সরকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা চেকিংয়ের দায়িত্ব দিচ্ছে বিদেশী কোম্পানিকে। এর খেসারত দিতে হবে ৪১ লাখ যাত্রীকে। আন্তর্জাতিক বহির্গমনে প্রত্যেক যাত্রীকে ভ্রমণকালে গুনতে হবে অতিরিক্ত ২ হাজার ৬০০ টাকা। তবে এর ঘোর বিরোধিতা করছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশসহ (আটাব) সংশ্লিষ্টরা। তাদের মতে, প্রতিবেশী দেশগুলো যদি নিজস্ব ব্যবস্থাপনায় বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তাহলে বাংলাদেশের অসুবিধা কোথায়? মন্ত্রিপরিষদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিমানবন্দরের নিরাপত্তা চেকিংয়ের দায়িত্ব ২৫ বছরের জন্য কানাডিয়ান কোম্পানি ভিজুয়াল ডিফেন্স ইনকরপোরেশনকে (ভিডিআই) দেয়ার জন্য গত ২৯ আগস্ট বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. আতাহারুল ইসলাম একটি প্রস্তাব অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠিয়েছেন। কমিটি অনুমোদন দিলে ভিডিএল ২৮০ কোটি বিনিয়োগ করে বছরে হাতিয়ে নেবে ৯৩৪ কোটি টাকা।