লাখ ৭০ হাজার ডলারের মার্সিডিজ ম্যাকলারেন, ছয় লাখ ৭০ হাজার ডলার দামের ফেরারি এনজো। এক নজরে ল্যাম্বরগিনি ভেনেনো রোডস্টার ইঞ্জিন: ৬.৫ লিটার ভি১২ ২.৯ সেকেন্ডে: ১০০ কিলোমিটার গতি সর্বোচ্চ গতি: ঘণ্টায় ২৬০ মাইল ওজন: ১৪৯০ কেজি বাজারে গাড়ির সংখ্যা: নয়টি দাম: ৫৩ লাখ মার্কিন ডলার।
বিষাক্ত বিষ আপনার মগজে -ধুয়ে নিন এখনই- Sleep wash out the poison of the barain
গবেষকরা প্রমাণ পেলেন, সারা দিনের হাড়ভাঙ্গা চিন্তার ধকলে জমা হওয়া ময়লা পরিষ্কার করতে আমাদের মস্তিষ্ক ঘুমকে কাজে লাগায়। যুক্তরাষ্ট্রের এই বিজ্ঞানী দল মনে করছে, ঘুমের প্রাথমিক প্রয়োজন 'আবর্জনা অপসারণ পদ্ধতি'র জন্য।
বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মস্তিষ্কের সেলগুলো ঘুমের মধ্যে সংকুচিত হয়ে নিউরনের মাঝখানে ফাঁকা জায়গা তৈরি করে যেন তরল পদার্থের মাধ্যমে ধুয়ে যেতে পারে। বিজ্ঞানীরা ধারণা করছেন, এভাবে পরিষ্কার না হলে বিষাক্ত প্রোটিন জমে থাকতে পারে। এই জমে থাকা উপাদান মস্তিষ্কের বিকৃতির জন্য ভূমিকা রাখতে পারে।
ঘুম বিজ্ঞানীদের কাছে বড় একটি প্রশ্ন হচ্ছে, শিকারীদের কাছে বিপন্ন হওয়ার ঝুঁকি সত্ত্বেও প্রাণীরা ঘুমে ঢলে পড়ে কেন? মস্তিষ্কের সীমিত এনার্জির কারণে দুটো কাজ এক সঙ্গে করতে পারে না। সজাগ-সতর্ক থাকা এবং পরিচ্ছন্নতা সম্পাদন- এর মধ্যে একটিকে বেছে নিতে হয়।
গবেষক ড. মাইকেন নেডারগার্ড উদাহরণ দিয়ে বলেন, এটা বাড়িতে পার্টি আয়োজনের মত। আপনাকে অতিথীদের সঙ্গ দিতে হবে অথবা বাড়ির পরিচ্ছন্নতায় ব্যস্ত থাকতে হবে। আপনি দুটোই একসঙ্গে করতে পারবেন না। সূত্র: বিবিসি।
প্রেম এটা টিকবেনা-বুঝার উপায়- How to know that love is going to be ending
'প্রথম প্রথম যখন আমাদের দেখা হতো, মনের ভিতর আনন্দের ফল্গুধারা বয়ে যেতো। কতো মধুর সময় কাটিয়েছি দুজন। ধীরে ধীরে দুজনের মাঝে শক্ত দেয়ালের গাঁথুনি অনুভব করলাম, যেনো একজন আরেকজনের চির শত্রু। এক সময় সব শেষ হয়ে গেল', বিরহ বিধূর এ কথাগুলো বেরিয়ে আসলো সদ্য সম্পর্ক ভাঙা এক নারীর হৃদয় থেকে। মানুষের সম্পর্কের এই ভাঙা-গড়ার খেলা নিরন্তর চলছে এবং চলতেই থাকবে। তবে নিজের অজান্তে এমন ঘটনা আকস্মিক ঘটে গেলে বড় ধরনের মানসিক বিপর্যয়ের সম্ভাবনা থাকে। তাই সম্পর্কের শুরুতে যেমন আপনি বুঝেছিলেন যে এই মানুষটির সাথে জড়াতে যাচ্ছেন, তেমনি ভাঙার মুহূর্তেও আপনার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ থাকতে হবে। এর কিছু লক্ষণ তুলে ধরেছেন গবেষকরা। সম্পর্ক ভাঙতে যাচ্ছে, এমন বুঝতে পারবেন কিছু মানসিক অবস্থা অনুধাবন করে। এতে করে আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন।
অস্তিত্বহীন সঙ্গী: ফুরফুরে মন নিয়ে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছেন। হঠাৎ একজন আপনাকে জিজ্ঞাসা করলেন, 'তোমার বয়ফ্রেন্ডের সাথে আমাদের পরিচয় করিয়ে দেবে না?' প্রেমিকের কথা মনে হতেই মনটা খারাপ হয়ে গেলো আপনার। উদাসী ভাব নিয়ে জবাবে বললেন, 'হবে কোনো একদিন'। বন্ধুদের সামনে আপনার বিশেষ সঙ্গীটিকে নিয়ে আসতে আপনার একদম ইচ্ছে করে না। অর্থাৎ তার সঙ্গ আপনার জন্য বিব্রতকর বা অস্বস্তিকর। কাজেই পার্টনার হিসেবে সে আপনার কাছে গ্রহণযোগ্য নয়।
বিনিময়ের ক্ষেত্রে বিশ্বাসের অভাব: বিশ্বাসের ওপর সম্পর্ক টিকে থাকে। এখানে ফাটল দেখা দিলে তার ধস নিশ্চিত। সে কিছু টাকা ধার চাইতে পারে। আপনি ফেরত দেয়ার শর্তে দিতেও চাচ্ছেন। কিন্তু মনে বারবার সন্দেহ দোলা দিচ্ছে, টাকাটা মনে হয় ফেরত পাব না। এ ধরনের যেকোনো লেনদেনে একে অপরের ওপর নিরেট বিশ্বাস স্থাপন না করতে পারলে বুঝতে হবে আপনাদের সম্পর্ক ভাঙনের মুখে রয়েছে।
