(১৯০৯) স্থগিত রাখার পরামর্শ আইএমএফ’র

Friday, September 16, 2011 Unknown


নতুন ব্যাংকের অনুমোদন স্থগিত রাখার পরামর্শ আইএমএফ’র

ঢাকা: নতুন ব্যাংক প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন দেওয়ার সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সেই সঙ্গে নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

দেশের সামগ্রিক অর্থনীতির আকার বিবেচনা করে এ মুহূর্তে সরকার যদি নতুন ব্যাংকের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে তবে তা অত্যন্ত বিবেচনা প্রসূত কাজ হবে বলে মত দিয়েছেন সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-প্রধান ডেভিড কোয়েন।

আইএমএফ প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের শেষ পর্যায়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ণ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডেভিড কোয়েন।

বৃহস্পতিবার দুপুরে আইএমএফ ঢাকা কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কোয়েন বলেন, ‘নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়ার আগে সরকারকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় আনতে হবে। তা হলো- ব্যাংক কোম্পানি আইনের সংশোধন, ব্যাংকগুলোর বিরাজমান তারল্য সঙ্কট থেকে উত্তরণ এবং তদারকির জন্য বাংলাদেশ ব্যাংকের সামর্থ বৃদ্ধি।’

Blog Archive