শেয়ারবাজার :::: দেশের পুঁজিবাজারে আজ বৃহস্পতিবার বারাকাতউল্লাহ ইলেকট্রো ডায়নামিক লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ইতিমধ্যেই প্রতিষ্ঠানটির তালিকাভুক্তি অনুমোদন করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা ঘেছে, বারাকাতউল্লাহ ইলেকট্রো ডায়নামিক পুঁজিবাজারে দুই কোটি শেয়ার ছেড়ে মোট ১২০ কোটি টাকা সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৫০ টাকা প্রিমিয়ামসহ মোট ৬০ টাকা নেওয়া হয়েছে।
বারাকাতউল্লাহ ইলেকট্রো ডায়নামিকসের,Barakatullah Electro Dynamics Limited, অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। আইপিও-প্রক্রিয়া শেষে প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন দাঁড়ায় ৮৬ কোটি টাকা। গত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল এক টাকা ৭৬ পয়সা।
গতকাল বুধবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে বলা হয়, ডিএসইর সিদ্ধান্ত অনুযায়ী বারাকাতউল্লাহ ইলেকট্রো ডায়নামিকসের শেয়ার ‘এন’ শ্রেণীতে লেনদেন শুরু হবে। এর ট্রেডিং কোড হবে ‘BEDL’।
সংশ্লিষ্ট সূত্রে জানা ঘেছে, বারাকাতউল্লাহ ইলেকট্রো ডায়নামিক পুঁজিবাজারে দুই কোটি শেয়ার ছেড়ে মোট ১২০ কোটি টাকা সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৫০ টাকা প্রিমিয়ামসহ মোট ৬০ টাকা নেওয়া হয়েছে।
বারাকাতউল্লাহ ইলেকট্রো ডায়নামিকসের,Barakatullah Electro Dynamics Limited, অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। আইপিও-প্রক্রিয়া শেষে প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন দাঁড়ায় ৮৬ কোটি টাকা। গত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল এক টাকা ৭৬ পয়সা।
গতকাল বুধবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে বলা হয়, ডিএসইর সিদ্ধান্ত অনুযায়ী বারাকাতউল্লাহ ইলেকট্রো ডায়নামিকসের শেয়ার ‘এন’ শ্রেণীতে লেনদেন শুরু হবে। এর ট্রেডিং কোড হবে ‘BEDL’।