(১৪৬০) থেমে থাকেনি...২১৩টি ব্রোকারেজ হাউজ

Sunday, June 05, 2011 Unknown
শেয়ারবাজার :::: কোরাম পূর্ণ হওয়ায় রোববার হরতালের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে

২১৩টি ব্রোকারেজ হাউজ লক অন করায় যথাসময় সকাল ১১টায় লেনদেন শুরু হয়

এদিকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ৫৭ পয়েন্ট বেড়ে হাজার ৮১৯ পয়েন্টে উঠে আসে লেনদেন হওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮০টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টি প্রতিষ্ঠানের দাম

ডিএসইর ডিজিএম শফিকুল বলেন, ‘ডিএসইর সদস্যভুক্ত ২১৩টি প্রতিষ্ঠান লক অন করায় কোরাম পূর্ণ হয় এর ফলে আমরা ডিএসইর লেনদেন শুরু করি।’

মতিঝিলের বিভিন্ন ব্রোকরেজ হাউজ মার্চেন্ট ব্যাংক সরেজমিন ঘুরে দেখা গেছে, ডিএসইর লেনদেন শুরু হলেও বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক কম সকালে ডিএসইর মূল ফটক বন্ধ থাকতে দেখা গেছে তবে স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা অফিস কার্যক্রম পরিচালনা করছেন

ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালী সকাল ৯টায় অফিসে উপস্থিত হন তিনি বাংলানিউজকে বলেন, ‘কোরাম পূর্ণ হওয়ার কারণে শেয়ারবাজারের লেনদেন শুরু করা হয়েছে আমরা আশা করছি লেনদেন দুপুর ৩টা পর্যন্ত স্বাভাবিক থাকবে।’

জাহান সিকিউরিটিজের কর্মকর্তা আতিকুর রহমান জানান, বিনিয়োগকারীদের উপস্থিতি কম হলেও অনেকে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন করছে তিনি বলেন, ‘আমরা ১০ মিনিটের মাথায় ৭৭ লাখ টাকার লেনদেন করেছি।‘


এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের আশপাশের এলাকায় বিপুল পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মীরা অবস্থান করছেন গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে তবে আগের দিনের তুলনায় অনেকাংশে কম বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত এলাকায় কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি

উল্লেখ্য, ডিএসইতে লেনদেন চালু হওয়ার জন্য কোরাম পূর্ণ হতে ৭০টির মতো ব্রোকারেজ হাউজ ট্রেডিং সিস্টেম খোলা থাকতে (লগ অন) হবে

Blog Archive