সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর এক দিন পরই বাড়ল বাস ও অটোরিকশার ভাড়া। রেলওয়ের ভাড়া বাড়ানোরও চিন্তা করছে সরকার। গতকাল সোমবার ডিজেল ও সংকুচিত প্রাকৃতিক গ্যাসে (সিএনজি) চালিত বাসের ভাড়া বাড়ানো হয়েছে কিলোমিটারপ্রতি পাঁচ পয়সা। অন্যদিকে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বেড়েছে কিলোমিটার প্রতি ১৪ পয়সা। অটোরিকশায় প্রতি মিনিট বিরতিকালীন সময়ের জন্য (যানজট, যাত্রাবিরতি ও সিগন্যাল) চার্জ বেড়েছে ১০ পয়সা। গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির এই সময়ে চার মাসের ব্যবধানে সব ধরনের পরিবহনভাড়া বাড়ানো হলো। গতকাল যোগাযোগ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পরিবহনভাড়া বাড়ানোর এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। নতুন ভাড়ার হার গতকাল থেকেই কার্যকর করা হয়েছে। এর আগেও সর্বশেষ ভাড়া বাড়ানো হয়েছিল গত ১৬ মে। কিন্তু প্রতিবারই পরিবহন মালিক-শ্রমিকেরা সরকারনির্ধারিত ভাড়া না মেনে বাড়তি আদায় করছেন। এবারও এমন হতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।