শেয়ারবাজার :::: গ্রাহকদের কাছে আসা পাঁচ হাজার ডলার বিষয়ক এসএমএসে যে নম্বরে ফোন করতে বলা হয় সেটিতে কল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম মঙ্গলবার জানান, বিটিআরসির সহায়তায় দুপুর থেকে ওই নম্বরে কল আটকে দিয়েছে গ্রামীণ ফোন।
তিনি জানান, যে নম্বর থেকে ওই এসএমএস পাঠানো হয় সেটি আফ্রিকার দেশ সিয়েরালিওনের।
গত কয়েকদিন ধরে গ্রামীণ ফোন ব্যবহারকারীরা বাংলাদেশ ব্যাংকের নামে পাঠানো ভুয়া ও প্রতারণামূলক এসএমএস পাচ্ছেন।
বাংলাদেশ ব্যাংকের নামে পাঠানো ওই এসএমএসে বলা হয় "The owner of this number have to call us immediately to get 5000$. remember to call 0023222291091."
বাংলাদেশ ব্যাংকের নামে পাঠানো এই এসএমএস বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
মনিরুল জানান, এ ধরণের এসএমএম শুধু গ্রামীণ ফোনের গ্রাহকদের কাছেই এসেছে। এক পর্যায়ে গোয়েন্দা পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করে।
"তদন্তের প্রথম দিকে নিশ্চিত হওয়া যায় এটি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো বার্তা নয়। পরে গ্রামীণ ফোন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে সহযোগিতা চাওয়া হয় যেন দেশের মানুষ প্রতারণার শিকার না হয়।"
তিনি বলেন, "ইতিমধ্যে বিটিআরসি'র সহায়তা নিয়ে গ্রামীণ কর্তৃপক্ষ আউট গোয়িং বন্ধ করেছে। যে নম্বর থেকে খুদে বার্তা পাঠানো হচ্ছে সে বার্তা যেন আর না আসে সে ব্যাপারেও কাজ করছে গ্রামীণ কর্তৃপক্ষ।"
গ্রামীণ ফোনের বরাত দিয়ে উপ-কমিশনার জানান, পাঁচ হাজার ডলারের জন্য যে নম্বরে ফোন করতে বলা হয়েছে সেটি সিয়েরালিওনের একটি গ্রাহকসেবা নম্বর যাকে প্রিমিয়াম রেট সার্ভিস (পিআরএস) বলা হয়। সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান এ নম্বর ব্যবহার করে থাকে।
"ওই নম্বরে কোনো কল গেলে সেবাদানীকারী প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট হারে কমিশন পান ওই দেশের ফোন অপারেটর প্রতিষ্ঠানের কাছ থেকে।"
মনিরুল জানান, এর ফলে প্রতিটি কল অনুযায়ী প্রতারক চক্র তাদের জমা হওয়া অর্থ তুলে নেবে।
tag: GP (Grameenphone Ltd. )
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম মঙ্গলবার জানান, বিটিআরসির সহায়তায় দুপুর থেকে ওই নম্বরে কল আটকে দিয়েছে গ্রামীণ ফোন।
তিনি জানান, যে নম্বর থেকে ওই এসএমএস পাঠানো হয় সেটি আফ্রিকার দেশ সিয়েরালিওনের।
গত কয়েকদিন ধরে গ্রামীণ ফোন ব্যবহারকারীরা বাংলাদেশ ব্যাংকের নামে পাঠানো ভুয়া ও প্রতারণামূলক এসএমএস পাচ্ছেন।
বাংলাদেশ ব্যাংকের নামে পাঠানো ওই এসএমএসে বলা হয় "The owner of this number have to call us immediately to get 5000$. remember to call 0023222291091."
বাংলাদেশ ব্যাংকের নামে পাঠানো এই এসএমএস বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
মনিরুল জানান, এ ধরণের এসএমএম শুধু গ্রামীণ ফোনের গ্রাহকদের কাছেই এসেছে। এক পর্যায়ে গোয়েন্দা পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করে।
"তদন্তের প্রথম দিকে নিশ্চিত হওয়া যায় এটি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো বার্তা নয়। পরে গ্রামীণ ফোন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে সহযোগিতা চাওয়া হয় যেন দেশের মানুষ প্রতারণার শিকার না হয়।"
তিনি বলেন, "ইতিমধ্যে বিটিআরসি'র সহায়তা নিয়ে গ্রামীণ কর্তৃপক্ষ আউট গোয়িং বন্ধ করেছে। যে নম্বর থেকে খুদে বার্তা পাঠানো হচ্ছে সে বার্তা যেন আর না আসে সে ব্যাপারেও কাজ করছে গ্রামীণ কর্তৃপক্ষ।"
গ্রামীণ ফোনের বরাত দিয়ে উপ-কমিশনার জানান, পাঁচ হাজার ডলারের জন্য যে নম্বরে ফোন করতে বলা হয়েছে সেটি সিয়েরালিওনের একটি গ্রাহকসেবা নম্বর যাকে প্রিমিয়াম রেট সার্ভিস (পিআরএস) বলা হয়। সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান এ নম্বর ব্যবহার করে থাকে।
"ওই নম্বরে কোনো কল গেলে সেবাদানীকারী প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট হারে কমিশন পান ওই দেশের ফোন অপারেটর প্রতিষ্ঠানের কাছ থেকে।"
মনিরুল জানান, এর ফলে প্রতিটি কল অনুযায়ী প্রতারক চক্র তাদের জমা হওয়া অর্থ তুলে নেবে।
tag: GP (Grameenphone Ltd. )