গ্রামীণ মিউচুয়াল ফান্ডের দুটি স্কিমের বোনাস ইস্যুর প্রস্তাব এবং ফান্ড দুটির লেনদেন চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। চলতি সপ্তাহে কমিশন সভায় বিষয়টি নিয়ে আলোচনার কথা থাকলেও শেষ পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি এসইসি।
প্রসঙ্গত, গত ২৪ আগস্ট অনুষ্ঠিত ট্রাস্টি কমিটির সভায় গ্রামীণ-১ মিউচুয়াল ফান্ডের জন্য ৫০ শতাংশ বোনাস শেয়ার ও ২৫ শতাংশ নগদ এবং গ্রামীণ-২ মিউচুয়াল ফান্ডের জন্য ১০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। কিন্তু বোনাস ঘোষণার আগে এসইসির পূর্বানুমোদন নেয়া হয়নি বলে ২৫ আগস্ট থেকে শেয়ারবাজারে এ দুটি ফান্ডের লেনদেন বন্ধ রাখা হয়েছে। তবে মিউচুয়াল ফান্ড আইনে বোনাস ঘোষণার ক্ষেত্রে এসইসির কোনো পূর্বানুমোদন নেয়ার প্রয়োজনীয়তা নেই। শুধু বোনাস ঘোষণার সিদ্ধান্ত কমিশনের অনুমোদনসাপেক্ষে কার্যকর হবে বলে আইনে উল্লেখ করা রয়েছে।