শুধু কথা কাটাকাটি আর ঝগড়া: যেকোনো ব্যাপারে দুজনের মধ্যে শুধু বাক-বিতণ্ডা হয়। শেষ কবে যে আপনারা ভাল সময় কাটিয়েছিলেন তা মনেই করতে পারেন না। এর অর্থ দুজনের প্রতি দুজনের মন বিতৃষ্ণায় ছেয়ে গেছে। এখানে সুখের আশা বাতুলতা মাত্র।
বিন্দুমাত্র ভালবাসা নেই: ভেবে দেখুন, আপনি কি কখনো পার্টনারের অজান্তে তার সাথে প্রতারণা করেছেন? যদি করে থাকেন এবং এজন্য আপনার মধ্যে যদি কোনো অপরাধবোধ কাজ না করে তবে বুঝে নিন আপনার মনের ভালবাসা উবে গেছে। একে আর ধরে রাখার মানে নেই।
অন্ধকার ভবিষ্যত: যে মানুষটিকে নিয়ে জীবন কাটাবেন বলে ভাবছেন, তাকে নিয়ে ভবিষ্যতের ছবিতে শুধু অন্ধকার দেখছেন। এর মানে তাকে নিয়ে আপনার কোনো আশা-ভরসা নেই। আর যাকে নিয়ে আপনি ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারছেন না, তার সাথে সম্পর্কের রশি কতদিন টানবেন? এ রশি এখন ছিঁড়ে ফেলার সময় হয়েছে। ইন্টারনেট থেকে সাকিব সিকান্দার
পানির নিচে ইন্টারনেট চালান সহজে- Wi-Fi is now under water
গভীর সমুদ্রকে ইন্টারনেটের আওতায় আনতে পানির নিচে ওয়াইফাই নেটওয়ার্ক সেবা চালুর উদ্যোগ নিয়েছে বাফেলো বিশ্ববিদ্যালয়। সুনামি, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এ সেবা দারুণ কাজে দেবে বলে দাবি বিশ্ববিদ্যালয়টির গবেষকদের। খবর বিবিসির।
দুর্যোগ মোকাবেলার পাশাপাশি গভীর সমুদ্রে চলাচলকারী জাহাজ কিংবা উদ্ধারকর্মীদেরও কাজে আসবে এ সেবা।
তবে প্রচলিত ওয়াইফাই সেবায় যেখানে বেতার তরঙ্গ ব্যবহার হয়, সেখানে এতে ব্যবহার করা হচ্ছে শব্দ তরঙ্গ। গবেষকদের মতে, বেতার তরঙ্গ পানিতে চলাচল করতে পারলেও এর সক্ষমতা একেবারে ক্ষীণ হয়ে পড়ে। এক্ষেত্রে শব্দ তরঙ্গের মাধ্যমে তথ্য আদান-প্রদান অনেকটাই স্থিতিশীল থাকে। ডলফিন ও তিমিরের মতো প্রাণীরা পানির নিচে যোগাযোগ রক্ষা করতে শব্দ তরঙ্গ ব্যবহার করে।
এদিকে বেশ আগে থেকেই পানির নিচে বেতার যোগাযোগ করে আসছেন ডুবুরিরা। তবে বিভিন্ন কোম্পানির উদ্ভাবিত বিভিন্ন ধরনের প্রযুুক্তি একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়নি এ পর্যন্ত। এ সমস্যা সমাধানে বিশেষ একটি মানদণ্ড নির্ধারণের জন্যও কাজ করছেন বাফেলোর গবেষকরা।
গবেষক দলের প্রধান তোমাসো মেলোডিয়া বলেন, মহাসাগরের বিভিন্ন তথ্য রিয়েল টাইমে সংগ্রহ ও বিশ্লেষণে দারুণ কাজে দেবে পানির নিচে থাকা বেতার নেটওয়ার্ক।
- See more at: http://bonikbarta.com/telecom-and-technology/2013/10/19/19438#sthash.ytA64o49.dpuf
Rapist raped,Had SEX, Teen sex, Aubesment, WHY-HOW-WHO?
National Geographic
Published October 7, 2013
When you think rapist, you probably think of an adult male lurking in an alley and preying upon young women.
Not so fast, according to a new study published in today's JAMA Pediatrics that overturns many commonly held beliefs about sexual violence.
Researchers Michele Ybarra of the Center for Innovative Public Health Research and Kimberly Mitchell of the Crimes Against Children Research Center at the University of New Hampshire
followed American youth over the course of several years, asking the
youngsters questions about their sexual behavior during that time to see
if there was any indication of sexual violence early in a person's
history.
What they found was
