(১৮০৯) প্রাইম ব্যাংক

Sunday, September 11, 2011 Unknown

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক সদস্য মো. ইয়াসিন আলী সম্প্রতি প্রাইম ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগদান করেছেন। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকে দীর্ঘ কর্মজীবন শেষে এসইসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
ইয়াসিন আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৭৬ সালে পাবলিক সার্ভিস কমিশনের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ব্যাংকিং জীবনে তিনি বৈদেশিক মুদ্রা বিনিময়, রিজার্ভ ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রা নীতি প্রণয়ন, সরকারের ঋণ ব্যবস্থাপনা, সেকেন্ডারি মার্কেট ট্রেজারি বন্ড লেনদেনসহ দেশের অর্থনীতি ও মুদ্রা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের খুলনা, বগুড়া ও সিলেট অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে ফরেন এক্সচেঞ্জ ও ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

Blog Archive