(১১৬৯) টিআইএনধারীর সংখ্যা

Tuesday, May 24, 2011 Unknown
শেয়ারবাজার :::: চট্টগ্রাম- আসনের সাংসদ এবিএম আবুল কাসেমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী ব্যক্তি, কোম্পানি অন্যান্য পর্যায়ে টিআইএনধারীর (কর সনাক্তকরণ নম্বর) সংখ্যা প্রায় ৩০ লাখ

এর মধ্যে আট লাখ ৮০ হাজার করদাতা গত এপ্রিল পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিয়েছেন করদাতার সংখ্যা বাড়ানোর জন্য স্পট এসেসমেন্ট কার্যক্রম চলমান এর মাধ্যমে এখন পর্যন্ত ২৬ হাজার ৯০০ জন নতুন করদাতাকে করজালের আওতায় আনা সম্ভব হয়েছে এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে পাঁচ দশমিক ৪২ কোটি টাকা

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, অভ্যন্তরীণ সম্পদ থেকে রাজস্ব আহরণ বাড়াতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে নতুন করদাতা সনাক্তকরণের জন্য জরিপ কার্যক্রমের ব্যাপ্তি চলতি অর্থ-বছরে আরও ¤প্রসারণের কার্যক্রম নেওয়া হয়েছে

মন্ত্রী জানান, রাজস্ব বাড়াতে বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস বিদ্যুৎ সংযোগ গ্রহণ এবং ভাড়ায় ব্যবহৃত বাস, ট্রাক ইত্যাদি যানবাহনের নিবন্ধন ফিটনেস নবায়নের ক্ষেত্রে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে

এছাড়া প্রিমিয়ামে শেয়ার বিক্রির ক্ষেত্রে সংশ্লি¬ষ্ট কোম্পানির প্রিমিয়াম মূল্যের ওপর কর আরোপ করা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে উৎসে কর কেটে নেওয়ার হার পুনর্বিন্যাস করা হয়েছে বলে উল্লে¬ করেন মন্ত্রী

Blog Archive