রেপোর মাধ্যমে এক হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
POSITIVE
অর্থবাজারে তারল্য সংকট (নগদ অর্থ সংকট) নিরসনে তফসিলি ব্যাংকগুলোকে রেপোর মাধ্যমে এক হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে কলমানির সুদের হার অনেকটাই কমে আসবে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকে তফসিলি ব্যাংকগুলোর ঋণ বিতরণ সংক্রান্ত তথ্য জমাদানের সময়সীমা ১৫ জানুয়ারি থেকে বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকে গভর্নর ড. আতিউর রহমান এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারের এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী এবং এসইসির পক্ষে চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, ‘পুঁজিবাজার ঠিক রাখার জন্য বাংলাদেশ ব্যাংক সর্বাত্মক সহযোগিতা করবে। এর অংশ হিসেবে বাজারে অর্থ সরবরাহ বাড়াতে রেপোর মাধ্যমে এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।’ এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার বলেন, ‘পুঁজিবাজারের একমাত্র নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এসইসি হলেও বাংলাদেশ ব্যাংক আমাদের সহযোগিতা করে থাকে। আমরা আজ বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘বাজারের দরপতনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনো কমিটি গঠন করা হয়নি। কমিটি গঠন করা হতে পারে।’
>>> PADMA OIL, Cash ডিভিডেন্ড ঘোষণা,৬ তারিখ রেকর্ড ডেট
অর্থবাজারে তারল্য সংকট (নগদ অর্থ সংকট) নিরসনে তফসিলি ব্যাংকগুলোকে রেপোর মাধ্যমে এক হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে কলমানির সুদের হার অনেকটাই কমে আসবে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকে তফসিলি ব্যাংকগুলোর ঋণ বিতরণ সংক্রান্ত তথ্য জমাদানের সময়সীমা ১৫ জানুয়ারি থেকে বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকে গভর্নর ড. আতিউর রহমান এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারের এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী এবং এসইসির পক্ষে চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, ‘পুঁজিবাজার ঠিক রাখার জন্য বাংলাদেশ ব্যাংক সর্বাত্মক সহযোগিতা করবে। এর অংশ হিসেবে বাজারে অর্থ সরবরাহ বাড়াতে রেপোর মাধ্যমে এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।’ এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার বলেন, ‘পুঁজিবাজারের একমাত্র নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এসইসি হলেও বাংলাদেশ ব্যাংক আমাদের সহযোগিতা করে থাকে। আমরা আজ বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘বাজারের দরপতনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনো কমিটি গঠন করা হয়নি। কমিটি গঠন করা হতে পারে।’
>>> PADMA OIL, Cash ডিভিডেন্ড ঘোষণা,৬ তারিখ রেকর্ড ডেট
কারন, ২ টি নতুন সিদ্ধান্ত কার্যকর হবে
Positive
সিদ্ধান্ত-১ : পূর্বের ১:১ হারের পরিবর্তে ১:১.৫ হারে ঋণ প্রদান করতে পারবে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো।
সিদ্ধান্ত-২ : একই সাথে ঋণ প্রদানে শেয়ারের সম্পদ মূল্য বিবেচনার পদ্ধতিও স্থগিত করা হয়েছে।
এছাড়া দীর্ঘদিন ধরে স্পট মার্কেটে থাকা ম্যারিকো ও গ্রামীণ ফোন কোম্পানির শেয়ার লেনদেন মূল মার্কেটে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এসইসির মুখপাত্র ও নির্বাহি পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়া সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, সোমবার থেকেই এসইসির নেয়া সিদ্ধান্ত কার্যকর হবে।
>>> ব্যাংক এর জন্য আরো একটি ভাল খবর
mergine decision cancelled
ডিএসইতে দুপুর ২টা পর্যন্ত ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৩টির দামই কমছে। বেড়েছে আটটির, অপপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এদিকে বিক্ষোভের পরপরই পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এক জরুরি বৈঠকে বসে। বৈঠকে আগামী ২ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া বর্ধিত মেম্বার মার্জিন জমা দেওয়ার হার পুনর্নিধারণের সিদ্ধান্ত বাতিল করা হয়।
আগের সিদ্ধান্তে ব্রোকারেজ হাউজগুলোর শেয়ার লেনদেনের ওপর জামানত রাখার হার বাড়ানো হয়েছিলো।
