দেশের শেয়ারবাজার আলোচিত আরেকটি সপ্তাহ পার করল। অব্যাহত দরপতনের কারণে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। তাঁরা বিভিন্ন কর্মসূচিও পালন করেন। অন্যদিকে বাজারে স্থিতিশীলতা আনতে নানামুখী উদ্যোগ নেয় নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। অব্যাহত দরপতন ঠেকাতে গত সপ্তাহে বাজার-সংশ্লিষ্টদের ধারাবাহিক বৈঠক করে এসইসি। শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এসব বৈঠক শেষে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে এসইসি এসব সিদ্ধান্ত নেয়। এ ছাড়া গত সপ্তাহের শেষ কার্যদিবসে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের অংশগ্রহণে ‘পুঁজিবাজার সমন্বয় কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। ওই সভা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী জানান, বাণিজ্যিক ব্যাংকগুলোর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের জন্য একক ঋণগ্রহীতার সীমা সমন্বয়ের সময় আরও বাড়ানো হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ব্যাংকগুলোর আর্থিক অবস্থা ঠিক রেখে পুঁজিবাজারের স্থিতিশীলতার স্বার্থে যা কিছু প্রয়োজন বাংলাদেশ ব্যাংক তা-ই করবে।