শেয়ারবাজার :::: বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, মার্চ শেষে সরকারি মালিকানাধীন চারটি ব্যাংকে (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১০ হাজার ৯৩৮ কোটি ৮৯ লাখ টাকা, যা তাদের বিতরণ করা ঋণের ১৪ দশমিক ৮৪ শতাংশ।
আবার বেসরকারি ২৯টি ব্যাংকের সমন্বিত মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাত হাজার ১৭৯ কোটি ৮০ লাখ টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩ দশমিক ৩৭ শতাংশ।
বিদেশি ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণ হয়েছে ৬১০ কোটি ৮২ লাখ টাকা। এটি তাদের বিতরণ করা মোট ঋণের সোয়া তিন শতাংশ।
এ ছাড়া বিশেষায়িত চারটি ব্যাংকের মোট খেলাপি ঋণ মার্চ শেষে পাঁচ হাজার ২২ কোটি ৪২ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা বিতরণ করা মোট ঋণের ২৪ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সাধারণত প্রতিবছর প্রথম প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ একটু বাড়ে। এবারেরটি সেই হিসেবে ব্যতিক্রমী কিছু নয়।
আবার বেসরকারি ২৯টি ব্যাংকের সমন্বিত মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাত হাজার ১৭৯ কোটি ৮০ লাখ টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩ দশমিক ৩৭ শতাংশ।
বিদেশি ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণ হয়েছে ৬১০ কোটি ৮২ লাখ টাকা। এটি তাদের বিতরণ করা মোট ঋণের সোয়া তিন শতাংশ।
এ ছাড়া বিশেষায়িত চারটি ব্যাংকের মোট খেলাপি ঋণ মার্চ শেষে পাঁচ হাজার ২২ কোটি ৪২ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা বিতরণ করা মোট ঋণের ২৪ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সাধারণত প্রতিবছর প্রথম প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ একটু বাড়ে। এবারেরটি সেই হিসেবে ব্যতিক্রমী কিছু নয়।