বিসু্কটের উত্পাদন বাড়াতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইণ্ডস্ট্রিজ লিমিটেড তাদের নিজস্ব জমিতে নতুন কারখানা স্থাপন করবে। গতকাল ডিএসই সূত্রে এই খবর জানা গেছে। এদিকে গতকাল ডিএসইতে এই কোম্পানির শেয়ারের দর কমেছে ১ টাকা ২৫ পয়সা।
কোম্পানিটি জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত তাদের নিজস্ব জমিতে এই নতুন বিস্কুট তৈরির কারখানা স্থাপন করা হবে। ২৮ হাজার স্কয়ার ফিটের এই কারখানার প্রতিটি ফ্লোরের নির্মাণ কাজ চলছে। ২০১২ সালের জুলাই মাস থেকে কোম্পানিটি এই কারখানায় বিস্কুট তৈরি করতে পারবে বলে আশা করেন কোম্পানি কর্তৃপক্ষ। জানা যায়, এই কারখানায় প্রতি মাসে ১ হাজার ৮০০ টন বিস্কুট তৈরি করা সম্ভব হবে। কারখানায় ব্যবহারের জন্য সব যন্ত্রাংশ ইতালি ও ভারত থেকে আমদানি করা হবে। এ ক্ষেত্রে ২৫ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।