(১৪৭৪) শতাধিক শেয়ারের দাম

Sunday, June 05, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারে হরতালের দিনে শুরুটা ভালো হলেও শেষটা ভালো হয়নি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে শতাধিক শেয়ারের দাম বেড়েছে তবে সূচক বেড়েছে খুবই সামান্য আজ দিনের শুরুতে ব্রোকারেজ হাউসের নির্ধারিত কোরাম পূর্ণ হওয়ায় যথাসময়ে লেনদেন শুরু হয়
আজ ডিএসইতে সাধারণ সূচক .১৭ পয়েন্ট বেড়ে ৫৭৬২.৮৮ পয়েন্টে দাঁড়ায় লেনদেন হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১১৬টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৫টির মোট লেনদেন হয়েছে ৫৬১ কোটি টাকার
আজ ডিএসইতে সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয় লেনদেনের প্রথম আধা ঘণ্টা শেষে সূচক ৫৭ পয়েন্ট বেড়ে যায় তবে বেলা পৌনে দুইটার দিকে সূচক কমতে থাকে এরপর আবার সূচক বাড়তে থাকে, তবে লেনদেন শেষ হওয়ার আগে আবার সূচক কমতে থাকে দিন শেষে সূচক বেড়েছে মাত্র .১৭ পয়েন্ট
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বিএসআরএম স্টিল, এমআই সিমেন্ট, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউসিবিএল, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ইএইচএল, ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বেক্সিমকো, মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিপলস লিজিং
ডিএসইর জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, আজ লেনদেনের শুরুতে ২১৩টি ব্রোকারেজ হাউস লগইন করায় যথাসময়ে লেনদেন শুরু হয়েছে ক্ষেত্রে কোরাম পূর্ণ হতে ৭২টি হাউসের লগইন প্রয়োজন বলে তিনি জানান

Blog Archive