(১১৬৭) বাস্তবায়নের ৩ ধাপ

Tuesday, May 24, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারে অস্বাভাবিক দরপতনে তদন্ত কমিটির দেওয়া সুপারিশ তিন ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা বলেন তিনি

মুহিত জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে প্রাথমিকভাবে চিহ্নিত ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে

বিকাল ৫টা ২০ মিনিটের পরে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়

কিশোরগঞ্জ- আসনের সাংসদ মো. মুজিবুল হক অর্থমন্ত্রীর কাছে জানতে চান শেয়ারবাজারের কারসাজির বিষয়ে সরকার দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কী পদক্ষেপ নিয়েছে

লিখিত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, পুঁজিবাজারের অস্বাভাবিক দরপতন তদন্তের জন্য গঠিত কমিটি গত এপ্রিল সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় ৩০ এপ্রিল প্রতিবেদনটি কোনো ধরনের সম্পাদনা ছাড়াই হুবহু জনসম্মুখে প্রকাশ করে সরকার

"প্রতিবেদনে যেসব ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিকিউরিটিজ আইন বিধি-বিধান ভঙ্গের অভিযোগ উঠেছে, কমিটির পর্যবেক্ষণ সুপারিশের আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এসব ব্যবস্থা তিন ধাপে (অবিলম্বে, স্বল্প মধ্যমেয়াদে) বাস্তবায়ন করা হবে"

মুহিত জানান, দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে সরকার ইতোমধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠনসহ বেশি কিছু পদক্ষেপ নিয়েছে

তিনি বলেন, কমিশনে নতুন চেয়ারম্যান একজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে বাকি সদস্যের নিয়োগ প্রক্রিয়াধীন কমিশনের একজন নির্বাহী পরিচালককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে তাকেসহ মোট দুইজন নির্বাহী পরিচালকের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে

"তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী দুই কর্মকর্তার আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দুদকে পাঠানো হয়েছে এবি ইনভেস্টমেন্টমেন্ট লি. এর প্রধান নির্বাহীকে অপসারণ করা হয়েছে"

অর্থমন্ত্রী বলেন, "শেয়ার বাজারে মূল্য বিভাজনে কারসাজির জন্য এসইসি অধ্যাদেশ, ১৯৯৬ এর সংশি¬ষ্ট ধারার আওতায় মামলা এবং কমিটির সুপারিশ অনুযায় দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে প্রাথমিকভাবে চিহ্নিত ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অধিকতর তদন্তক্রমে সংশি¬ষ্ট বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে"

ইলিয়াস মোল্লার সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পর্যন্ত যেসব ব্যবস্থা নেওয়ার হয়েছে, বাজেটের আগে এর বেশি কিছু আপাতত করার নেই

Blog Archive