ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর বৃহস্পতিবার বেড়েছে। গত সপ্তাহে কোম্পানিটি ভারতীয় অপর শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি ন্যাটকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে অ্যান্টি-ক্যান্সার পণ্য তৈরির বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করে। ফলে এই শেয়ারের দর গত সপ্তাহে থেকে বাড়ছে। ডিএসইতে গতকাল এই শেয়ারের দর বেড়েছে শূন্য দশমিক ০৪ শতাংশ বা ৪ টাকা ৫০ পয়সা। দিনভর এর দর ১২ হাজার ৪৩৬ টাকা থেকে ১২ হাজার ৬৫০ টাকায় ওঠানামা করে। সর্বশেষ ১২ হাজার ৫১০ টাকায় এই শেয়ার লেনদেন হয়। দিন শেষে এই শেয়ারের দর দাঁড়ায় ১২ হাজার ৫৪৬ টাকা ৭৫ পয়সা। এ দিন ২৫৫টি শেয়ার ৪১ বার লেনদেন হয়। যার বাজার দর ৩২ লাখ টাকা। বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে রেনেটা লিমিটেড এন্টি-ক্যান্সার পণ্য উত্পাদন করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য কোম্পানিটি ন্যাটকো ফার্মা লিমিটেডের সঙ্গে একযোগে সাবসিডিয়ারি কোম্পানি গঠন করেবে। যার নাম হবে ‘রেনেটা অনকোলজি লিমিটেড’। শুধু বাংলাদেশের বাজারেই নয় এসব পণ্য বাইরের দেশেও রফতানি করা হবে। আশা করে হচ্ছে, প্রাথমিকভাবে রেনেটা এই প্রকল্পে ১০ লাখ ডলার বিনিয়োগ করবে। ২০১২ সালের শেষের দিকে রেনেটার অনকোলজির বাণিজ্যিক কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।