(১১৮৩) অর্থমন্ত্রী বলেন, ‘আমি কোথাও বলিনি

Tuesday, May 24, 2011 Unknown
 :::: সাংসদদের বক্তব্যের সময় সংসদে উপস্থিত সাংসদেরা দফায় দফায় টেবিল চাপড়ে সমর্থন জানান সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৩০০ বিধিতে সংসদকে জানান, সরকারের কাছে তথ্য রয়েছে, একটি নির্দিষ্ট গোষ্ঠী শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িত কিন্তু প্রয়োজনীয় আরও কিছু তথ্যের জন্য তাদের ধরা যাচ্ছে না তবে জড়িতদের চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে এই মহলটিই উদ্দেশ্যমূলকভাবে শেয়ারবাজারে নানা গুজব ছড়িয়ে বাজারকে প্রভাবিত করার চেষ্টা করছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘আমি কোথাও বলিনি, টিআইএন নম্বরধারী ছাড়া কেউ শেয়ার ব্যবসা করতে পারবেন না শেয়ারবাজারের ওপর কর আরোপ করার সিদ্ধান্তও সরকার নেয়নি কিন্তু একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এটি বাজারে ছেড়েছে অনুমানভিত্তিক কথা ছড়িয়ে দেয় এরা এরা সেয়ানা হয়েছে।’
ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশনে শেয়ারবাজার কারসাজির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মুজিবুল হক এবং স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বিএনপি গতকালও সংসদে যোগ দেয়নি শেখ ফজলুল করিম সেলিম প্রথম বক্তা হিসেবে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, আওয়ামী লীগের নামধারী কিছু লোক শেয়ারবাজারের এই অবস্থা করেছে৯৬ সালেও এমন হয়েছিল তখনো ব্যবস্থা নেব-নিচ্ছি করতে করতে পুরো দায় আওয়ামী লীগের ওপরই পড়েছিল তিনি আরও বলেন, শেয়ারবাজার কারসাজির সঙ্গে সরকারি দলের কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে দু-একজন মানুষের অপকর্মের দায় পুরো সরকার নিতে পারে না

Blog Archive