ডিএসই সভাপতি শাকিল রিজভী বলেন, সমন্বয় কমিটির সভায় অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিয়েও আলোচনা হয়েছে। সামগ্রিক আলোচনা থেকে এটা নিশ্চিত হওয়া গেছে যে বাজেটে যেভাবে শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছিল_ এখনো সেভাবেই তা বহাল আছে। মানি লন্ডারিংয়ের সঙ্গে এটিকে মিলিয়ে যেসব কথা-বার্তা হচ্ছে_তা নেহায়েত ভুল বোঝাবুঝি। মানি লন্ডারিংয়ের সঙ্গে শেয়ারবাজারে বিনিয়োগের কোনো সম্পর্ক নেই। তিনি জানান, সভায় অভিহিত মূল্যের পাশাপাশি সব শেয়ারের অভিন্ন মার্কেট লট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এসইসি এ বিষয়ে একমত হয়েছে। এ ছাড়া স্টক ব্রোকারদের কমিশনের ওপর বর্ধিত উৎসে কর প্রত্যাহারের বিষয়েও কমিশন উদ্যোগ নেবে বলে জানিয়েছে।
সিএসই সভাপতি ফখরউদ্দীন আলী আহমেদ বলেন, উদ্যোক্তা ও পরিচালকদের নূ্যনতম শেয়ারের সীমা বেঁধে দেওয়া হবে। কম মূলধনের কম্পানিগুলোর জন্য একটি মূল্যসীমা (প্রাইস লিমিট) গাইডলাইন করা হবে। শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ফান্ডকে আরো বেশি সক্রিয় করা হবে।