(৯৯৪) তালিকাভুক্তির নির্দেশ,লেনদেন শুরু ২২ মে

Thursday, May 19, 2011 Unknown
শেয়ারবাজার :::: আবারও কমিশন কার্যালয়ে ডেকে জারীকৃত নির্দেশনা মেনে এমআই সিমেন্টকে (ক্রাউন সিমেন্ট),mi cement trade start, তালিকাভুক্তির নির্দেশ দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন  এসইসির এই নির্দেশের পর ডিএসইতে এমআই সিমেন্ট তালিকাভুক্ত হবে বলে জানান ডিএসই সভাপতি শাকিল রিজভী কবে থেকে তালিকাভুক্ত হবে, তা অবশ্য জানাতে পারেননি তিনি তবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, ২২ মে থেকে ঢাকা স্টক এঙ্চেঞ্জে এমআই সিমেন্টের লেনদেন শুরু হবে
প্রাথমিক শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার শর্তে রাজি হওয়ায় এসইসির নির্দেশনা মেনে গত মে থেকে চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জ এমআই সিমেন্টকে তালিকাভুক্ত করে লেনদেন চালু করে সিএসই করলেও এসইসির সঙ্গে বৈঠকের আগ মুহূর্ত পর্যন্ত ঢাকা স্টক এঙ্চেঞ্জের ব্যাপারে নেতিবাচক অবস্থান অব্যাহত ছিল কয়েকজন পরিচালকের বিরোধিতার কারণেই এসইসির নির্দেশনা মানার আইনি বাধ্যবাধকতা অনুসরণ না করে বিষয়টি নিয়ে গড়িমসি করে আসছিল ডিএসই নিয়ন্ত্রক সংস্থার চেয়ে স্টক এঙ্চেঞ্জ অধিক ক্ষমতাশালী হয়ে উঠেছে কি-না_অনেকের মধ্যে ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছিল তবে এসইসির নতুন চেয়ারম্যান এম খায়রুল হোসেনের কঠোর অবস্থানের কারণে গতকাল ডিএসইর কোনো যুক্তি টেকেনি বৈঠকে উপস্থিত এসইসির এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, গতকালও ডিএসইর কর্মকর্তারা তাঁদের তালিকাভুক্ত না করার জন্য নানা যুক্তি তুলে ধরেন কিন্তু এসইসির চেয়ারম্যানের কঠোর অবস্থানের কারণে ডিএসই নেতারা এসইসির নির্দেশনা মানতে শেষ পর্যন্ত রাজি হন জানা গেছে, কয়েকজন পরিচালকের বিরোধিতার কারণেই এমআই সিমেন্টের তালিকাভুক্তি আটকে রেখেছে ডিএসই শুরু থেকেই ওই পরিচালকরা কম্পানিটির বিষয়ে নেতিবাচক মনোভাব দেখিয়ে আসছিলেন বিভিন্ন সময়ে সমস্যা সমাধানের সুযোগ তৈরি হলেও আইনি জটিলতার কথা বলে এসব পরিচালক অনড় অবস্থান গ্রহণ করায় হাজার হাজার বিনিয়োগকারীর ভাগ্য ঝুলে যায় সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ২০() ধারা অনুযায়ী এসইসি স্টক এঙ্চেঞ্জসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠানকে যেকোনো বিষয়ে লিখিত নির্দেশনা দিতে পারে যা পরিপালন করা বাধ্যতামূলক ফলে এমআই সিমেন্টের তালিকাভুক্তির বিষয়ে জারি করা নির্দেশনা পরিপালনে স্টক এঙ্চেঞ্জ বাধ্য জন্য পরিচালনা পর্ষদের অনুমোদন বা মতামতের প্রয়োজন নেই এই প্রক্রিয়া অনুসরণ করেই সিএসই কম্পানিটিকে তালিকাভুক্ত করেছে

 
 

Blog Archive