গ্রেপ্তারকৃত বিনিয়োগকারীদের যাতে কোন প্রকার ক্ষতি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। প্রয়োজনে পুলিশের হেফাজত থেকে তাদের ছাড়িয়ে আনতে সুপারিশ করবেন এসইসি চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন।
সোমবার বিকেল চারটার দিকে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সদস্যরা এসইসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে এলে চেয়ারম্যান তাদের আশ্বস্ত করেন।
খায়রুল হোসেন আরো বলেন, ‘বাণিজ্যিক ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা (সিঙ্গেল পার্টি এক্সপোজার লিমিট) সমন্বয়ের মেয়াদকাল ৩১ ডিসেম্বর ২০১১ থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০১২ পর্যন্ত করেছে বাংলাদেশ ব্যাংক।’
তিনি বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা ফ্যাক্স পেয়েছি। শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক যথেষ্ট নমনীয় থাকবে বলেও এসইসিকে আশ্বস্ত করা হয়েছে।’
বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘পুঁজিবাজারে অস্থিরতা রোধে এসইসি সব সময় সক্রিয় রয়েছে। এসইসি পুনর্গঠনের পর আমরা যখন প্রথম যোগদান করি তখন বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেছিলাম- একটি স্থিতিশীল, স্বচ্ছ, দক্ষ্ ও জবাদদিহিতামূলক পুঁজিবাজার উপহার দিতে চাই। আর সে লক্ষে এসইসি’র সকল সদস্য ও কর্মকর্তারা একযোগে কাজ করে যাচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘তাছাড়া পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে প্রয়োজনীয় আইন কানুন বিধি বিধান পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছি। সকল পক্ষ যারা প্রত্যক্ষ ভাবে পুঁজিবাজারের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে পরামর্শক্রমে কি কি পদক্ষেপ নিলে পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব সে লক্ষেই মূলত কাজ করছে এসইসি।’