শেয়ারবাজার :::: পুঁজিবাজারে গতি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনকানুন দ্রুত পরিবর্তন করার সুপারিশ করেছে চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জ (সিএসই)। সিএসইর একটি প্রতিনিধিদল গতকাল বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ড. খায়রুল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব সুপারিশ করে।
সাক্ষাৎ শেষে সিএসই সভাপতি ফখরউদ্দীন আলী আহমেদ সাংবাদিকদের জানান, এসইসির নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাজারে স্থিতি ও গতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। ১৯৬৯-এর অধ্যাদেশের আওতায় কয়েকটি আইন পরিবর্তন করে নুতন আইন করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাজারে সার্ভিল্যান্স ও নিয়ন্ত্রণ আরো কিভাবে বাড়ানো যায়, সে বিষয়ে কথা হয়েছে। একই সঙ্গে নতুন আইপিও আনা ও বুকবিল্ডিং পদ্ধতি সঠিকভাবে কার্যকর করার জন্য যেসব আইন পরিবর্তন করা দরকার, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।
কমিশন এ ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসইসি সদস্য হেলালউদ্দীন নিজামী, সিএসইর সিনিয়র সহসভাপতি আল মারুফ খান, সহসভাপতি তারেক কামাল, পরিচালক এ এস এম শহিদুল্লাহ, এম কে এম মহিউদ্দিন প্রমুখ।
সাক্ষাৎ শেষে সিএসই সভাপতি ফখরউদ্দীন আলী আহমেদ সাংবাদিকদের জানান, এসইসির নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাজারে স্থিতি ও গতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। ১৯৬৯-এর অধ্যাদেশের আওতায় কয়েকটি আইন পরিবর্তন করে নুতন আইন করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাজারে সার্ভিল্যান্স ও নিয়ন্ত্রণ আরো কিভাবে বাড়ানো যায়, সে বিষয়ে কথা হয়েছে। একই সঙ্গে নতুন আইপিও আনা ও বুকবিল্ডিং পদ্ধতি সঠিকভাবে কার্যকর করার জন্য যেসব আইন পরিবর্তন করা দরকার, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।
কমিশন এ ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসইসি সদস্য হেলালউদ্দীন নিজামী, সিএসইর সিনিয়র সহসভাপতি আল মারুফ খান, সহসভাপতি তারেক কামাল, পরিচালক এ এস এম শহিদুল্লাহ, এম কে এম মহিউদ্দিন প্রমুখ।