startling: Nearly 10 percent of survey respondents reported perpetrating
some form of sexual violence in their lifetime, with 4 percent
reporting attempted or completed rape.
Not a Boy's Game
In
fact, teenage boys and girls increasingly instigate sexual violence—and
many convicted perpetrators of sexual crimes began at young ages.
Today's adult rapist may have once been a teenage perpetrator of sexual violence.
According to a study in 2010 by the Centers for Disease Control and Prevention,
more than 75 percent of women who have been raped were raped before the
age of 25—with 42.2 percent of this group being raped before their 18th
birthday.
Sexual violence is fairly common in the teenage years, both from a victim and perpetrator standpoint.
"When
you talk to people who have been convicted of crimes, overwhelmingly
they say [it all started in] adolescence," she said. "There's reason to
believe that sexually violent people emerge in adolescence.
"This study was a first attempt to ask people about [sexual perpetration] and understand when it's emerging."
For one thing, the researchers discovered that age 16 seems to be the peak time for sexual violence.
The results of the study may change the way society thinks about sexual violence—starting with the male and female divide.
(Related: "UN Study Looks at High Rate of Rape.")
Perhaps
the most controversial part of the study is that males, traditionally
thought of as the perpetrators of sexual violence, are not the only ones
responsible for sexual violence—females are too.
"Not
long ago, males were asked the perpetrator questions and females were
asked the victim questions," Ybarra noted. "We never appreciated the
fact that males could be victims and females could be perpetrators.
"[This study] highlights the importance of asking both sexes both questions."
The
study found that females and males had carried out sexual violence at
nearly equal levels by the age of 18. Of the survey respondents who
reported being perpetrators, 48 percent were female and 52 percent were
male. Interestingly, females tend to assault older victims, while males
are more likely to choose younger victims. Females are also more likely
to engage in "gang rape" types of activity and act in groups or teams (1
in 5 females reported this type of activity, compared with 1 in 39
males).
Researchers aren't sure if this pattern is because of differences in developmental trajectories between males and females.
Violent Video Games to Blame?
Although
the authors point to video games and X-rated media content as factors,
they are cautious about linking sexual violence to an increasingly
violent media.
"We certainly are not claiming
causation," Ybarra said. "We're not saying that sexual violence is
caused by violent media or vice versa. But one of the primary aims of
the study is to understand the linkages between media and behavior."
And the link is undeniably strong, said Ybarra.
