প্রধানমন্ত্রীর তোপের মুখে পড়লেন চার সচিব। দাপ্তরিক কাজে দক্ষতা দেখাতে না পারায় যোগাযোগ, বাণিজ্য, সেতু বিভাগ ও পররাষ্ট্রসচিবের কাজ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে সচিবদের বিদেশ সফর নিয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রায় এক বছর পর গতকাল অনুষ্ঠিত সচিব সভায় এসব ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সচিব এসব তথ্য জানিয়েছেন।
সারা দেশের যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগসচিব মোজাম্মেল হক খানকে উদ্দেশ করে বলেন, মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টিং অফিসার হিসেবে আপনি কী করেছেন? এক মন্ত্রীর পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব নয়। আর বরাদ্দ পাওয়ার কথা বলছেন? আমাদের মতো দেশে বরাদ্দের সীমাবদ্ধতা থাকবেই। অগ্রাধিকার নির্ধারণ করে কাজ করতে হবে। এ সময় প্রধানমন্ত্রী মিডিয়াকে সঙ্গে রাখার পরামর্শ দেন। মিডিয়াকর্মীদের সঙ্গে দূরত্ব কমানোর তাগিদ দেন তিনি।