শেয়ারবাজারে তালিকাভুক্ত সব কম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের অভিহিত মূল্য (ফেসভ্যালু) ১০ টাকায় রূপান্তরের জন্য নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির ওয়েবসাইটে গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী আগামী ১ ডিসেম্বর সব কম্পানির রেকর্ড ডে নির্ধারণ করা হয়েছে। আর ৪ ডিসেম্বর থেকে অভিহিত মূল্যে সব কম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যেসব কম্পানি বা মিউচ্যুয়াল ফান্ড শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তন করতে পারবে না, তাদের লেনদেন বন্ধ রাখা হবে। এসইসির চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেনের আদেশক্রমে প্রকাশিত ওই নির্দেশনায় বলা হয়, সিকিউরিটিজ ও এঙ্চেঞ্জ কমিশন, বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর ২০-এর এ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নিমোক্ত আদেশ জারি করা হয়েছে। জানা গেছে, ৩০ নভেম্বরের মধ্যে সব কম্পানিকে বোর্ড সভা ও ইজিএম করে এসইসি, আরজেএসইর অনুমোদন নিতে হবে।