চতুর্থবারের মতো বাংলাদেশের বাণিজ্যনীতি পর্যালোচনার কাজ শুরু করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। এ লক্ষে সংস্থার একটি প্রতিনিধিদল আগামী অক্টোবরে ঢাকায় আসছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রতি ৬ বছর অন্তর স্বল্পোন্নত দেশগুলোর বাণিজ্যনীতি পর্যালোচনা করে বিশ্ব বাণিজ্য সংস্থা। এবার নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশের বাণিজ্যনীতি পর্যালোচনা করবে সংস্থাটি।
ডব্লিউটিও এর আগে সর্বশেষ ২০০৬ সালে বাংলাদেশের বাণিজ্যনীতি পর্যালোচনা করেছিল।
আনুষ্ঠানিকভাবে চতুর্থ ট্রেড পলিসি পর্যালোচনার তারিখ নির্ধারণ করা হয়েছে ২০১২ সালের ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর।
সূত্র জানায়, সফরকালে ডব্লিউটিও প্রতিনিধিদল বাংলাদেশের বাণিজ্যনীতিসহ বিনিয়োগ পরিস্থিতি, মুদ্রানীতি, রাজস্ব নীতি, শিল্পনীতি, শ্রমমান, মেধাস্বত্ব সংরক্ষণ ও সুশাসন ইত্যাদি বিষয়ও পর্যালোচনা করবে।
এ জন্য সংস্থার পক্ষ থেকে সরকারের কাছে বেশকিছু তথ্য-উপাত্তও চাওয়া হয়েছে।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ সকল তথ্য-উপাত্ত ডব্লিউটিও বরাবর পাঠাতে হবে।
বাংলাদেশ সরকারের প্রদত্ত এ সকল তথ্য-উপাত্তের ভিত্তিতে একটি প্রাথমিক প্রতিবেদন তৈরি করবে ডব্লিউটিও।