(১০২৭) এক্সিম ব্যাংকে এবং ইসলামি ব্যাংক

Friday, May 20, 2011 Unknown
শেয়ারবাজার :::: সিআরআরে ১১ মে সবচেয়ে বেশি অলস অর্থ ছিল বেসরকারি এক্সিম ব্যাংকের ইসলামি ব্যাংক হিসেবে এই ব্যাংকটির সিআরআর হিসাবে বাংলাদেশ ব্যাংকে জমা রাখার কথা ছিল ৯২৩ কোটি ৯০ লাখ টাকা কিন্তু, উল্লিখিত দিনে জমা ছিল এক হাজার ২৩৪ কোটি ৯০ লাখ টাকা অর্থাৎ ৩১১ কোটি টাকা অলস পড়ে ছিল এর পরের অবস্থান ছিল এইচএসবিসির ব্যাংকটির অতিরিক্ত জমা ছিল ২৮৫ কোটি ৮০ লাখ টাকা আর ইসলামী ব্যাংকের অতিরিক্ত জমার পরিমাণ ছিল ১৪৪ কোটি টাকা
দেখা যাচ্ছে, ইসলামি ব্যাংকগুলোরই বেশি অর্থ অলস হয়ে বাংলাদেশ ব্যাংকের হিসাবে পড়ে রয়েছে সাধারণ ব্যাংকগুলো সিআরআর ছাড়া বিধিবদ্ধ সংরক্ষণের বাকি অর্থ সরকারি বন্ডে বিনিয়োগ করে থাকে বর্তমান নিয়ম অনুসারে এই ব্যাংকগুলোর সহজে বিনিময়যোগ্য এই সম্পদের হার হয় ১৩ শতাংশ



Blog Archive