(৮৩৪) currency

Sunday, May 15, 2011 Unknown
শেয়ারবাজার ::::
এপ্রিল
মাসে সুদের হার বৃদ্ধি কোনো আকস্মিক ঘটনা নয়’—ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বৃহস্পতিবার এমন মন্তব্য করায় ইউরো কিছুটা শক্তি ফিরে পায় শুক্রবার প্রকাশিত জার্মানি ফ্রান্সের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য আশাপ্রদ হওয়ায় ইউরোর অবস্থান শক্তিশালী হয়ে ওঠে
তবে ইউরো অঞ্চলেরমূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এবং স্থিতিশীলতার জন্য সম্ভাব্য সবকিছু করা হবে’—ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রধানের এমন মন্তব্যে ইউরো শক্তি হারাতে থাকে সময় প্রতি ইউরো ডলারের বিপরীতে শক্তি হারিয়ে পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে
যা- হোক, সপ্তাহের শেষে শুক্রবার প্রতি ইউরো দশমিক ৪১১৮ ডলারে, প্রতি পাউন্ড স্টার্লিং দশমিক ৬১৯৬ ডলারে এবং প্রতি ডলার ৮০ দশমিক ৭৮ ইয়েনের কাছাকাছি লেনদেন হয়
এদিকে দেশে আন্তব্যাংক কলমানির (ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরস্পরের কাছ থেকে নেওয়া কর্জ) মার্কেটে গত সপ্তাহজুড়ে সাড়ে থেকে শতাংশ সুদে বেশির ভাগ লেনদেন সম্পন্ন হয়
গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে ১৮২ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের ৩৪৩ কোটি টাকার নিলাম অনুষ্ঠিত হয়েছে ট্রেজারি বিলের এই নিলামে অন্তর্নিহিত সুদের হার দশমিক ৫০ শতাংশে নির্ধারিত হয় যা আগের নিলামের চেয়ে ৪০ বেসিস পয়েন্ট বেশি গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে ১৫ বছর মেয়াদি সরকারি ট্রেজারি বন্ডের ২৪৫ কোটি টাকার নিলাম অনুষ্ঠিত হয়েছে এই নিলামে অন্তর্নিহিত সুদের হার পাঁচ বেসিস পয়েন্ট বেড়ে দশমিক ৩৫ শতাংশে নির্ধারিত হয় সূত্র: সিটিব্যাংক এনএ, বাংলাদেশ

Blog Archive