শেয়ারবাজার :::: সামাজিক যোগাযোগের জনপ্রিয় নেটওয়ার্ক ফেসবুকে এবার ঘটেছে ভিন্ন এক ঘটনা। কন্যাশিশু মারিয়া গ্রিনের এখনো জন্মই হয়নি। জন্মের আগেই তাঁর নামে ফেসবুকে একটি পেজ খোলা হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ম্যাট ও এলি নামের এক দম্পতি এই অদ্ভুত কাণ্ডটি ঘটিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার সংবাদে এ তথ্য জানানো হয়েছে।
ম্যাট ও এলি জানেন তাঁদের একটি কন্যাশিশু হবে এবং তাঁর জন্ম হতে পারে ৯ জুন। জন্মের আগেই ১ জুন পর্যন্ত ওই শিশুটির ফেসবুকে বন্ধুর সংখ্যা ২৬৮ জনে দাঁড়িয়েছে। যদিও তার বন্ধু হওয়ার অনুরোধ এসেছে ৩৫০টি। কিন্তু অপরিচিত কাউকে তার পিতামাতা বন্ধু করছেন না।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে ম্যাট বলেন, শিশুটি পৃথিবীতে আসছে—এ সংবাদটি আমাদের সব বন্ধুকে কীভাবে জানাব, সে ব্যাপারে আমারা নিশ্চিত ছিলাম না। এর ভালো উপায় হিসেবে ফেসবুককে আমরা বেছে নিই। ফেসবুকের মাধ্যমে মা ও শিশু সম্পর্কে প্রতিনিয়ত আমরা বন্ধুদের অবহিত করছি।
ম্যাট আরও জানান, আমরা নিজেদের ছোটবেলার কথা চিন্তা করলে দেখব অনেক কিছুই ভুলে গেছি। তাই আমাদের সন্তানের সব তথ্যই এখানে রাখছি।
ম্যাট ও এলি জানেন তাঁদের একটি কন্যাশিশু হবে এবং তাঁর জন্ম হতে পারে ৯ জুন। জন্মের আগেই ১ জুন পর্যন্ত ওই শিশুটির ফেসবুকে বন্ধুর সংখ্যা ২৬৮ জনে দাঁড়িয়েছে। যদিও তার বন্ধু হওয়ার অনুরোধ এসেছে ৩৫০টি। কিন্তু অপরিচিত কাউকে তার পিতামাতা বন্ধু করছেন না।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে ম্যাট বলেন, শিশুটি পৃথিবীতে আসছে—এ সংবাদটি আমাদের সব বন্ধুকে কীভাবে জানাব, সে ব্যাপারে আমারা নিশ্চিত ছিলাম না। এর ভালো উপায় হিসেবে ফেসবুককে আমরা বেছে নিই। ফেসবুকের মাধ্যমে মা ও শিশু সম্পর্কে প্রতিনিয়ত আমরা বন্ধুদের অবহিত করছি।
ম্যাট আরও জানান, আমরা নিজেদের ছোটবেলার কথা চিন্তা করলে দেখব অনেক কিছুই ভুলে গেছি। তাই আমাদের সন্তানের সব তথ্যই এখানে রাখছি।