ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে তথ্যপ্রযুক্তি খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দর ধারাবাহিকভাবে কমছে। ঈদের আগে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার সিদ্ধান্ত নেয়। ফলে ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পায়। যেহেতু তথ্যপ্রযুক্তি খাতের সব কোম্পানির শেয়ারের দর ১০ টাকা ও সার্বিকভাবে কোম্পানিগুলোর মৌলভিত্তি ততটা ভালো অবস্থানে নেই, তাই এসব শেয়ারের দর কমছে।
বর্তমানে ডিএসইতে তথ্যপ্রযুক্তি খাতে পাঁচটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এগুলো হচ্ছে— অগ্নি সিস্টেমস, বিডিকম, ড্যাফোডিল কম্পিউটার্স, ইনটেক অনলাইন ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। এর মধ্যে ইনফরমেশন সার্ভিসেসের দর ৫ কার্যদিবসই কমেছে।