শেয়ারবাজার :::: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের আরও দুই কোম্পানি একীভূত হচ্ছে। কোম্পানি দুটি হলো বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও বেক্সটেক্স লিমিটেড।
কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বেক্সিমকো লিমিটেডের সঙ্গে একই গ্রুপের আরও তিন কোম্পানি যথাক্রমে শাইনপুকুর হোল্ডিংস, বেক্সিমকো ফিশারিজ ও বেক্সিমকো অনলাইন একীভূত হয়। আর তালিকাভুক্ত অন্য চার কোম্পানি বেক্সিমকো টেক্সটাইল, পদ্মা টেক্সটাইল, বেক্সিমকো ডেনিমস ও বেক্সিমকো নিটিং একীভূত হয়ে রূপান্তরিত হয় বেক্সটেক্স লিমিটেডে।
ডিএসইর খবরে জানা গেছে, আইনগত ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার ওপর সিদ্ধান্তের কার্যকারিতা নির্ভর করছে। তবে অনুমোদন পাওয়া গেলে চলতি বছরের ১ জানুয়ারি কোম্পানি বেক্সিমকো লিমিটেড ও বেক্সটেক্স লিমিটেডের একীভূত হওয়ার বিষয়টি কার্যকর হবে। একীভূত হলে বেক্সটেক্সের শেয়ারধারীরা নিজ কোম্পানির পাঁচটি শেয়ারের পরিবর্তে বেক্সিমকো লিমিটেডের একটি শেয়ার পাবেন। একইভাবে বেক্সিমকো লিমিটেডের শেয়ারধারীরা একটি শেয়ারের বিপরীতে পাবেন বেক্সটেক্সের পাঁচটি শেয়ার। শেয়ারের মূল্যায়নকারী প্রতিষ্ঠান (ভ্যালুয়ার) মেসার্স আতা খান অ্যান্ড কোম্পানি মূল্যায়নের ভিত্তিতে শেয়ারের এ অনুপাত নির্ধারণ করা হয়েছে বলে ডিএসইর খবর থেকে জানা গেছে।
কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বেক্সিমকো লিমিটেডের সঙ্গে একই গ্রুপের আরও তিন কোম্পানি যথাক্রমে শাইনপুকুর হোল্ডিংস, বেক্সিমকো ফিশারিজ ও বেক্সিমকো অনলাইন একীভূত হয়। আর তালিকাভুক্ত অন্য চার কোম্পানি বেক্সিমকো টেক্সটাইল, পদ্মা টেক্সটাইল, বেক্সিমকো ডেনিমস ও বেক্সিমকো নিটিং একীভূত হয়ে রূপান্তরিত হয় বেক্সটেক্স লিমিটেডে।
ডিএসইর খবরে জানা গেছে, আইনগত ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার ওপর সিদ্ধান্তের কার্যকারিতা নির্ভর করছে। তবে অনুমোদন পাওয়া গেলে চলতি বছরের ১ জানুয়ারি কোম্পানি বেক্সিমকো লিমিটেড ও বেক্সটেক্স লিমিটেডের একীভূত হওয়ার বিষয়টি কার্যকর হবে। একীভূত হলে বেক্সটেক্সের শেয়ারধারীরা নিজ কোম্পানির পাঁচটি শেয়ারের পরিবর্তে বেক্সিমকো লিমিটেডের একটি শেয়ার পাবেন। একইভাবে বেক্সিমকো লিমিটেডের শেয়ারধারীরা একটি শেয়ারের বিপরীতে পাবেন বেক্সটেক্সের পাঁচটি শেয়ার। শেয়ারের মূল্যায়নকারী প্রতিষ্ঠান (ভ্যালুয়ার) মেসার্স আতা খান অ্যান্ড কোম্পানি মূল্যায়নের ভিত্তিতে শেয়ারের এ অনুপাত নির্ধারণ করা হয়েছে বলে ডিএসইর খবর থেকে জানা গেছে।