ডিএসইর পিই রেশিও আগের যে কোনো সময়ের তুলনায় নিরাপদ অবস্থানে থাকার পরও লেনদেনের পরিমাণ আশঙ্কাজনক হারে কমছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তার কারণেই লেনদেনের পরিমাণ কমছে বলে ডিএসই কর্তৃপক্ষ ধারণা করছে। ধারাবাহিক দরপতনের কারণে ডিএসইর বর্তমান পিই রেশিও ১৬ দশমিক ২৯ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। গত বছর ডিসেম্বরে ডিএসইর গড় মার্কেট পিই রেশিও ২৯ দশমিক ১৬ পয়েন্ট থাকার পরও সে সময়ে ৩ হাজার ২০০ কোটি টাকা লেনদেন হয়েছিল। অথচ বর্তমানে পিই রেশিও প্রতিবেশী অন্যান্য দেশের তুলনায় কম থাকার পরও লেনদেনের পরিমাণ নেমে এসেছে ৩০০ কোটি টাকার নিচে। এ অবস্থায় কীভাবে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা ফেরানো যায় এবং লেনদেনের পরিমাণ প্রত্যাশিত মাত্রায় ফিরিয়ে আনা যায়, এ জন্য শীর্ষ ব্রোকারেজ হাউসগুলোর সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে ডিএসই। আজ দুপুর আড়াইটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। লংকাবাংলা সিকিউরিটিজ, আইসিবি সিকিউরিটিজ, পিএফআই সিকিউরিটিজ, আইডিএলসি সিকিউরিটিজসহ ডিএসইর শীর্ষ ৩২টি ব্রোকারেজ হাউস এ বৈঠকে অংশগ্রহণ করবে।