জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হচ্ছে আজ রবিবার। আগামী ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। কম্পানিটি দুই কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। জাহিন টেঙ্ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১০ টাকা অভিহিত মূল্যের (ফেসভ্যালু) প্রতিটি শেয়ারের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়াম নেবে। ফলে ৫০০ শেয়ারের এক লটের জন্য ১২ হাজার ৫০০ টাকা বিনিয়োগকারীদের জমা দিতে হবে। জাহিন টেঙক্স ইন্ডাস্ট্রিজ আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহের জন্য গত ৩ আগস্ট সিকিউরিটিজ ও এঙ্চেঞ্জ কমিশনে (এসইসি) অনুমোদন লাভ করে। আইপিও প্রক্রিয়া সম্পন্ন করতে কম্পানির ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে এএএ কন্সালট্যান্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারস লিমিটেড। জাহিন টেঙ্ ইন্ডাস্ট্রিজের বর্তমান পরিশোধিত মূলধন ২৫ কোটি টাকা। আইপিও প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিশোধিত মূলধন ৪৫ কোটি টাকায় উন্নীত হবে। কম্পানিটির বর্তমান শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ৪৬ দশমিক ০১ টাকা। ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক হিসাবে কম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল প্রায় ৩ দশমিক ০৫ টাকা।