এদিকে বিক্ষোভের পরপরই পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এক জরুরি বৈঠকে বসে। বৈঠকে আগামী ২ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া বর্ধিত মেম্বার মার্জিন জমা দেওয়ার হার পুনর্নিধারণের সিদ্ধান্ত বাতিল করা হয়।
আগের সিদ্ধান্তে ব্রোকারেজ হাউজগুলোর শেয়ার লেনদেনের ওপর জামানত রাখার হার বাড়ানো হয়েছিলো।
সিদ্ধান্ত বাতিল
Quantitative
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এক জরুরি বৈঠকে বসে। বৈঠকে আগামী ২ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া বর্ধিত মেম্বার মার্জিন জমা দেওয়ার হার পুনর্নিধারণের সিদ্ধান্ত বাতিল করা হয়। আগের সিদ্ধান্তে ব্রোকারেজ হাউজগুলোর শেয়ার লেনদেনের ওপর জামানত রাখার হার বাড়ানো হয়েছিলো।
>>> PADMA OIL, Cash ডিভিডেন্ড ঘোষণা,৬ তারিখ রেকর্ড ডেট
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এক জরুরি বৈঠকে বসে। বৈঠকে আগামী ২ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া বর্ধিত মেম্বার মার্জিন জমা দেওয়ার হার পুনর্নিধারণের সিদ্ধান্ত বাতিল করা হয়। আগের সিদ্ধান্তে ব্রোকারেজ হাউজগুলোর শেয়ার লেনদেনের ওপর জামানত রাখার হার বাড়ানো হয়েছিলো।
>>> PADMA OIL, Cash ডিভিডেন্ড ঘোষণা,৬ তারিখ রেকর্ড ডেট
বিক্ষোভ করছে বিনিয়োগকারীরা
ঢাকার পুঁজিবাজারে সাধারণ সূচকের পতন এবং শেয়ারের দাম পড়ে যাওয়ায় বিক্ষোভ করছে বিনিয়োগকারীরা। আজ দুপুর ১২টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩১১ পয়েন্ট কমে যাওয়ার পরপরই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা ডিএসই এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। ডিএসই সভাপতি শাকিল রিজভীর পদত্যাগও দাবি করেছে তারা। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা একটি বাস ভাংচুর করতে গেলে মতিঝিল থেকে আর কে মিশন রোড পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর দেড়টা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ ছিলো। বিক্ষুব্ধরা ডিসএসই ভবনের আশপাশের ভবনে ইটও ছোড়ে। এতে আহত হন দৈনিক কালের কণ্ঠের এক আলোকচিত্রী। দুপুর ১২টার দিকে সূচক ৩১১ পয়েন্ট কমলেও তা আবার বাড়তে শুরু করে। বেলা পৌনে ১টায় সাধারণ মূল্যসূচক ছিলো ৭৯২৪ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ২৮১ পয়েন্ট কম। তবে এরপর আবার পতনের ধারা শুরু হয়। দেড়টায় মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩১২ পয়েন্ট কমে ৭৮৯৩ তে দাঁড়ায়। ডিএসইতে দুপুর পৌনে ১টা পর্যন্ত ২৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩২টির দামই কমছে। বেড়েছে ছয়টির, অপপরিবর্তিত রয়েছে দুটির। ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার আব্দুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিক্ষোভ যেন সহিংসতার দিকে না যায়, সেদিকে দৃষ্টি রাখছে পুলিশ। ভাংচুরের শঙ্কা থেকে সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
source
source
PADMAOIL, প্রতি শেয়ারে ১০ টাকা,রেকর্ড ডেটঃ জানুয়ারীর ৬ তারিখ
The Board of Directors has recommended (১০০% ক্যাশ ডিভিডেন্ড)cash dividend @ 100% (প্রতি শেয়ারে ১০ টাকা,রেকর্ড ডেটঃ জানুয়ারীর ৬ তারিখ ) for the year ended on June 30, 2010. Date of AGM: 05.03.11, Time: 11:00 AM, Venue: Main Installation, Guptakhal, Patenga, Chittagong. Record Date: 06.01.11. The company has also reported EPS of Tk. 21.69, NAV per share of Tk. 81.94 and Net Operating Cash Flow per share of Tk. 182.00 for the year ended on June 30, 2010.
>>> জেনে নিন ২ টি নতুন সিদ্ধান্ত
>>> জেনে নিন ২ টি নতুন সিদ্ধান্ত
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
- ► 2011 (2088)
-
▼
2010
(263)
-
▼
December
(243)
-
▼
Dec 19
(13)
- ব্যাংক এর জন্য আরো একটি ভাল খবর
- রেপোর মাধ্যমে এক হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদ...
- জেনে নিন ২ টি নতুন সিদ্ধান্ত
- কারন, ২ টি নতুন সিদ্ধান্ত কার্যকর হবে
- সিদ্ধান্ত বাতিল
- mergine decision cancelled
- সিদ্ধান্ত বাতিল
- বিক্ষোভ করছে বিনিয়োগকারীরা
- PADMA OIL, Cash ডিভিডেন্ড ঘোষণা,৬ তারিখ রেকর্ড ডেট
- PADMA OIL, Cash ডিভিডেন্ড ঘোষণা,৬ তারিখ রেকর্ড ডেট
- PADMAOIL, প্রতি শেয়ারে ১০ টাকা,রেকর্ড ডেটঃ জানুয়ার...
- সদস্য এরিয়াPositiveQuantitatives
- No title
-
▼
Dec 19
(13)
-
▼
December
(243)