শেয়ারবাজার :::: পুঁজিবাজারে দরপতনে বিক্ষোভ নাগরিক জীবনে প্রভাব ফেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিনিয়োগকারীদের পরিচয়পত্র দেওয়ার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আশপাশের এলাকাসহ শাপলা চত্বর পর্যন্ত ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনেরও সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এসইসি ও ডিএসই'র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ সুপারিশ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, ডিএসই ও এসইসি চেয়ারম্যানের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় পাঁচটি সুপারিশ করা হয়েছে।
অন্যান্য সুপারিশগুলো হলো- ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম ও কো-অর্ডিনেশন কমিটি গঠন করা, শাপলা চত্বর থেকে ডিএসই পর্যন্ত যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন ও যানজট নিয়ন্ত্রণে পুলিশকে (ডিএমপি) তাগিদ দেওয়া।
দরপতনের কারণে ডিএসইর সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভের কারণে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মতিঝিলে গাড়ি চলাচল বেশ কয়েকদিন ব্যাহত হয়।
সরকারের অনেকে মনে করেন, বিনিয়োগকারীদের বিক্ষোভের সময় সুযোগসন্ধানীরা রাজপথ অবরোধ ও ভাংচুরে নামে। সে জন্যই বিনিয়োগকারীদের পরিচয়পত্র দেওয়ার সুপারিশ এসেছে।
কবে নাগাদ পরিচয়পত্র দেওয়া হবে- জানতে চাইলে ডিএসই চেয়ারম্যান শাকিল রিজভী সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে বোর্ডে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আশপাশের এলাকাসহ শাপলা চত্বর পর্যন্ত ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনেরও সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এসইসি ও ডিএসই'র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ সুপারিশ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, ডিএসই ও এসইসি চেয়ারম্যানের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় পাঁচটি সুপারিশ করা হয়েছে।
অন্যান্য সুপারিশগুলো হলো- ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম ও কো-অর্ডিনেশন কমিটি গঠন করা, শাপলা চত্বর থেকে ডিএসই পর্যন্ত যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন ও যানজট নিয়ন্ত্রণে পুলিশকে (ডিএমপি) তাগিদ দেওয়া।
দরপতনের কারণে ডিএসইর সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভের কারণে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মতিঝিলে গাড়ি চলাচল বেশ কয়েকদিন ব্যাহত হয়।
সরকারের অনেকে মনে করেন, বিনিয়োগকারীদের বিক্ষোভের সময় সুযোগসন্ধানীরা রাজপথ অবরোধ ও ভাংচুরে নামে। সে জন্যই বিনিয়োগকারীদের পরিচয়পত্র দেওয়ার সুপারিশ এসেছে।
কবে নাগাদ পরিচয়পত্র দেওয়া হবে- জানতে চাইলে ডিএসই চেয়ারম্যান শাকিল রিজভী সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে বোর্ডে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।