The
researchers examined whether there were differences between X-rated
material and violent X-rated material that included one person being
hurt in some way. They first asked whether the subjects had viewed
X-rated material. If the answer was yes, a follow-up question was
asked—had the person also viewed violent X-rated material?
"Violent
X-rated material has more of an effect," Ybarra said. "When you look at
the rate of those that say yes [to having viewed violent X-rated
material], 17 percent who said yes were perpetrators versus 3 percent
[who had viewed violent X-rated material and were not perpetrators]."
Compare
that wide gap with their finding that 34 percent of nonperpetrators and
37 percent of perpetrators had viewed nonviolent X-rated material.
Changing Definitions
Sexual violence is a broad term, but researchers were careful to include all forms of sexual violence beyond rape.
The
four classifications of sexual violence considered were foresexual (or
presexual) contact, coercive sex, attempted rape, and completed rape.
Gender differences emerge in types of sexual violence.
"Foresexual
contact is similar for females and males," Ybarra said, with females
slightly edging out males in this category (52 percent and 47 percent,
respectively).
"But when you get
into coercive and attempted rape, it does seem to differ"—with males
committing 75 percent of these crimes, compared with 25 percent
committed by females.
But they
also found that completed rape is predominantly a male crime—a finding
that is in line with general attitudes about rape, according to Sharmili Majmudar of Chicago-based Rape Victim Advocates, which was not associated with the study.
"Almost
all of what we know of sexual violence by teens against teens and among
adults is fairly consistent in naming men as the most likely to be the
perpetrator" of completed rape, Majmudar said.
So
while females don't commit rape at the same rates as males, they are
just as likely to coerce a male partner into foresexual contact.
Who You Know
Perhaps
the most disturbing fact to come out of this report is that "stranger
danger is not really the problem," Ybarra said, referring to the popular
misconception that most victims of sexual violence are assaulted by
people they do not know.
In fact, nearly three-quarters
of those who experienced sexual violence did so at the hands of a
romantic partner. The remaining one-quarter were victims of someone they
knew.
In other words, all victims in the study had some sort of relationship with the perpetrator.
Ybarra argues that open conversations about healthy relationships and sexual activity are key to solving these problems.
"It's
an uncomfortable conversation," she acknowledges. "But it's not just
rape. Child abuse is more likely to be perpetrated by someone you know,
and [these crimes] go into adulthood."
Justice
is often hard to attain: 66 percent of victims reported that no one
found out about the assault, with only one percent of victims reporting
the crime to police, and only one percent of police reports leading to
an arrest.
Cultural attitudes are part of the problem, as 50 percent of perpetrators blame their victims for the sexual violence.
Still,
it's tough for a male victim to come forward. Majmudar cites a
"cultural framework of masculinity, where a man is supposed to be tough
and not be victimized by a woman or a girl.
"There
are ways our cultural lessons about gender silence the men who are
victims and, frankly, the cultural ideas about sexual violence silence
victims regardless of gender," she continued. "There's a lot of work to
be done to create communities for victims."
Ybarra
hopes this study informs conversations and policy about preventing
sexual violence that takes gender and development into account.
"Our hope is that this is the starting point of a useful and important conversation about healthy sex in adolescence," she said. "I want to understand the differences and similarities for males and females and what that means from a prevention standpoint. Do we need to do something different for females?"
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
-
▼
2013
(195)
-
▼
October
(100)
-
▼
Oct 20
(9)
- পিসিতে এবার পাবেন ফ্রি- Windows 8.1 for free
- থৃজি আর নেই- ফাইভ জি- 5G Internet is in pipeline
- মোবাইল নিয়ে যুদ্ধ - War between samsung amd iphone 5
- খাবিনা? জোড় কইরা বাইন্দা খাওয়ামু- How to stop hung...
- ল্যাম্বরগিনি ভেনেনো রোডস্টার-Lambergini venono roa...
- বিষাক্ত বিষ আপনার মগজে -ধুয়ে নিন এখনই- Sleep wash ...
- প্রেম এটা টিকবেনা-বুঝার উপায়- How to know that lov...
- পানির নিচে ইন্টারনেট চালান সহজে- Wi-Fi is now unde...
- Rapist raped,Had SEX, Teen sex, Aubesment, WHY-HOW...
-
▼
Oct 20
(9)
-
▼
October
(100)
- ► 2011 (2088)